এক বিকেলের বৃষ্টি

সাদিক মোহাম্মদ ১৩ জুলাই ২০১৪, রবিবার, ১২:০৫:৫৬পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

বুকের উপর পড়ে আছে কবিতা
খোলাপাতা- পঙক্তির শরীর

হঠাৎ সিঁড়ি বেয়ে পদশব্দ
ভেজা চুলে কী যে স্নিগ্ধ হয়ে ওঠো
বোঝাতে পারবো না
কতো যত্নে মেলে দিচ্ছো ছাদে
গোলাপি ওড়না
সাদা সেমিজ, পাপড়ি-কাটা রুমাল
প্রতীক্ষার আর্দ্র দিন
নির্ঘণ্ট বারান্দা
মালতির গন্ধ, সন্ধ্যাতারা-ক্ষণ
নান্দিপাড়ার পাশহাঁটা নিঝুম পথ
আড়চোখের মৃদুহাসি, মৌন-গুঞ্জন

এতোদিন পরে- কোত্থেকে
তবে কী বিকেলের বৃষ্টিতে
চেনা নূপুর বেজে যায়
বিষণ্ণ চোখের অভিমানী ঘুমে
হৃদয়-গ্রন্থি, স্বপ্নের গোপন ডেরায়

৬৮৮জন ৬৮৮জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ