কোকিলের কুহুতান

ছাইরাছ হেলাল ১০ মার্চ ২০১৯, রবিবার, ০৯:৩১:৪৯অপরাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

বিকেল-আলোর শেষ রং-ঝুড়িটুকু
চুইয়ে চুইয়ে পড়ছে,
নিভে যেতে যেতে প্রাণপণে
কী-জানি কিছু একটা জানান দিচ্ছে,
বুঝছি-না-তো কিছুই, হাজারো শোনার ভিড়ে;

নামাজ-জানলায় হয়রান কোকিল
ডেকে ডেকে অস্থির,
কী-জানি! কাকে কী বলে! বলতে চায়;

আলো আর আধারের এই আবছায়ায়
ঝাঁপিয়ে পড়া অভিজাত হুল্লোড় লুকোচুরি,
নিয়ত নিত্তের তোলপাড় রূপের এক জলছবি
অভিনব এক ফিউশন ফেরারি ।

ডিগবাজি খেয়ে খেয়ে ধেয়ে আসে কুহুতান
একাকীর নিঃসঙ্গ আঁকাবাঁকা রেখায় তরঙ্গ বেজে ওঠে,
আমার নামাজ-মন উদাস বিষণ্ণতায়
বিধাতার সাহায্য চায়।

৯৬২জন ৭৫০জন

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ