আলোর নগ্ন হাত এসে খুন করে আঁধার প্রতিটি সকালে,
যখনি আঁধার তার রঙ বদলে বদলে হয়ে ওঠে প্রায় যুবতী
আমি অপেক্ষায় আছি কোন এক বিষন্ন বিকেলের,
কফি মগের ধোঁয়ার আড়াল থেকে দেখব বিকেল
যে বিকেলে আলো খুন হবে আঁধারের প্রত্যাবর্তনে।
সত্যি মিস করছে কী না তা বুঝতে আর একটি লেখা (যদি লিখতে পারি) পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ।
কেন নিয়ন্ত্রণ করা যাবে না ? কামাখ্যা মন্ত্রে দীক্ষা নিয়েছি না ?
খুপ কঠঠিন এই ভালুবাসা । পরেরটিতে টের পাবেন ।
বেশি ভালুবাসায় বেশি ল্যাখার কুনই দরকার পড়ে না । লেখা দেন না কেন ?
ঐ যে আপনারা ঝাপাঝাপি করে কি সব লেখেন বেশ জমিয়ে ………………
আমি কয়েকবার পড়লাম — বুঝলাম — অনুভব করলাম — এত সুন্দর করে লেখা যায় !! আবারও পড়লাম — আমি অবাক হলাম — মনে হলো কবিতার গ্রাণে আমি পাগল হয়ে যাব !! মনে আমার মুগ্ধতা ঘিরে রেখেছে —–।
কবি !! লিখুন !! মন খুলে দিন –লিখুন আরো তীব্র গতিতে যে গতিতে ঘুর্ণিঝর ধেয়ে আসে ——-
৫৩টি মন্তব্য
নুসরাত মৌরিন
কফিভুখ হলে বুঝি প্রিয় রাত কাঁদে? ;?
ছোট্ট সুন্দর কবিতা… 🙂
ছাইরাছ হেলাল
মনে হয় রাতের মাথা নষ্ট ।
ধন্যবাদ ।
সাবালক
নিজেকে নিয়ন্ত্রণ রাখার এক উত্তম নিদর্শনের আভা লক্ষণীয়। সবাই পারে না কেউ কেউ পারে তা। অল্প চরণ হলেও এক উপন্যাস সৃষ্টি করার মতও লেখা। শুভেচছা।
ছাইরাছ হেলাল
একটু যেন বেশি বেশি মনে হচ্ছে ।
জিসান শা ইকরাম
কয়েকবার পড়লাম
এখনো মাথার উপরে ঘুড়ঘুড় করছে ।
ছাইরাছ হেলাল
মাথার কুন দুস নেই। সব দুস ল্যাখার ।
স্বপ্ন
কফি ভুক হতে হয় ভাইয়া 🙂
ছাইরাছ হেলাল
ভাই , সবাই সব কিছু হতে পারে না ।
আপনি লিখছেন না কেন তাই বলেন আগে ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হুম এক দম ঠিক। -{@ (y) কাচ পোকা এ এক ভিন্ন শব্দের ভিন্ন ভাবার্থ।
ছাইরাছ হেলাল
বুঝতে পারার জন্য ধন্যবাদ ।
আজিম
লিখেননা লিখেননা, লিখলে একেবারে মাত করে দেন!
ছাইরাছ হেলাল
আপনাকে তো আজকাল দেখি ই না ।
মাত করার জন্য লিখি না , আপনি তা জানেন ।
আবার মাত করা এত্ত সহজ নয় ,আপনি তাও জানেন ।
ধন্যবাদ ।
আজিম
মাত হোল কি-না, দেখলেন তো!
কাঙ্গালের কথা বাসি হয়ে হলেও ফললো তো!
আপনাকেও ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনি জহুরী তা আমি জানিই ।
আবারও ধন্যবাদ ।
মিসু
কি যে লেখেন ছাইপাশ বুঝিনা কিছুই। আমাকে কে বুঝিয়ে দিবে এখন ?
ছাইরাছ হেলাল
প্রেম প্রেম , নিখাদ ভালুবাসা । না বুঝলে হপে ?
মাঝে-সাঁজে একটু উঁকিঝুঁকি দিলে ভালো লাগে ।
ব্লগার সজীব
রাত কাঁদুক , কাঁদলে আমাদের কি ?
ছাইরাছ হেলাল
কাঁদুক ভ্যা ভ্যা করে ,ফুপিয়ে বা চিৎকার করে । না ,আমাদের কিছুই না ।
আমাদের চিনচিনে ব্যাথা লুকিয়ে পাশ ফিরে ঘুমের ভান করব !
আগুন রঙের শিমুল
আলোর নগ্ন হাত এসে খুন করে আঁধার প্রতিটি সকালে,
যখনি আঁধার তার রঙ বদলে বদলে হয়ে ওঠে প্রায় যুবতী
আমি অপেক্ষায় আছি কোন এক বিষন্ন বিকেলের,
কফি মগের ধোঁয়ার আড়াল থেকে দেখব বিকেল
যে বিকেলে আলো খুন হবে আঁধারের প্রত্যাবর্তনে।
– আমি মাছের চোখে সময় দেখছি 🙂
ছাইরাছ হেলাল
দারুণ দারুণ , এতো আমার লেখাকেও ছাড়িয়ে গেছে সহসা ।
খুনে আলোর চোখ এড়াবো
এ সাধ্য আমার নেই ।
আধারের সাথী হব
সে ভরসা আমার নেই ।
কফিমগের ধোয়ায় চোখ রাখি
মাছচোখা হয়ে ।
কৃন্তনিকা
কবি মাত্রই কফিভুখ, না হলে রাত জাগবে কিভাবে?
কবিদের প্রেয়সীরা রাতে পাশে থাকেনা, থাকে কফি :p :p :p
ছোট্ট ও সুন্দর…
কবির জন্য -{@ -{@ -{@
ছাইরাছ হেলাল
কবিদের কথা আপনি জানলেন কীভাবে ?
আপনিও কবি ।
অনেক ধন্যবাদ আপনাকেও ।
ওয়ালিনা চৌধুরী অভি
উন্মত্ত হওয়া ভালো না 🙂
ছাইরাছ হেলাল
আপনি ঠিক বলেছেন উন্মত্ত হওয়া উচিৎ ও না । তবে নপুংসকের উন্মত্ততায় কী এমন আসে যায় !
ওয়ালিনা চৌধুরী অভি
গতি সীমিত সামনে কঠিন বাঁক 😀
ছাইরাছ হেলাল
রাতের যা কান্নাকাটি তাতে বেঁকিয়ে যাওয়া বিচিত্র কিছু না ।
শিশির কনা
হলে ? কাঁচুমাচু নড়নড়ে কাকতাড়ুয়া কেনো ?
ছাইরাছ হেলাল
কাচপোকার (বোলতা) কামড় খেলে কাকতাড়ুয়া হওয়া ছাড়া আর উপায় নেই ।
প্রহেলিকা
কাঁচপোকা ভাসা কফি ভরা কাপ কি শেষ পর্যন্ত ছুড়ে ফেলা হল?
ছাইরাছ হেলাল
ছুড়ে না ফেললেও গ্রহণ করা সম্ভব হয় না ।
প্রহেলিকা
রাতকে না কাঁদিয়ে কফির বিকল্প কি কিছু ভাবা যায় না? হয়তো অভ্যাস এমনি তারপরও রাতকে কাঁদানো কি ঠিক?
ছাইরাছ হেলাল
কাঁদলেও কিছুই করার নেই । সাধ্যাতীত ।
শুন্য শুন্যালয়
রাত আপনাকে মিস করছে কিন্তু।
নিজেকে এমন কঠোর ভাবে নিয়ন্ত্রণ করাও হয়না কারো দ্বারা। আর আপনি যোগি সন্যাসী কোন মন্ত্র বলে করছেন কে জানে?
ছাইরাছ হেলাল
সত্যি মিস করছে কী না তা বুঝতে আর একটি লেখা (যদি লিখতে পারি) পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ।
কেন নিয়ন্ত্রণ করা যাবে না ? কামাখ্যা মন্ত্রে দীক্ষা নিয়েছি না ?
শুন্য শুন্যালয়
অপেক্ষা লাইক, যদি ডিসলাইক।
শুন্য শুন্যালয়
এতো অল্প লেখায় ও ঘুরপাক খাচ্ছি, এ কেমন ভালুবাসা?
ছাইরাছ হেলাল
খুপ কঠঠিন এই ভালুবাসা । পরেরটিতে টের পাবেন ।
বেশি ভালুবাসায় বেশি ল্যাখার কুনই দরকার পড়ে না । লেখা দেন না কেন ?
ঐ যে আপনারা ঝাপাঝাপি করে কি সব লেখেন বেশ জমিয়ে ………………
জিসান শা ইকরাম
রাত কি আশ্বস্ত হয়েছে এতে ?
ছাইরাছ হেলাল
গোল চোখা কাঁচপোকা রাত বড়ই নাছোড় বান্দা । দেখি কী করতে পারি ।
বনলতা সেন
কেঁদোনা ভোর । ভুল জায়গায় নাড়া বেধেছ । পাষণ্ড (সরি) সন্নাসীর পাল্লায় পড়েছ ।
এরই মধ্যে রাত কে নিয়ে পড়লেন ? যত তাড়াতড়ি নিস্তার পায় ততই ভাল ।
আপনি লুক সুবিধের না ।
ছাইরাছ হেলাল
খাইছে আমারে , আপনি গাইল পাড়ছেন কেন ভাউ ?
নীলাঞ্জনা নীলা
কি সব পোকা মাকড় নিয়ে লেখা হয় আধুনিক কবিতা :p তারপর আবার কাকতাড়ুয়া । প্রেম জিনিসটা পালিয়ে গেলো মনে হয়।
ছাইরাছ হেলাল
প্রেম আর প্রেম নেই । সে পালিয়েছে অনেক আগেই । আমরা শুধুই কঙ্কালের গান শুনছি ।
খসড়া
একেবারে মাথার উপরের এন্টেনা তার উপর স্যাটেলাইট তারও উপর দিয়া গেল ধরতেই পারলাম না। ভাগ্যিস ছোট্ট কবিতা বড় হইলে অজ্ঞান হয়ে যেতাম।
ছাইরাছ হেলাল
ভাই ,এজন্যই বড় করে লিখি না ।
আমিও কিছুই বুঝছি না , কী সব লেখে এরা আজকাল ।
আপনার লেখা পেয়ে ভালো লাগল ।
লীলাবতী
শিরোনামে দেখলাম কাচাপাকা , আম জামের কথা ভেবে পোষ্টে আসলাম, এসে দেখি কিসের আম জাম ? কাঁচপোকা । আমা জাম খেতে এসে পোকা তো আর খেতে পারিনা।
ছাইরাছ হেলাল
কাচাপাকা আমে পোকা হলে খেতে বেশি মজা হয় !
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
ভাইয়া কিছুই বুঝিনি 🙁
ছাইরাছ হেলাল
না বোঝার কী হল ? একটু মন্তব্য পড়ে আসলে সব জানা যাবে ।
ভালুবাসা শুধুই ভালুবাসা ।
মিথুন
কফি ভুক হলে কি হতো ভাইয়া ? বলুন বলুন 🙂
ছাইরাছ হেলাল
সব বলা যায় না , কিছু বুঝে নিতে হয় ।
হা ,হা । সব পাক্কু হয়ে যাচ্ছে ।
স্বপ্ন নীলা
আমি কয়েকবার পড়লাম — বুঝলাম — অনুভব করলাম — এত সুন্দর করে লেখা যায় !! আবারও পড়লাম — আমি অবাক হলাম — মনে হলো কবিতার গ্রাণে আমি পাগল হয়ে যাব !! মনে আমার মুগ্ধতা ঘিরে রেখেছে —–।
কবি !! লিখুন !! মন খুলে দিন –লিখুন আরো তীব্র গতিতে যে গতিতে ঘুর্ণিঝর ধেয়ে আসে ——-
অনেক অনেক শুভকামনা
ছাইরাছ হেলাল
এমন উজ্জ্বল মন্তব্য সবাই করতে পারে না । আপনি কিন্তু পারেন ।
লিখতে চাই , কিন্তু পারছি কই !
আপনি লিখছেন না কেন ?
আপনার জন্য ও অনেক শুভ কামনা ।