গলদ স্বপ্নের বদল

ছাইরাছ হেলাল ১ জুলাই ২০২০, বুধবার, ০৯:৪৫:৩২অপরাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

 

নাতিদীর্ঘ জীবনে দেখা-অদেখার-তীরে দাঁড়িয়ে
খুঁজি অন্তহীন কাব্য-কথার মর্ম-কাহিনী,
ক্রম বিষণ্ণতায় ডুবে ডুবে;

নিষ্পলক আততায়ী চোখ
রুদ্ধশ্বাস-উপহাস-অট্টহাস্যে তাকিয়ে আছে;
সংহারি ভালোবাসার চাকা এখন এখানেও সচল পূর্ণমাত্রায়।

দু’চোখ ঢেকে পথ-চিহ্ন এঁকে এঁকে
ছন্দ পতনে, ছন্দের পতনে নিখুঁত হাত-সাফাই-খেলায়
কপাল দোষে হৃদয়-অসুখ-স্বাস্থ্যে জোরদার নিমজ্জন।

নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ!
সে তো মেনে নেয়ার নয়;
বিধাতা-বিরূপে, তবুও প্রার্থনা “আপনি ই অন্তর্যামী”।

ফাঁদ-লজ্জা-রাত্রির চৌকাঠ পেরিয়ে
(গলদ)স্বপ্নের বদল! সে তো হতেই পারে;

ছবি নেটের।

১০৬৪জন ৯২০জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ