কাঁচপোকা

ছাইরাছ হেলাল ২৬ আগস্ট ২০১৪, মঙ্গলবার, ০৮:২০:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য

সদ্য বানানো ধোয়া ওঠা কফির কাপে
গরম গোল হয়ে ভেসে বেড়ায়
কাঁচপোকা হয়ে।
ভাগ্যিস,আমার নগণ্য নপুংসক জিভ উন্মত্ত হয় না;
হলে ?
কবেই হয়ে যেতাম কাঁচুমাচু নড়নড়ে কাকতাড়ুয়া।

কাঁদছো কেন প্রিয় রাত ? আমি তো কফিভুখ নই ।

 

৮৩৭জন ৮৩৭জন
0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ