জানি তোমারো একদিন মন খারাপ হবে,
চশমাটা নামিয়ে..
শাড়ির আঁচলে মুছবে চোখ।
এলিয়ে দেয়া চেয়ারের বা পাশে তাকিয়ে
আমায় খুঁজবে তোমার দীর্ঘশ্বাস!
ডায়েরির পাতায় কালো অক্ষরে
অনেক অভিশাপ লিখে রেখেছি বে নামে,
প্রতিদিন নিজেই গালমন্দ শুনি নিজের কাছে।
তবুও মন খারাপ হয় না আমার।
কোনো শীতের মাঝ রাতে হিমাদ্রি অনুভবে
আমার কলরবে যদি মন ভেংগে আসে
ভেবে নিও আমিও এসেছিলাম,
তোমার কাছে, তোমার পাশে,
উষ্ণতার বসন হয়ে, দুঃখকে ভালোবেসে।
জানি তুমিও একদিন আমায় পিছু ফিরে ডাকবে।
গোলাপ কে দেবে আমার নাম,
শালিক কে দেবে ভালোবাসা।
পরিক্রমায় ঘুরে বেড়াবো তোমার চার দেয়ালের বেলকনিতে! আলো আঁধারের আবছায়ায়।
….তোমার ও একদিন
আমায় ছুঁয়ে দেখতে ইচ্ছে হবে
সে চাওয়ায় আমার কবরে লাগানো হবে
“একটি বকুল গাছ”
একদিন তুমিও আমায় খুঁজবে,
তখন তোমার চোখ বেয়ে যদি নেমে আসে ঢেউ,
নিশ্চিন্তে থেকো….
জীবনের শেষ পাতায়, শেষ শব্দে
তোমার জন্যে অনেকগুলো ভালোবাসা রেখে গেলাম। তুমি বকুল ফুলে আমার ঘ্রাণ নিও।
#সিকদার_সাদ_রহমান
১৯-০৬-২০১৯
২৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভালোবাসা অমুল্য আমরা মুল্যহীন করে ফেলি। প্রয়োজনে নই অপ্রয়োজনে খুজে ফিরি জিবনের সময়ে পাইনা। ভাল লাগ্ল।
সিকদার সাদ রহমান
ধন্যবাদভাইয়া এভাবেই পাশে থাকবেন।
নাজমুল হুদা
মনে রাখার এজন্যই এমন কবিতা
শেষ করেও শেষ হয় না ।
ভালো লাগলো কবিতা
সিকদার সাদ রহমান
নাজমুল ভাই, অনেক ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
এমন ভালোবাসায় জড়িয়ে রাখে যে, তার কথা ভেবে একদিন মন খারাপ হতেই হবে। সুন্দর প্রকাশ।
শুভ কামনা রইলো সাদ, নিয়মিত লিখুন 🌹🌹
সিকদার সাদ রহমান
সাবিনা আপা, আপনি ভরসা দেন বলেই লেখার আস্কারা পাই। অনেক অনেক শুভেচ্ছা।
সাবিনা ইয়াসমিন
সাদ, আমাদের লেখাগুলোতে কমেন্ট দেননা কেন ভাই? আমরা কি খুব খারাপ লিখি? খারাপ লিখলেওতো কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট একজন লেখকের লেখাকে সার্থক করে। আমি আশা করবো আপনি ব্লগে নিয়মিত হবেন এবং অন্যদের লেখাতে নিজের মন্তব্য দিয়ে সবার সাথে সু সম্পর্ক গড়ে তুলবেন।
সঞ্জয় মালাকার
সুন্দর লিখনী
ভালো লাগলো খুব ।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ দাদা। পাশে থাকবেন।
শিরিন হক
ভালোবাসারা একদিন মনখারাপের সঙ্গী হয়।
সিকদার সাদ রহমান
হুম, ভালবাসলেই এই সমস্যা।
বন্যা লিপি
ভালোবাসারা বকুলের সুঘ্রানে বেঁচে থাকুক এভাবেই আমরন। ভাবে তুমি সম্পূর্ন সফল ভাবে প্রকাশ করেছো। তোমার লেখা নিয়ে আগেও বলেছি,কেমন করে করো চয়ন শব্দের?
ব্লগে লিখে কেউ আজ পর্যন্ত টাকা পয়সা পাইছে কিনা জানা নাই। তয়…..নতুন বাসায় উঠার পরে দাওয়াত দিবোনে। আইসা ভরপেট খেয়ে যেও গরু খিচুড়ি 😀😀😀
বেশি বেশি লেখা দাও। সামনের বই মেলায় তোমার বই কিনতে চাই😊
সিকদার সাদ রহমান
এই গরু যখন বাছুর আছিলো তখন দাওয়াত পাইছি। গরু এখন বূড়া হইয়া গ্যাছে। এয়ার মাংস কি কামড় দিয়া খাইতে পারমু?
মনির হোসেন মমি
হুম ভালবাসা ছাড়া জীবন যেন এক অচল কারখানা।দারুণ লিখেছেন।
সিকদার সাদ রহমান
ধন্যবাদ মনির ভাই। আপনাকে আর কি বলব।
রেহানা বীথি
ভালোবাসা খুঁজে নেয় বকুলের ঘ্রাণ।
ভালো লাগলো খুব
সিকদার সাদ রহমান
কি আর করবে, কবরে তো বকুল গাছটাই লাগানো।
জিসান শা ইকরাম
ভালোবেসে একেবারে কবর পর্যন্ত চলে যাওয়া!
কঠিন প্রেম বলতেই হবে।
শুভ কামনা।
সিকদার সাদ রহমান
এতক্ষনে একটা যথার্থ মন্তব্য পেলাম। খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ!
আরজু মুক্তা
এই “তুমি”টাই মন খারাপের কারণ।।বকুলের সুরভী ছড়িয়ে যাক।।
সিকদার সাদ রহমান
আবার এই তুমি টাই মন ভালো করার ও কারন। ধন্যবাদ মুক্তা আপা।
দালান জাহান
সুন্দর কবিতা
শাহরিন
ভালোবাসা এবং ভালোবাসার মানুষকে যত্ন করেই রাখতে হয়, যারা সেটা পারেনা তাদের জন্য সমবেদনা ☺
কারণ এমন সময় মর্ম উপলব্ধি করে তখন আর কিছুই করার থাকে না।
অনেক ভালো লেগেছে।
সিকদার সাদ রহমান
অনেক ধন্যবাদ শাহরিন, সময় নিয়ে আমার লেখা পাঠ এবং উপলব্ধির জন্যে।
শাহরিন
সঠিক বিষয় সব সময়ই সঠিক 🙂