কবিতা আমার…

সিহাব ২ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০৭:৫৪:৫০অপরাহ্ন বিবিধ ১৩ মন্তব্য

কবিতা আমার

প্রাণের খাবার, মনের ক্ষুধার

অতৃপ্ত আহার।

কবিতা আমার

রন্ধ্রে রন্ধ্রে, নিউরনের সেলের প্রাণ ।

কবিতা আমার

কথায়-চলায়, বলায়-কওয়ায়

খাওয়ায়-দাওয়ায়!

কবিতা আমার

রাতের সঙ্গি, নিঝুম রাতের

নির্ঘুম যাত্রী !

কবিতা আমার

পাপের মোচন, অসাধ্য হয়

তাতেই সাধন !

কবিতা আমার

মনের ভাষা, সুখের স্বপ্নে

প্রাণের আশা ।

কবিতা আমার

দুখের শান্তি, নিসর্গ দিনের

পরম প্রাপ্তি !

কবিতা আমার

দিনের আলো, সবুজ মাঠের

খোলা দিগন্ত !

৫৬০জন ৫৬০জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ