পৌঁছে যেতে হবে দুপুর একটার মধ্যেই, এই লক্ষ্য সামনে নিয়ে বেরোলাম ঢাকার উত্তরা থেকে। যানজট পেরিয়ে সময়মতো পৌঁছাতে পারবো তো? মনে ভয় ছিল। নাহ্, অপছন্দের শহর ঢাকা সেদিন আমাকে নিরাশ করেনি। নির্ধারিত সময়ে পৌঁছে গেলাম আমাদের মিলনমেলায়। পৌঁছেই পেয়ে গেলাম সুপায়ন বড়ুয়া দাদা এবং মাহবুবুল আলম ভাইকে। আমরা মিয়া-বিবি তাঁদের সাথে কুশল বিনিময় করে বসে পড়লাম। তখনও অন্যান্যরা আসেননি। অতএব অপেক্ষা। কিছুক্ষণ পর একে একে আসতে শুরু করলেন সবাই। তবু যেন নিষ্প্রাণ। একপর্যায়ে জিসান ভাইয়া, ছাইরাছ হেলাল ভাইয়া, মমি ভাই, ইঞ্জা ভাইয়া এলেন। হঠাৎ করেই যেন কিছুটা প্রাণ সঞ্চার হল মিলনমেলায়। কিন্তু আমি বাদে ব্লগের লেখিকাগণ তখনও অনুপস্থিত। আরে বাবা, যে কোনও জায়গায়, যে কোনও অনুষ্ঠানে কি রমণীকূল ছাড়া পুরোপুরি প্রাণসঞ্চার হয়? হয়ওনি। অবশেষে যখন বন্যা আপু, সুরাইয়া পারভীন আপু, সুপর্ণা ফাল্গুনী আপুসহ অন্যান্য আপুদের আগমন ঘটল, যেন ষোলকলা পূর্ণ হল। কিন্তু আমাদের আরও যে আপু এবং ভাইয়ারা আসতে পারেননি নানা জটিলতায়, তাদের জন্য মনের ভেতর খচখচানিটা রয়েই গেল।
যাইহোক, পরিচিত হলাম সকলেই। লেখা পড়ে আর ছবি দেখেই যাদেরকে চিনি, সামনাসামনি তাদের সাথে আলাপ হয়ে ভালো লাগলো ভীষণ। আলাপ-আলোচনা জমে ওঠার পরপরই আমরা কেউ কেউ পুরস্কৃতও হলাম। সোনেলা তার পরিবারের সদস্যদের সাথে ভাগ করে নিল আগামীর কর্মপরিকল্পনা। সবশেষে মুখরোচক খাবারের স্বাদ গ্রহন করে শেষ হল মিলনমেলা। মিলনমেলা শেষে সবাই মিলে বইমেলায় গিয়ে সদস্যদের প্রকাশিত বইগুলো ছুঁয়ে দেখার মাধ্যমে যেন পূর্ণতা পেল এ মিলনযজ্ঞ। ভালোলাগাটুকু সঙ্গী করে ফিরে এলাম। এ ভালোলাগার রেশ কাটবে না সহজে। ভালো থেকো সোনেলা, ভালো থাকুক তোমাকে ভালোবাসার মানুষেরা।
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমাদের এই এমন আনন্দ মুহূর্তটুকু বারে বারে এমন করেই ফিরে আসুক
সে চাওয়া-ই চাই।
ধন্যবাদ আপনাকে।
রেহানা বীথি
এমন প্রত্যাশা আমারও। ভালো থাকুন ভাইয়া।
ত্রিস্তান
যে কোনও অনুষ্ঠানে কি রমণীকূল ছাড়া পুরোপুরি প্রাণসঞ্চার হয়? আহারে…😄😄
রেহানা বীথি
হাসেন আর যাই করেন ত্রিস্তান ভাই, কথা কিন্তু একশোভাগ সত্যি।😅
ত্রিস্তান
জ্বী, বুবু কথাটা আসলেই ঠিক। নারী হলো সকল সৌন্দর্যের আধার, নারীকে বাদ দিয়ে জীবনের পরিপূর্ণতা কখনোই সম্ভব নয়।
সুপায়ন বড়ুয়া
আনন্দঘন মিলন মেলায়
প্রান এলোযে আপুরা আসায়।
ধন্যবাদ আপু। শুভ কামনা।
রেহানা বীথি
ভালো থাকবেন দাদা।
ইঞ্জা
আপনার মতো গুণী লেখককে আমাদের মাঝে পেয়ে সত্যি আনন্দিত ছিলাম, সাথে দুলাভাই, আহা একেবারে ষোলকলা পূর্ণ ছিলো একেবারেই, ধন্যবাদ প্রিয় আপু। 😊
রেহানা বীথি
আপনাদের মতো গুণী মানুষের সান্নিধ্যে থাকতে পারা আমার পরম সৌভাগ্য ভাইয়া। ভালো থাকবেন সবসময়।
ইঞ্জা
দোয়ার দরখাস্ত রইলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
মিয়াবিবি হাজির হয়ে আনন্দ টা দ্বিগুণ করে নিলেন। এ আনন্দের ভাগ চাই আরো। আপু ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
রেহানা বীথি
এমন আনন্দময় মুহূর্ত ফিরে আসুক বার বার। ভালো থাকুন আপু।
হালিম নজরুল
এমন আয়োজন ফিরে ফিরে আসুক।
রেহানা বীথি
প্রত্যাশা সেটাই। ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
মিস করেছি খুব, তবে সব সময় মিস হবে না এমন ভালোবাসার মেলা।
রেহানা বীথি
জ্বি ভাইয়া, আমরাও আপনাদেরকে মিস করেছি খুব। আগামীতে নিশ্চয়ই দেখা হবে। ভালো থাকুন সবসময়।
কামাল উদ্দিন
আপনিও সব সময় ভালো থাকুন আপু।
ইসিয়াক
শুভকামনা রইলো সবার জন্য।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যেও।
জিসান শা ইকরাম
কতদুর থেকে মিলনমেলায় অংশ নিতে এলেন আপনি। এই প্রথম মিলনমেলায় অংশ নিলেন। একবারো মনে হয়নি আপনাকে প্রথম দেখেছি। যেন যুগ যুগ ধরে চেনা।
আপনাদের সবার কলকাকলিতে মুখরিত সোনেলার মিলনমেলা।
স্মৃতিতে অম্লান হয়ে থাকবে এই মিলনমেলা।
শুভ কামনা।
রেহানা বীথি
ভাইয়া, আমার স্মৃতিতেও এই মিলনমেলা অম্লান থাকবে সবসময়।
নিতাই বাবু
সোনেলা পরিবারে থাকা মানুষগুলো সত্যি সোনালি মানুষ! এসব মানুষকে ক্ষণিকের জন্য কাছে পেয়ে নিজেকে ধন্যি মনে হয়েছিলো। এ-দিন বার বার ফিরে আসুক আমাদের সোনেলার সোনালি মানুষের মাঝে।
এখানে দেখুন!
রেহানা বীথি
দাদা, বৌদির অবস্থা এখন কেমন? আশাকরি দ্রুত সুস্থ হয়ে যাবেন আমাদের বৌদি।
নিতাই বাবু
আগামীকাল সমস্ত শরীর পরীক্ষা করা হবে। তারপর আবার ঔষধ! আশা করি ভালো হয়ে যাবে শ্রদ্ধেয় দিদি। আমি সকলের আশীর্বাদ প্রার্থী।
তৌহিদ
সফলভাবে সোনার মিলনমেলা সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগছে। ভালো লেগেছে আপনাদের উপস্থিতি। সোনেলা এমনি এমনি করেই সবার মাঝে বিচরণ করুক এটাই কাম্য।
আপনার সাথে এবারেও দেখা হলো না আপু! ভালো থাকবেন সবসময়।
রেহানা বীথি
সেটাই ভাই, আপনিসহ আরও কয়েকজনকে মিস করেছি খুব। আশাকরি আগামীতে দেখা হবে।
সঞ্জয় মালাকার
এমন আয়োজন ফিরে ফিরে আসুক প্রতিদিন,
শুভ কামনা দিদি।
রেহানা বীথি
আপনার জন্যেও শুভকামনা দাদা।