ইংল্যান্ডের এডিনবারগে একটা বাঙালী রেস্টুরেন্ট বা টেক-আওয়ে আছে যেটার নাম “জয় বাংলা”। ওখানে কি কি খাবার পাওয়া যায় তা এই পোষ্টের বিষয় নয়। বিষয়টি বেশ মজাদার এবং আনন্দদায়ক। আনন্দটুকু সবার সাথে ভাগ করে নেয়ার জন্য এই পোষ্ট।
রেস্টুরেন্ট এর মালিক রিসিপশনের জন্য ইচ্ছা করে এক পাকিস্থানী নাগরিককে রেখেছেন শুধু ফোন রিসিভ করার জন্য।
রেস্টুরেন্টে যতবার ফোন বাজে সে ফোন তুলেই বলে “হ্যালো জয় বাংলা থেকে বলছি” ।
জয় বাংলায় নতুন কোন ক্রেতা আসলেও “জয় বাংলা” বলে স্বাগতম জানানোও তার কাজ।
জয় বাংলার মালিককে অভিনন্দন জানাই এমন উদ্ভাবনী কাজের জন্য।
জয় বাংলা !!
ছবিটি গুগল থেকে নেয়া।
এই ঘটনাটি আমার এক ফেইসবুক বন্ধু আমার সাথে শেয়ার করেছেন।এটি ফেইসবুকার সাবাজ আলী একটি স্টাটাস। শ্রদ্ধেয় সাবাজ আলীর ওয়ালে এত বেশী পোষ্ট যে তা আমি খুঁজে পাইনি।
২৮টি মন্তব্য
মেহেরী তাজ
হাহাহাহা
জয় বাংলা”।
প্রজন্ম ৭১
জয় বাংলা
জিসান শা ইকরাম
ফেইসবুকে আমিও আজ এটি দেখলাম।
রেষ্টুরেন্টের মালিককে শুভেছা জানাই- এমন এক আইডিয়ার জন্য।
আপনাকেও শুভেচ্ছা 🙂
প্রজন্ম ৭১
মালিককে জয়বাংলা বলে শুভেচ্ছা।
লীলাবতী
হা হা হা হা হা,দারুন বুদ্ধি তো।জয় বাংলা
প্রজন্ম ৭১
জয় বাংলা
আরাফ কাশেমী
জয় বাংলা
প্রজন্ম ৭১
জয় বাংলা
শুন্য শুন্যালয়
হা হা হা দারুণ বুদ্ধি তো। ব্লগে না আসলে কতো মজার তথ্য থেকে বঞ্চিত হতাম। তা ভাই প্রজন্ম আমাদের জন্য সময় এতো কম কেন আপনার?
প্রজন্ম ৭১
আপু দিন আনি দিন খাই আমি।একদিন অফিসে না গেলে সেদিনের বেতন নাই।রুটি কাপড়া এর জন্য ছুটাছুটিতে সময় পাইনা।
ব্লগার সজীব
অনেক আনন্দ পেলাম ঘটনাটি জেনে।পাকিদের সময় হয়েছে আমাদের বাসায় কাজের লোক হিসেবে রাখার।
প্রজন্ম ৭১
দারুন বলেছেন তো।পাকিদের বাসার কাজের লোক হিসেবে নিয়োগ দেয়া যায়।
সীমান্ত উন্মাদ
দারুন। স্যালুট এই রেস্তুরার মালিককে। তার আইডিয়ার জন্য। শুভেচ্ছা এবং শুভকামনা নিরন্তর।
প্রজন্ম ৭১
জয় বাংলা
নুসরাত মৌরিন
আমি এই মাত্র ফেসবুকে এ সংক্রান্ত স্ট্যাটাসটা পড়লাম।আবার সোনেলাতেও এসে পেলাম খবর আপনার সুবাদে।
দারুন ইনোভেটিভ মালিক।এত জোস আইডিয়া। কি আর বলবো!! 😀
প্রজন্ম ৭১
জয় বাংলা বলে আগে বাড়া 🙂
খেয়ালী মেয়ে
রেস্টুরেন্টের মালিকের বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়….
প্রজন্ম ৭১
জয় বাংলা
ছাইরাছ হেলাল
এ দেখছি দারুণ উদ্ভাবন।
প্রজন্ম ৭১
অবাক হয়েছি উদ্ভাবন দেখে।
মিথুন
হাসতেই আছি পড়ে ভাইয়া। দোকানের মালিককে একটা স্যালুট জানাতে ইচ্ছে করছে। 😀
প্রজন্ম ৭১
আপনার স্যালুট পৌছে দিচ্ছি তাঁকে 🙂
মোঃ মজিবর রহমান
জয় বাংলা
বাংলার জয়।
খুব মজা এবং আত্ত তৃপ্তি পেলাম।
সাবাস হোটেল মালিক্কে।
প্রজন্ম ৭১
সাবাস হোটেল মালিক্কে।
অনিকেত নন্দিনী
হা হা হা। হোটেল মালিকের উদ্ভাবনী বুদ্ধির প্রশংসা করতে হয়। স্যালুট তাঁকে।
জয় বাংলা।
প্রজন্ম ৭১
স্যালুট তাঁকে।
জয় বাংলা।
স্বপ্ন
বুদ্ধির তারিফ করতেই হয় রেষ্টুরেন্ট মালিকের।
প্রজন্ম ৭১
শ্রদ্ধা জানাই তাকে।