এক রাত্রির ভালোবাসা

মোকসেদুল ইসলাম ৩১ আগস্ট ২০১৪, রবিবার, ১২:৫০:৫১অপরাহ্ন কবিতা ৩ মন্তব্য

শরীরী চেতনায় ইন্দ্রিয়াতীত অনুভূতির সুতীব্র প্রকাশে
জলভেজা ঠোঁটে শব্দহীন তৃপ্তির ঢেকুর তুলে বলেছিলাম ভালোবাসি,
বানের জলের মতো ধুয়ে পুরাতন পলি মাটি উর্বরা করেছো বলে
পৌরুষের সমস্ত প্রেম দিয়ে তোমাকে সাজিয়েছিলাম মনের মতো করে।

ঠোঁটে ঘনিষ্ঠ হওয়ার প্রশ্রয় মাখা হাসি দেখে কাছে এসেছিলাম
অর্থহীন স্বপ্ন বুননে ভালবাসার তাজমহল গড়ার জন্য,
নতুন কুড়িতে প্রানের সঞ্চার হবে বলে ব্যারিকেড দিয়েছিলাম প্রেমের কবিতায়।
তবুও বেয়াড়া ভোরগুলো দরজায় কড়া নেড়ে ব্যাঘাত ঘটায় ভালোবাসার।

৫১১জন ৫১০জন
0 Shares

৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ