বখতিয়ারের ঘোড়ার মতই নাংগা তলোয়ার হাতে দুরন্ত বেগে ছুটে আসা প্রেম
কবে যে হৃদয় রাজ্য দখলে নিয়েছে বুঝতেই পারেনি দীর্ঘ প্রেমে অনভিজ্ঞ কবি
কবিতার আদি ইতিহাস ভুলে কবি এখন তাই ভালোবাসার নতুন ইস্কুল খুলতে ব্যস্ত।
কবির কলম যেন আজ অক্টোপাসের মত বহুবাহুতে আকড়ে থাকা শুধুই নিস্তবদ্ধতার ইতিহাস
প্রখর রবির মতই দেদীপ্যমান ভালোবাসায় অনুজ্জ্বল কবি অত্যুজ্জ্বল ধূমকেতুর মত উদয় হবে আজ
অনৈতিক কামনার অনুরাগে উন্মাদনায় জ়েগে উঠবে সমস্ত আদিম ইতিহাস।
কবির ব্যর্থতার সমস্ত ইতিহাস ভেসে যাবে ভালোবাসার বর্ষায়
নিঃশ্চুপ শব্দরা আঁধার রাতের দেয়াল ভেঙ্গে আলোড়ন তুলবে সমস্ত হৃদয় জুড়ে
নৈঃশব্দের মাঝে পড়ে থাকা কবি জৈবিক চেতনায় আরও বেশি মানবিক হবে।
পার্থিব ভালোবাসায় ভরে উঠবে কবির খেরো খাতা, টেবিল জুড়ে খেলা করবে শব্দরা
জলবতী মেঘের বষর্ণে পরিপূর্ণ গর্ভবতী হয়ে উঠবে কালি বিহীন কবির কলম
একটি সদ্যজাত কবিতার জন্ম দেওয়ার আশায়।
১১টি মন্তব্য
লীলাবতী
ভালো লেগেছে ভাইয়া।
মোকসেদুল ইসলাম
ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ
মোকসেদুল ইসলাম
ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ অফুরান
শুন্য শুন্যালয়
কি করে একটি কবিতা জন্ম নেয়, তা শুধু কবিরাই জানে।। আমরা পড়তে পারলেই ভালো ।।
সুন্দর লিখেছেন 🙂
মোকসেদুল ইসলাম
অজস্র ধন্যবাদ
স্বপ্ন নীলা
পড়তে ভাল লাগলো — কি করে এত সুন্দর লিখেন বলেন তো — শুভকামনা
মোকসেদুল ইসলাম
লিখতে লিখতেই এমন হয়েছে। ধন্যবাদ
ফরহাদ ফিদা হুসেইন
চমৎকার!
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ
মিথুন
সত্যিই কি ব্যর্থতার ইতিহাস ভেসে যায় এমন একটি কবিতায়?
সুন্দর ।
মোকসেদুল ইসলাম
ধন্যবাদ। ভাল থাকবেন সতত