নাতিদীর্ঘ জীবনে দেখা-অদেখার-তীরে দাঁড়িয়ে
খুঁজি অন্তহীন কাব্য-কথার মর্ম-কাহিনী,
ক্রম বিষণ্ণতায় ডুবে ডুবে;
নিষ্পলক আততায়ী চোখ
রুদ্ধশ্বাস-উপহাস-অট্টহাস্যে তাকিয়ে আছে;
সংহারি ভালোবাসার চাকা এখন এখানেও সচল পূর্ণমাত্রায়।
দু’চোখ ঢেকে পথ-চিহ্ন এঁকে এঁকে
ছন্দ পতনে, ছন্দের পতনে নিখুঁত হাত-সাফাই-খেলায়
কপাল দোষে হৃদয়-অসুখ-স্বাস্থ্যে জোরদার নিমজ্জন।
নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ!
সে তো মেনে নেয়ার নয়;
বিধাতা-বিরূপে, তবুও প্রার্থনা “আপনি ই অন্তর্যামী”।
ফাঁদ-লজ্জা-রাত্রির চৌকাঠ পেরিয়ে
(গলদ)স্বপ্নের বদল! সে তো হতেই পারে;
ছবি নেটের।
২৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
প্রথম তিন লাইন- বিষন্ন মনে কোনো কিছুই দেখা ঠিক না, তাতে নীলাকাশ দেখায় ধুসর। মিষ্টি পানির স্বাদ নোনাতে পরিনত হয়।
সংহারি ভালোবাসা কখনো অনাহারে থাকে না। চাকা ঘুরতেই থাকে ঘড়ির কাটার ছন্দে।
দিন শেষে সকল নাটক-বিবাদ-স্তুতিবাদ সবই বিধাতার পক্ষে যায়। কারণ তিনিই অন্তর্যামী।
ওয়াও! এমন সহজ করে কবে থেকে লিখতে শুরু করলেন মহারাজ!!
বন্যা লিপি
ময়না, এখন তোমারে আমার পড়তে ইচ্ছা করতেছে। তুমি তো দিনে দিনে সার্জিক্যাল সিজার নিয়ে ঘুরে বেড়াচ্ছো বলে মনে হচ্ছে। কবিতার পোস্টমর্টেম করছো পর্যায়ক্রমিক😊😊
ছাইরাছ হেলাল
সে এখন বিরাট -বিপুল দাক্তার !! ওঝা ও !!
ছাইরাছ হেলাল
চিরতা স্বাদ অস্বীকার করার কোন উপায় কিন্তু নেই।
বিধাতা আমাদের মনের কথা জানেন, এটি তো আমরা প্রায় ভুলতে বসেছি !
এত এত কঠিন করে লিখলাম তা ও সহজ হয়ে গেল ! কী দিনকাল যে আইলো !!
ভাল থাকবেন আপনি।
বন্যা লিপি
অনুভূতির শিরোনামটা দেখে ভেবেছিলাম, গলদ থেকে সঠিক স্বপ্নকথা শুনতে পাবো হয়তো! ধাপে ধাপে এগোতে এগোতে বুঝলাম…….এক অন্তর্যামী ই ভালো জানেন আমাদের গলদ- কবে কেমন করে সুখ স্বপ্নে প্রবর্তিত হবে।
ছাইরাছ হেলাল
আমরা মানুষেরা তো গলদ নিয়েই বাঁচি,
বিধাতা আমাদের সহায় হয়ে আছেন বলেই টিকে থাকি।
ভাল থাকবেন।
নিতাই বাবু
এমন কঠিন কঠিন অজানা শব্দের সাথে আমি এখনো পরিচিত হতে পারিনি, শ্রদ্ধেয় কবি মহারাজ। তবুও মহারাজের আশেপাশেই থেকে গেলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
আরে এ এমন কিছু না। মনের কথা আপনাদের কাছে বলি একটু।
ভাল থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অসাধারণ লেখা — নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ!
সে তো মেনে নেয়ার নয়;
বিধাতা-বিরূপে, তবুও প্রার্থনা “আপনি ই অন্তর্যামী”। — শুভ কামনা রইল ভাইয়া।
ছাইরাছ হেলাল
মন দিয়ে পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
নিরাপদে থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ঈশ্বরই সব জানেন। আমরা শুধু তার সন্তান হিসেবে তার প্রার্থনা করি, অনুকম্পা নিতে চাই। জীবন চাকা ঘুরবেই। ফাঁদ-লজ্জা-রাত্রির চৌকাঠ পেরিয়ে স্বপ্ন বদল হচ্ছে অবিরত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বিধাতার অনুকম্পার জন্য আমাদের শুধুই প্রার্থনা অবিরাম।
সময় গড়াবে সময়ের নিয়মে , আমরা শুধুই দেখে যাব।
ভাল থাকবেন আপনি।
প্রদীপ চক্রবর্তী
আমাদের গলদ কোথায় ঈশ্বর জানেন।
কঠিন কঠিন শব্দ বুঝা বড্ড মুশকিল দাদা।
ছাইরাছ হেলাল
আমরা শুধুই ঈশ্বরের সাহায্য কামনা করি।
পড়ার জন্য ধন্যবাদ দিচ্ছি।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ, ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
নাটুকে বিবাদ দৃশ্য! মিথ্যে ঝুড়ির স্তুতিবাদ!
সে তো মেনে নেয়ার নয়;
থাকে যদি গলদ মেনে নিতে হয়।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অন্তর্জামীতায় সব কিছু সোপর্দ করি , এই বিষাদে।
ভাল থাকবেন আপনি।
তৌহিদ
বিষণ্ণতা, উপহাস যাই হোক তিনি সবকিছু দেখেন, জানেন। এরমধ্যেই মঙ্গল নিহিত হয়তো! কে জানে একমাত্র তিনি ছাড়া।
ছাইরাছ হেলাল
তিনিই একমাত্র সত্য , তাতেই নতজানু আমরা , এই করোনা কালে।
নিরাপদে থাকুন।
জিসান শা ইকরাম
না চাইলেও এ জীবনের অনেক কিছু দেখে বা স্মৃতি ভেবে বিষন্নতায় যেতেই হয়।
স্বপ্ন পাল্টে যায়, সাথে মানুষও।
ছাইরাছ হেলাল
পাল্টে যাওয়ায় নিয়তি, মানি বা না-মানি।
বিধাতা সব দেখেন জানেন।
খাদিজাতুল কুবরা
খুব সুন্দর মর্মবাণী।
মেনে নেওয়ার মধ্যেই সমাধান।
জীবনে ভুল ত্রুটি থাকবে, এবং কিছু ব্যাপার বিধাতার নিয়মে চলবে আমাদের কে ভরসা রাখতে হবে।
তবেই জীবন উপভোগ্য হবে, হতাশার চাদরে ঢেকে যাবেনা।
পড়ে ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
মন দিয়েই পড়েছেন বুঝতে পারছি।
এক্বমাত্ধার তার কাছেই সমর্পণ আমাদের।
নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
নানা বলতো, সুখ আর দুঃখ বৃত্তের মতো ঘোরে।
এটা বিধাতার আদেশ কিনা জানিনা।
ছাইরাছ হেলাল
আপনার নানা সঠিক কোথায় বলেছে।
আমরা মানি বা না-মানি।
ভাল থাকবেন।
হালিম নজরুল
তিনিই অন্তর্যামী। তিনিই সফলকাম। তিনিই আমাদের মুক্তিদাতা। সব বিভেদের তিনিই ফয়সালাকারী। জয় হোক, ইশ্বরের জয় হোক।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ, এত এত ব্যস্ততার মধ্যেও পড়ছেন এখানে এসে।
আমরা একমাত্র তাঁর কাছেই সহজ চাই।
ভাল থাকবেন। ছড়ায় ছড়ায়।