বুকের উপর পড়ে আছে কবিতা
খোলাপাতা- পঙক্তির শরীর
হঠাৎ সিঁড়ি বেয়ে পদশব্দ
ভেজা চুলে কী যে স্নিগ্ধ হয়ে ওঠো
বোঝাতে পারবো না
কতো যত্নে মেলে দিচ্ছো ছাদে
গোলাপি ওড়না
সাদা সেমিজ, পাপড়ি-কাটা রুমাল
প্রতীক্ষার আর্দ্র দিন
নির্ঘণ্ট বারান্দা
মালতির গন্ধ, সন্ধ্যাতারা-ক্ষণ
নান্দিপাড়ার পাশহাঁটা নিঝুম পথ
আড়চোখের মৃদুহাসি, মৌন-গুঞ্জন
এতোদিন পরে- কোত্থেকে
তবে কী বিকেলের বৃষ্টিতে
চেনা নূপুর বেজে যায়
বিষণ্ণ চোখের অভিমানী ঘুমে
হৃদয়-গ্রন্থি, স্বপ্নের গোপন ডেরায়
১০টি মন্তব্য
পুষ্পবতী
ভালো লিখেছেন।
সাদিক মোহাম্মদ
ধন্যাদ @ পুস্পবতী…
শুন্য শুন্যালয়
তাইতো মনে হচ্ছে, নিশ্চিত পড়তে পড়তে ঘুমিয়ে পরেছেন।
সুন্দর কবিতা 🙂
সাদিক মোহাম্মদ
এখানে কি কিছুটা কম আসছেন ? …অনেক ধন্যবাদ @ শুন্য শুন্যালয়
শুন্য শুন্যালয়
আমার আসবার জায়গা এই একটাই, ব্যস্ততার জন্য একটু কম আসছি ভাইয়া। নিয়মিত হবো শিঘ্রই , ভালো থাকুন।
ওয়ালিনা চৌধুরী অভি
মুগ্ধ পাঠ ।
সাদিক মোহাম্মদ
হৃদয় তবে মুগ্ধতা শোষক -{@ @ অভি
খসড়া
ভাল লাগল।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ @ খসড়া
কাজী সোহেল
স্বপ্নের গোপন ডেরা এক জাদুর জগত… মালিকও জানে না কখন কি হবে… সুন্দর