আমি গত পোস্টে মা নিয়ে একটা পোস্ট করেছিলাম। লেখাটি যারা পড়েন নাই দয়া করে পড়ুন । এখন মাকে নিয়ে বিভিন্ন লেখা প্রকাশ এবং সেগুলো অপটিমাইজেশনের জন্য আমরা একটা সাইট বানিয়েছি সকল ব্লগার এবং এই বিষয়ে পারদর্শীদের সাহায্য , পরামর্শ এবং সম্পৃক্ততা কামনা করছি। আমাদের সবার সম্মিলিত চেস্টাই পারে আমাদের উদ্দেশ্য সফল করতে।
আমাদের সাইটে যোগ দিন মা
৮টি মন্তব্য
প্রিন্স মাহমুদ
ঠিক বলেছেন ।
আদিব আদ্নান
সঠিক উদ্দ্যোগ ।
খসড়া
ধন্যবাদ। এও এক যুদ্ধ অস্তিত্বেযুদ্ধ। এগিয়ে চলুন।
স্বপ্ন নীলা
প্রসংশনীয় একটি উদ্যোগ। সাথে আছি
নীলকন্ঠ জয়
আপনার যুদ্ধের সঙ্গী হলাম।
শুভ কামনা।
জিসান শা ইকরাম
নিলাম হাতে কি বোর্ড
শুরু হোক যুদ্ধ
ছাইরাছ হেলাল
সাথেই থাকব । শুরু করে দিন ।
মা মাটি দেশ
ধন্যবাদ দিয়েও আপনার এমন এক অতুলনীয় উদ্দ্যেগকে ছোট করতে চাই কিন্তু আর যে কিছু দেবার নেই।সাথে আছি।