কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু – শাহ আব্দুল করিম এর এই অসাধারন গানটি মাঝে মাঝে শুনি আমি । নেটে সার্চ দিলাম শাহ আব্দুল করিম এর নিজ কন্ঠে গানটি পাওয়া যায় কিনা । পেলাম না । কি আর করা, আসুন বিভিন্ন শিল্পির গাওয়া একই গান শুনি।

কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

কারে কি বলিব আমি
নিজে অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি

বাউল আব্দুল করিম বলে
হল এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি । 

ডলী সায়ন্তনীর কন্ঠে

হাবিব ওয়াহীদ এর কন্ঠে

গায়কের নাম জানা নেই , এটি শ্লো গান 

খুদে গানরাজ এর কন্ঠে

গায়কের নাম জানা নেই , ব্যন্ড এর মিউজিক

বন্ধুদের কাছ থেকে কষ্ট পাওয়া একজন যুবকের গাওয়া গান , খুব আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি । নিজের গিটার তার সাথে । যুবকটি গানের মাঝে কেঁদে ফেলে ।

শাহ আব্দুল করিম সম্পর্কে নতুন করে কিছু বলার নেই । তবে তাঁর সম্পর্কে যারা অবগত নন , তাঁরা এই লিংকে গিয়ে এই মহান গানের শিল্পী সম্পর্কে জানতে পারেন ।

৮৪০জন ৮৩৯জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ