একতলা ছাদ…

সিহাব ২৬ সেপ্টেম্বর ২০১৪, শুক্রবার, ১২:১৯:৫৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

একতলা ছাদ

বাঁশের খুঁটিতে সাইকেল বাঁধা!

ছাদময় দড়ির মেলা !

লাল, গোলাপী, নীল-রং বেরঙ্গের কাপড়ের সমারোহ।

হালকা বাতাস

দড়িকে সঙ্গী করে উর্বশীর খোলা চুলের মত উড়ছে !

মেয়েটি এলো,

আচমকা সিড়ি বেয়ে।

হাতে সিক্ত বসন

রোদে-বাতাসে সমর্পন করার অভিপ্রায়ে।

দড়িতে দিচ্ছে বসন, আর উকি মারছে সে

আমারই জানালায়, রুমে !

হঠাৎ চোখাচোখি হল !

কিছু লজ্জা নিয়েই সে আপন কাজে মগ্ন হল।

কাজ শেষে নেমে গেল সিঁড়ি বেয়ে।

একবারও ফিরে তাকালো না,

যেন অভিমান করেছে !

কেন, আমি দেখেছিলাম বলে?

সে শুধু আমায় দেখবে, আমি দেখবোনা,

এই আশায় কি সে ছাদে আসে?

আমি যে তাহলে বড়ই ভুল করলাম

তার সাথে চোখাচোখি করে !

নাকি সে ই আজ ধরা খেলো

অনেক দিনের গোপন কাজে ধরা খেয়ে-চোখাচোখি হয়ে?

জানা হলনা, কখনো হবেও না…!!

৪৯২জন ৪৯২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ