কিছু প্রাপ্তি কিছু অপ্রাপ্তি

ছারপোকা ১ জানুয়ারি ২০১৫, বৃহস্পতিবার, ০৯:০৪:১৫অপরাহ্ন এদেশ ১২ মন্তব্য

জীবনে আমরা অনেক কিছুই পাই ।প্রত্যেকটা বছরেই
কাটে পাওয়া না পাওয়া অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তি দিয়ে ।কিন্তু
আমরা সবাই এ প্রাপ্তি টুকু হিসাব
করি না ।হিসব করলেই অপ্রাপ্তি টুকু কে গুরুত্ব দেই আমরা সবাই ।কিন্তু হিসেব করলে দেখা যায় আমাদের প্রাপ্তি টুকুই বেশি ।প্রত্যেকেটা দিনই কাটে আমাদের অনেক চাওয়া পাওয়ার
মধ্যে দিয়েই ।চাহিদা আমাদের অনেক বেশিই থাকে ।প্রত্যেকটা চাহিদা এ অনেক সময় আমাদের সাধ্যের মধ্যে থাকে না ।তারপরে ও আমরা স্বপ্ন দেখি অনেক কিছুই । স্বপ্ন দেখা টা পাপ
না প্রত্যেকটা মানুষই স্বপ্নের জাল
বুনে ।কিন্তু আমরা ভুলে যাই
যে আমাদের প্রত্যেকটা স্বপ্নই
যে পূরন হবে সেটা কিন্তু না । ১৪
সালটাতে অনেকের জীবনেই অনেক সুখের স্মৃতি আছে আবার অনেক দুঃখের স্মৃতি ও আছে ।সুখের স্মৃতি গুলো ভাবতে ভাবতে পুরো জীবনটাই কেটে যাবে হয়ত ।যা হয়ত শেষ নিঃশ্বাস পর্যন্ত ও
মনে রাখে অনেকেই আবার অনেকেই সময়ের সাথে সাথে তা ভুলে যায় ।আবার
দুঃখের স্মৃতিগুলো ও ঠিক তেমন এ কিছু হারানোর বেদনা মানুষ অনেক দিন মনে রাখে ।তারপর
আস্তে আস্তে অনেক সুখের
মাঝে তা বিলীন হয়ে যায় তখন
তা মনে ও আসে না ।।

১৪ সালটাতে অনেকেরই অনেক
স্মৃতি রয়েছে যা আমাদের
মুখে হাসি ফুঠায় । আবার
অনেকে কষ্টের স্মৃতি রয়েছে যাতে চোখের অশ্রু ঝড়ে পড়ে ।অনেক বিষন্নতায় কাটে তখন সময়গুলো ।

পুরোনো বছরের দুঃস্বপ্নের দিনগুলোর অবসান হোক সবার জীবন থেকে । পুরোনো বছরের দুঃখের স্মৃতিগুলো ঝড়ে পড়োক
গুড়ি বৃষ্টি হয়ে ।

নতুন বছরের শুরু হোক সবার নতুন কিছু স্বপ্ন দিয়ে ।নতুন ভাবে পথচলা শুরু হোক সবার ।

সবাইকে নতুন আরেকটি বছরের শুভেচ্ছা ও ভালবাসা রইল ।

৮৫৭জন ৮৫৭জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ