তুমি বলেছিলে আমি যেন ভালো থাকি। হুম আমি আজ ভালো আছি। আচ্ছা তুমিও কি ভালো আছো। তুমি যখন চলে গেলে তখন হয়তো আমার খারাপ লেগেছিল, কিন্তু যখন বললে আমাদের সম্পর্কটা এখানেই শেষ তখন আমার ভয় করছিলো যে এই কথাটা আমাকে তাড়া করে বেড়াবে না তো। তোমার সব কথা আমি এখন রাখি। তুমি বলেছিলেনা, আমি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, হুম সব ঠিক হয়ে গেছে। সব ঠিক হয়ে গেছে শুধু আমি এখানো তুমি পানে চেয়ে!
—
যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিলো সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, যেদিন আমাদের শেষ দেখা হয়েছিলো সেদিন আমি নিজেকে খুব অসহায় মনে করছিলাম। দেখা হওয়া মানেই ভালো কিছু না,কিছু দেখা হওয়া মানে কিছু একটাকে শেষবারের মতো দেখা।
—
প্রিয় মানুষটা যখন বলে,সাবধানে যেও,কাল দেখা হবে তখন আশা নিয়ে বেচে থাকি আমরা। কিন্তু যখন বলে ভালো থেকো, আমি যাচ্ছি, তখন একটা বড় নিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকেনা। চোখের কনাটাতে পানি টলমল করে,চারদিক ঝাপসা হয়ে আসে। হ্যাঁ আমারও হয়েছে।
—
যেদিন বিকেলে তুমি বললে,আমার বিয়ে ঠিক হয়ে গেছে,তুমি কিছু করো,আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না, তখন আমার মনে হয়েছে আমি আমার ভালবাসার মানুষকে পেয়েছি। কিন্তু যেদিন তুমি বললে,আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না,তখন আমার মনে হয়েছে, কেন যে এই ভালবাসাটা পেলাম,না পেলে হয়তো আজ তুমি ভালো থাকতে।
—
কিন্ত সব শেষে আজ আমি ভালো আছি। আজ আমি সময় মতো খাওয়া করি, হাসিখুশি থাকি,নিজেকে গুছিয়ে নিয়েছি আমি। এখন আমি অনেক ভালো আছি।
—
আজ তুমিও তোমার পরিবার, সন্তান নিয়ে অনেক ভালো আছো। সব পরিবর্তন হয়ে গেছে আজ। আজ আমাদের ভালবাসা নেই। আমরা আজ নিজেদের জীবন গুছিয়ে নিয়েছি। আমরা আজ নিজেদের নিয়ে বেশ ভালোই আছি।
—
এমনটাই সবাই চায়। সবাই এভাবেই একটা সম্পর্ক শেষ করে নিজেদের গুছিয়ে নিবে,এটাই আমাদের সবার প্রাপ্য।
—
কিন্তু মন কি তা বলে? না মন তা বলেনা। বিশ্বাস করো আমি একদমই ভালো নেই।
* সম্পর্কটা আমরা ভালো থাকবো বলে শেষ করি পরিবারের জন্য। আর সব শেষ হওয়ার পর আমি ভালো আছি বলি আমরা বাস্তবতার জন্য। অথচ দুটোই নাটক ছিলো! *
১৩টি মন্তব্য
মনির হোসেন মমি
প্রিয় মানুষটা যখন বলে,সাবধানে যেও,কাল দেখা হবে তখন আশা নিয়ে বেচে থাকি আমরা। কিন্তু যখন বলে ভালো থেকো, আমি যাচ্ছি, তখন একটা বড় নিঃশ্বাস ফেলা ছাড়া কিছু করার থাকেনা। চোখের কনাটাতে পানি টলমল করে,চারদিক ঝাপসা হয়ে আসে। হ্যাঁ আমারও হয়েছে।
চমৎকার লেখেন আপনি।শুভ কামনা রইল।
রাফি আরাফাত
অনুপ্রাণিত!
জিসান শা ইকরাম
জীবনই একটি নাটক,
আমরা প্রতিনিয়ত অভিনয় করে যাই, জীবনের প্রয়োজনে।
গল্প ভালো হয়েছে।
শুভ কামনা।
রাফি আরাফাত
ধন্যবাদ ভাই
সাবিনা ইয়াসমিন
একদিন সব কিছু ঠিক হয়ে যায়। ঠিক করে নিতে হয়। ছেড়া ঘুড়ির মায়া ভুলে লাটাইটা রেখে দিতে হয় ঘরের অন্ধকার কোনে। ভালো থাকার নাম জীবন। জীবন কে ভালো রাখার জন্যে আপ্রান অভিনয় করে যাওয়ার নামই বাস্তবতা।
ভালো থাকবেন। শুভ কামনা অবিরত 🌹🌹
রাফি আরাফাত
অনেক অনেক ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
ভাল আছেন মানলাম। ঘর সংসার নিয়েই না সিংগেল হয়েই। জানালেন না।
না চোখের দুরের জন্য দুরত্ব বেড়েছে!!!
রাফি আরাফাত
সিংগেল হয়েই ভাই! হাহা
মোঃ মজিবর রহমান
মজা করেছি ভাল থাকুন। রাফি ভাই।
ছাইরাছ হেলাল
অভিনয় শিখিয়ে জীবন আমাদের বাঁচিয়ে রাখে
ফাঁসির কড়িকাঠে।
লেখাটি ভালো লেগেছে।
রাফি আরাফাত
আপনার লেখাটা যে আমার এখন ভালো লাগলো হুম।
বন্যা লিপি
জীবনটা বড় নাট্যমঞ্চ। প্রতিনিয়তঃ বদলায় জীবনের রঙ। রঙের সাঁচেই গড়ে নিয়ে অভিনয়ে পারদর্শতা দেখিয়ে পার করে দেই স্ব স্ব ক্ষেত্রে জীবনের বায়না।
ভালো লিখেছেন অনেক।
রাফি আরাফাত
ধন্যবাদ আপু