ঠোঁটের কোণে একদম মাপা পরিপাটি হাসি ঝুলিয়ে গল্পরা সারাক্ষণ গুণগুণ করে গল্প-টল্প করে, এসব শুনে-টুনে গল্পদের সাথে ভাব করতে ইচ্ছে হয়, এরা গুনগুন করে করে একদম কাছাকাছি চলে আসে সবার অলক্ষ্যে, খুব বেশি সময় ব্যয় করে না, ক্ষুদে ক্ষুদে মুহূর্তগুলো তড়িৎ জড়ো করে রক্তটা চুষে খেয়ে মুণ্ডুটা ফেলে দ্রুত সটকে পরে। এই স্ফীতোদর গল্প-ষণ্ডদের নির্ভেজাল কলাটা –মুলোটা খাইয়ে তেমন সুবিধে করতে পারিনি। খামতি আছে বিলক্ষণ তা জানি। ভাব যে হচ্ছে না, দর্পী-জাঁহাবাজ সেজে গল্পরা ধীর-মন্থরতায় পাকামোর ঝিলিকে দিন গুজরান করছে।
আষাঢ়ের জল-সীমায় দু-দুবার দেখা হয়ে যাওয়া এক অকাল বৈধব্যের শাঁকচুন্নি ও তার হাবসি গোলামের গল্প হতেই পারে জমিয়ে, তামাটে গ্রীষ্মের এক ফোঁটা জলজ আক্ষেপ, গ্রীষ্মের রণসাজে ওষ্ঠাগত প্রাণের বিলাপ বীক্ষণ নিয়ে কথা হতেই পারে গল্পচ্ছলে। চাঁদনী রাতে না হোক, খর দুপুরে-ও;
গল্প হতে পারে ক্রমাগত ঠকে যাওয়া নিয়ে। নিকটতম প্রতিবেশী দোকানির কাছ থেকে SSD কিনলাম, নগদে, বিনা দস্তুরে। ঠিক একদিনের মাথায় আবিষ্কার করলাম, ঠকিয়েছে মাত্র পাঁচ শত টাকা মাত্র। টাকার জন্য দুঃখ না। আমার বিশ্বাসটির যে বারোটা বেজে গেল। অনেক বড় বড় কেনাকাটা করেছি তার কাছ থেকে, তখন কী করেছে তা আর এখন ভাবতে চাই না। ২৪০ জিবির আর-ও একটি SSD কিনলাম সঠিক দামে অন্য দোকান থেকে, রেগে;
গল্প হতে পারে নিয়মিত ফল বিক্রেতাকে নিয়ে-ও। যে কী-না নিপুণ কায়দায় নষ্ট/পচা ফলটি গছিয়ে দেবেই হাসি হাসি মুখ করে নির্দ্বিধায়, নিয়মিত।
নির্জলা মিথ্যে-মিথ্যি চোরাগোপ্তা ভাষণ এড়িয়ে বললেও বলতে চাই কোন-না কোন গল্প-কথা, গল্পের কথা। কোন দেবদ্বিজে আস্থা রাখার কথা। কবি-ঔদাসিন্যে নির্বাক দাঁড়িয়ে থাকা কোন এক অ-চাঁদনী রাতের অসন্তুষ্টির স্বাস্থ্য-অনাহারের কথা, অন্তহীন গল্প বলায়, প্রাণশক্তি কেড়ে নেয়া অগুণতি ক্ষণগুলোর কথা……………!!!!!
২৬টি মন্তব্য
রাফি আরাফাত
ঠোঁটের কোণে একদম মাপা পরিপাটি হাসি ঝুলিয়ে গল্পরা সারাক্ষণ গুণগুণ করে গল্প-টল্প করে, এসব শুনে-টুনে গল্পদের সাথে ভাব করতে ইচ্ছে হয়, এরা গুনগুন করে করে একদম কাছাকাছি চলে আসে সবার অলক্ষ্যে, খুব বেশি সময় ব্যয় করে না, ক্ষুদে ক্ষুদে মুহূর্তগুলো তড়িৎ জড়ো করে রক্তটা চুষে খেয়ে মুণ্ডুটা ফেলে দ্রুত সটকে পরে। এই স্ফীতোদর গল্প-ষণ্ডদের নির্ভেজাল কলাটা –মুলোটা খাইয়ে তেমন সুবিধে করতে পারিনি। খামতি আছে বিলক্ষণ তা জানি। ভাব যে হচ্ছে না,
দর্পী-জাঁহাবাজ সেজে গল্পরা ধীর-মন্থরতায় পাকামোর ঝিলিকে দিন গুজরান করছে।
এই কয়টা লাইনের তারিফ করতেই হয়। যেগুলো শব্দ ব্যবহার করছেন খুবই দক্ষতার পরিচয় দেয় তা৷ পড়েই মনে হলো দক্ষ হাতের লেখা এমনি হয়। শুধু তাই নয় ভাই,একজন ভালো লেখকও এমনি হয়৷
ধন্যবাদ। ভালো থাকবেন
শুভ কামনা
ছাইরাছ হেলাল
শব্দপ্রীতি আছে খানিকটা, নিজের তৈরি না তা।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
দক্ষ না মোটেই, তবে নিষ্ফল চেষ্টায় রত বলতেই পারেন।
জিসান শা ইকরাম
মুণ্ডুর রস খেকোকে কলাটা- মুলোটা দিয়ে সুবিধে হবে বলে মনে হয়না। এতে রেগে গিয়ে মুন্ডু আর ফেলে যাবে না, পুরো মুণ্ডুটাই চিবিয়ে খেতে পারে। সাবধান।
অকাল বৈধব্যের শাঁকচুন্নি ও তার হাবসি গোলামের গল্প মজাদার হলেও, এই গল্প বাদ। শাঁকচুন্নি থাক তার হাবসি গোলাম নিয়ে সন্তুষ্ট হয়ে।
কাউকে বিশ্বাস করেছেন কি ঠকেছেন। সে SSD বিক্রেতা/ফল বিক্রেতা বা আবেগ বিক্রেতা হোক।
বিশ্বাসঘাতকতা এদের কাছে অলংকার।
আপনি অন্য গল্প লেখুন, আস্থার গল্প, শুভ্র সুন্দরের গল্প।
ছাইরাছ হেলাল
বায়না দিলেই গল্প লেখা যায় নাকি!!
তবে ঘাতকদের থেকে সাবধান থাকা খুব-ই কঠিন।
একটি লুতুপুতু গল্প লিখতে পারলে মন্দ হতো না, প্রেম জারিয়ে-গড়িয়ে পরছে এমন।
কিন্তু গল্প-লেখাই তো লিখতে পারলাম না।
মাছুম হাবিবী
ভাই একটা কথা বলি! এত সুন্দর শব্দ কোথায় খুঁজে পান। উফ্ কি মিষ্টি শব্দ ইচ্ছে করে বার বার পড়ি।
ছাইরাছ হেলাল
এমন শব্দ আপনার-আমার আশে পাশেই আছে, জুড়ে-কুড়ে কাজ চালাচ্ছি।
এ এমন কিছু না।
শামীম চৌধুরী
হেলাল ভাই, শব্দ চয়নগুলি ভালো লাগলো।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ, ভাই।
আরজু মুক্তা
শব্দরা আপনাকে ঘিরে ফেলেছে। কিন্তু গল্পের বারোটা বাজিয়েছে। গল্প তার প্লট হারিয়ে ফেলেছে। সময়কে করেছে বস্তাবন্দী।
শুভকামনা
ছাইরাছ হেলাল
গল্প মোটেই খেই হারায়নি, শব্দদের কাঁধে চড়ে দিব্বি হেলে দুলে এগিয়েছে।
ভাল থাকবেন, পড়ার জন্য ধন্যবাদ।
মনির হোসেন মমি
ক্লাশে এমন গল্পগুলো স্যাররা বুঝিয়ে দিন,,,এখানে কে দেবে! শব্দ ভান্ডারে আমি মরছি।
ছাইরাছ হেলাল
ধুর!! আপনি মরলে আমারা যামু কৈ!!
আমাগো সাথে নিয়ে যা করার কইরেন।
শিরিন হক
পানের দোকানে দাড়িয়ে একখিলি পান কেনার গল্প হতে পারে। গল্প হতে পারে একটি অপরিপাটি গল্পো কথার গল্প নিয়ে।
শিখিয়ে দিলে তো পারেন আমাদের গল্প লেখা যত সুন্দর করে আপনি লিখেন আপনার গল্পো।
ছাইরাছ হেলাল
দেখুন আমি নিজেই তো ট্রাই এর উপরে আছি,
এখানেও গল্প-ই আছে। সুন্দর কী না জানিনা, এমন লিখতে আমি পছন্দ করি।
শিরিন হক
অজুহাত দেখিয়ে চলে গেলে আমরা জাবো কোথায়? শেখানোটাও ট্রাই করুন ভাই।
সোন্দর কে সুন্দর তো বলবোই।
শিরিন হক
সোন্দর নয় সুন্দর
ছাইরাছ হেলাল
ধুর শেখা-শিখির কিচ্ছু নেই, সব-ই তো এখানেই লেখা থাকে।
আরে চলে যাব কেন! এই তো হাজির।
আমি আমার এই লেখাগুলোকেও গল্প-ই ভাবি।
ছাইরাছ হেলাল
বুঝতে পেরেছি।
ইঞ্জা
আবার শুরু হলো কুবিরাজের কোবতে গল্প, ও কুবিরাজ ভাইজান, আমার তো মাথা ঘুরে, চোখে ঝাপসা দেখি।
আসলে ভাইজান লেখা আপনার বেশ এগুচ্ছে, শুধু কবিতার মতো মোটা মোটা লিইখেননা, বুঝতে আমার কষ্ট হয়। 😂
ছাইরাছ হেলাল
ধুর!! এমুন করে বলতে হয় না,
আসলে আমি আপনি/আপনাদের মতই লিখতে চাই।
কিন্তু লেখা শুরু করলেই ভুতের আছর হয়ে সব গুবলেট হয়ে যায়/গুবলেট করে দেয়!!
ভাই, কুন তাবিজ কবজের লাইন করে দ্যান, প্লিজ!! ভাল হইতে চাই!
ইঞ্জা
হায় হায় কুবিরাজ আমার কাছে তাবিজ কবচ চায়, নাউজুবিল্লাহ, আমি তো আর কবিরাজ না ভাইজান, লিখতে থাকুন এই হলো আসল কথা, শুধু খেয়াল রাখবেন গল্পের মধ্যে আপনার কোবতে ভাষা প্রয়োগ কম করবেন। 😂
ছাইরাছ হেলাল
দুয়ায় রাখবেন ভাই, খুপ চেষ্টায় আছি!!
সাবিনা ইয়াসমিন
গল্প হতে পারে অগোছালো গল্প নিয়ে।
অথবা, পরিপাটির ছলে ভাঙা পাটির টুকরো মাটিতে লুকিয়ে রাখার লুকায়িত গল্পটা বলা যেতে পারে জোরেশোরে।
নাতিদীর্ঘ বয়ানে ইনিয়ে বিনিয়ে কাঁদুনি কিচ্ছার মত,
প্যান-প্যানানি বিলাপ করা যেতে পারে গল্পের আসরে…
গল্পটা কি হয়েছিলো, গল্পের মত?
ছাইরাছ হেলাল
অনেক কিছু নিয়েই গল্প হতে পারে, কোন কিছু না নিয়েও গল্প হতে পারে।
পারা বা না-পারার পার্থক্য নিরুপণ সত্যি কঠিন হতে পারে।
হ্যা, গল্প গল্পের মতই হয়েছে, হবে-ও!
শিখছি মাত্র।
শাহরিন
এটা কি গল্প নাকি কবিতা!!!
আমরা কুনু দুক্ষু কষ্টের গল্প শুনতে চাইনা। সুখের গল্প শুনতে চাই।
ছাইরাছ হেলাল
কঠিন প্রশ্ন!
কী যে লিখি তা তো নিজেও জানি-না, জানলেও বলতে তো পারছি না।
সুখগুলো নাগালের বাইরে থেকে নাচে/হাসে, ধরা দেয় না।
দু’একটা পেলে হির হির করে টেনে এনে আপনাদের দরবারে হাজির করতে দ্বিধা থাকবে না।