ইংল্যান্ডের এডিনবারগে একটা বাঙালী রেস্টুরেন্ট বা টেক-আওয়ে আছে যেটার নাম “জয় বাংলা”। ওখানে কি কি খাবার পাওয়া যায় তা এই পোষ্টের বিষয় নয়। বিষয়টি বেশ মজাদার এবং আনন্দদায়ক। আনন্দটুকু সবার সাথে ভাগ করে নেয়ার জন্য এই পোষ্ট।

রেস্টুরেন্ট এর মালিক রিসিপশনের জন্য ইচ্ছা করে এক পাকিস্থানী নাগরিককে রেখেছেন  শুধু ফোন রিসিভ করার জন্য।
রেস্টুরেন্টে যতবার ফোন বাজে সে ফোন তুলেই বলে “হ্যালো জয় বাংলা থেকে বলছি” ।
জয় বাংলায় নতুন কোন ক্রেতা আসলেও  “জয় বাংলা” বলে স্বাগতম জানানোও তার কাজ।
জয় বাংলার মালিককে অভিনন্দন জানাই এমন উদ্ভাবনী কাজের জন্য।
জয় বাংলা !!

জয় বাংলার ঠিকানাঃ 257 Gorgie Road, Edinburgh,England
জয় বাংলার ঠিকানাঃ 257 Gorgie Road, Edinburgh,England

ছবিটি গুগল থেকে নেয়া।

এই ঘটনাটি আমার এক ফেইসবুক বন্ধু আমার সাথে শেয়ার করেছেন।এটি ফেইসবুকার সাবাজ আলী একটি স্টাটাস। শ্রদ্ধেয় সাবাজ আলীর ওয়ালে এত বেশী পোষ্ট যে তা আমি খুঁজে পাইনি।

১০৩১জন ১০৩১জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ