ধন ধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরী সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় এমন উজল ধারা,
কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জাগে।।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
পুষ্পে পুষ্পে ভরা শাখি, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে।
তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
ভায়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।
—- দ্বিজেন্দ্রলাল রায়।
এই গানটি যতবার শুনি , এক ভিন্ন রকমের গর্ব এবং আনন্দে মন পূর্ণ হয়ে যায়। ইদানিং কান্না আসে। কি দেশ কেমন হয়ে যাচ্ছে ।
মোবাইল ফটো
আমার ক্যামেরা নেই। তবে মাঝে মাঝে মোবাইলে কিছু ছবি তুলি। আজ কিছু ছবি তুলেছি , সবার জন্য দিলাম এখানে। ছবি বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন ।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
অসাধারন একটি গান
সূর্যাস্তের ছবিটি বেশ সুন্দর হয়েছে ।
বনলতা সেন
মোবাইলে আর কতো ভালো হবে ?
শিশির কনা
মোবাইলে ছবি ভালোই তুলেছেন ।
বনলতা সেন
ধন্যবাদ ।
প্রজন্ম ৭১
যে গান কোনদিন পুরানো হবে না । সূর্যাস্তের ছবিটা ভালো হয়েছে । কুকুরের ছবিটাও খারাপ না ।
বনলতা সেন
এগান কোনদিন পূরানো হবেনা। ধন্যবাদ ।
যাযাবর
হৃদয় ছোঁয়া দেশের গান । ছবি ভালোই তুলতে পারেন দেখছি ।
বনলতা সেন
ধন্যবাদ 🙂
"বাইরনিক শুভ্র"
ছোট বেলায় এই গানটি হারমনিয়াম বাজিয়ে অনেক বার গেয়েছি(অর্থ না বুঝেই)।তাই বড় হওয়ার পর গানটি সেভাবে শোনা হয়নি । আপনাকে ধন্যবাদ, নতুন করে গানটি আবিস্কার করলাম ।
বনলতা সেন
আপনাকেও ধন্যবাদ ।
হতভাগ্য কবি
গানটি আমার খুব প্রিয়। ছবি গুলা দেখে আমার গ্রামের কথা মনে পড়ে গেছে।
নুরুন্ননাহার শিরীন
সূর্যাস্তমাখা ছবিটির সনেই দ্বিজেন্দ্রলাল রায়ের গানখানা বিষম প্রিয় সুরে ও বাণীতে ভুলিয়ে দিলো সকল গ্লানি … সকল ক্লেদাক্ত অধ্যায় … বনলতা, তোমায় কৃতজ্ঞতা অশেষ … …
বনলতা সেন
এত্ত পুরোন লেখা পড়ছেন বলে আনন্দিত বোধ করছি ।
আমার শেষ তিনটি লেখা পড়ার অনুরোধ রাখছি ।
নীলকন্ঠ জয়
অসাধারণ কিছু ফটো দেওয়ার জন্য ধন্যবাদ বনলতা দি। গানটি সত্যি এখন কান্না এনে দেয়। কি হচ্ছে দেশে, কি হবে দেশটার? 🙁
রিফাত নওরিন
খুব প্রিয় একটা দেশের গান!!
অনেক ভালো লাগলো আজকে কবিতার মতো পড়ে!!
মোঃ মজিবর রহমান
সুন্দর গানের সাথেও দারুন গ্রাম বাংলার ছবি সাথে আকাশের বিভিন্ন রুপি ছবি।
ধইন্যবাদ।