কবিতা আমার
প্রাণের খাবার, মনের ক্ষুধার
অতৃপ্ত আহার।
কবিতা আমার
রন্ধ্রে রন্ধ্রে, নিউরনের সেলের প্রাণ ।
কবিতা আমার
কথায়-চলায়, বলায়-কওয়ায়
খাওয়ায়-দাওয়ায়!
কবিতা আমার
রাতের সঙ্গি, নিঝুম রাতের
নির্ঘুম যাত্রী !
কবিতা আমার
পাপের মোচন, অসাধ্য হয়
তাতেই সাধন !
কবিতা আমার
মনের ভাষা, সুখের স্বপ্নে
প্রাণের আশা ।
কবিতা আমার
দুখের শান্তি, নিসর্গ দিনের
পরম প্রাপ্তি !
কবিতা আমার
দিনের আলো, সবুজ মাঠের
খোলা দিগন্ত !
১৩টি মন্তব্য
বনলতা সেন
আপনাকে প্রকৃত কবিতা প্রেমিক বলতেই হচ্ছে ।
সিহাব
প্রকৃত কবিতা প্রেমিকরা কিন্তু কবিতা প্রচুর পড়ে…আমার জীবনে আমি এই জিনিসটাই পড়িনি তেমন…বাকি সব পড়েছি…সুতরাং আমি সেই কবি নই।
অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে এই মন্তব্য পাওয়ার জন্য… 🙂
খসড়া
একেবারেই ছন্দে , শব্দে, চরনে কবিতা।
সিহাব
ধন্যবাদ… 😀
জিসান শা ইকরাম
কবিতাকে ভালো বাসেন বুঝাই যাচ্ছে
ভালোবাসা অব্যাহত থাকুক -{@
সিহাব
হুম, বাসি কিছুটা ভাল… আরো বেশী বাসতে চেষ্টা করব
প্রজন্ম ৭১
কবিতা ভালোবাসা আপনার , বুঝতে পারছি ।
সিহাব
অনেক ধন্যবাদ,বোঝার জন্য ।
নিশিথের নিশাচর
কবি এইরকম কবিতা আরো পড়তে চাই।
সিহাব
হবে…আরো হবে… ! অপেক্ষায় থাকুন !
ব্লগার সজীব
সুন্দর
সিহাব
ধন্যবাদ
ফাহিমা কানিজ লাভা
কবি সাহেব, একটা অটোগ্রাফ হবে? :c