কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু – শাহ আব্দুল করিম এর এই অসাধারন গানটি মাঝে মাঝে শুনি আমি । নেটে সার্চ দিলাম শাহ আব্দুল করিম এর নিজ কন্ঠে গানটি পাওয়া যায় কিনা । পেলাম না । কি আর করা, আসুন বিভিন্ন শিল্পির গাওয়া একই গান শুনি।
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেমনে রাখিব তর মন
আমার আপন ঘরে বাদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
পাড়া পড়শী বাদী আমার
বাদী কালন নদী
মরম-জ্বালা সইতে না’রি
দিবানিশি কাঁদি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কারে কি বলিব আমি
নিজে অপরাধী
কেঁদে কেঁদে চোখের জলে
বহাইলাম নদী রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
বাউল আব্দুল করিম বলে
হল এ কী ব্যাধি
তুমি বিনে এ ভুবনে
কে আছে ঔষধি রে বন্ধু
ছেড়ে যাইবা যদি
কেন পিড়িতি বাড়াইলা রে বন্ধু
ছেড়ে যাইবা যদি ।
গায়কের নাম জানা নেই , এটি শ্লো গান
গায়কের নাম জানা নেই , ব্যন্ড এর মিউজিক
বন্ধুদের কাছ থেকে কষ্ট পাওয়া একজন যুবকের গাওয়া গান , খুব আবেগ দিয়ে গানটি গেয়েছেন তিনি । নিজের গিটার তার সাথে । যুবকটি গানের মাঝে কেঁদে ফেলে ।
২১টি মন্তব্য
আগুন রঙের শিমুল
পছন্দের একটা গান
আবিদ রোজীনা
আমারো পছন্দের শিমুল ভাইয়া ।
আগুন রঙের শিমুল
উনার লাশ নিয়া নৌকায় যখন হাওড় পারি দিচ্ছিলো…… সামনের নৌকায় উনার ছেলে একটা গান গাইতেছিলেন… মি আনলাকী অনেক চেষ্টা করেও আজতক গানটা মনে করতে পারিনি 🙁
আবিদ রোজীনা
আপনি ছিলেন নাকি ঐ নৌকায় ভাইয়া ?
জিসান শা ইকরাম
আপনি এই গান শুনেন ?
আমার কেন যেন অবিশ্বাস লাগছে ।
অত্যন্ত হৃদয় ছোঁয়া একটি গান শেয়ার করার জন্য ধন্যবাদ।
যুবকটি আপনার পরিচিত নাকি ? 🙂
আবিদ রোজীনা
আমার লাইফ স্টাইলের সাথে মিলছেনা তাই তো ? প্রানের মাঝে এই গান আছে জিসান ভাইয়া । বাইরে থেকে বুঝতে পারা যায়না 😛 যুবকটি আপনার পরিচিত হতেও পারে 🙂
ছাইরাছ হেলাল
গান শুনলাম ,পড়লাম , আমার প্রিয় মানুষটি নিয়ে আবারও ।তাঁর উপড়ে একটি ডকুমেন্টরি হয়েছে ।
সেটি দেখার সৌভাগ্য হয়েছে ।শাকুর মজিদ এটি বানিয়েছেন ।
আবিদ রোজীনা
ডকুমেন্টরি ? আমি দেখিনি । কোন লিংক আছে ছাইরাছ হেলাল ভাইয়া ? লিংক থাকলে প্লিজ দিন এখানে ।
ছাইরাছ হেলাল
সরি লিংক দিতে পারছি না । অনেকদিন আগে দেখেছি ।
মনে নেই ।
আবিদ রোজীনা
খুঁজে নেবো ভাইয়া । অবশ্যই পাওয়া যাবে আশাকরি । লিংক খুঁজে পেলে পোষ্টে দিয়ে দেবো ।
ব্লগার সজীব
প্রিয় গানটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ।
আবিদ রোজীনা
আপনাকেও ধন্যবাদ ভাইয়া ।
স্বপ্ন
শাহ আবদুল করিমের গাওয়া গানটিই পাওয়া গেলোনা? শেয়ারের জন্য ধন্যবাদ।
আবিদ রোজীনা
আমার কাছে আছে । কিন্তু নেটে খুঁজে পেলামনা ভাইয়া । ধন্যবাদ আপনাকেও ।
মোঃ মজিবর রহমান
কষ্ট পাওয়ার জন্যই গানটি।
অনেক অনেক ভাল লাগার গান হৃদয় কান্দায়ে অন্তর স্পর্শ করা এই গানটি।
শেয়ারের জন্য সাধুবাদ।
-{@
পুষ্পবতী
গানটি আমারো খুব ভালো লাগে। -{@
সঞ্জয় কুমার
পছন্দের একটা গান শেয়ার করার জন্যে ধন্যবাদ
মা মাটি দেশ
-{@ (y) এমন গুণীদের কদর করা আমাদের কর্তব্য।আপুকে অনেক ধন্যবাদ এমন একটি হৃদয় ছোয়াঁ পোষ্টের জন্য। -{@
বনলতা সেন
অনেকবার শোনার মত গান । এরকম শেয়ার করলে খুশি হব।
স্বপ্ন নীলা
আমার কাছে ভাল লাগে গানটি ——-শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ
আদিব আদ্নান
অনেক আগে শুনেছি । আবার শুনব সবগুলো ।