আয় রে তরুণ

পাগলা জাঈদ ৩ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ০৪:২৯:৪৫অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

 

আয়রে তরুণ বুকের ফাগুণ
লুন্ঠিত কর কদম তলে,
আয় তাজা প্রাণ নগর কিষাণ
বাংলা মায়ের আঁচল টলে।
মা তোর কাঁপে পিশাচ তাপে
আয় ঝাপিয়ে লক্ষ দামাল,
গর্জে উঠে চল রে ছুটে
দেখিয়ে দে ফের ধুমসে বামাল।

লাশের নগর বকুল টগর
ফুল ফোটেনা আর এখানে,
মাংস পোড়া গন্ধে ভরা
দুই নৃপতির বাস যেখানে।
রাক্ষুসী সব দেখ কলরব
রক্ত পানে মত্ত থাকে,
মশাল জ্বেলে নেকড়ে গিলে
আয়রে মরণ সত্ত্বা ডাকে।

রাতের কুকুর সকাল দুপুর
চাটছে নিজের ঘা’ এর মালাই,
পাঁজর পেতে আয়রে তেঁতে
আসুক হাজার মৃত্যু বালাই।
তুই উদাসী বীর পালশি
কোটি’র তরেই রক্ত ঝরা,
তুই যদি না জাগিস সোনা
কাটবে কি এই দেশের খরা।

দে কাঁধে কাঁধ গুড়িয়ে দে বাঁধ
অরুণ বুকে বাজবে বাঁশি,
পিশাচ কাঁদুক মাতম আসুক
ফিরিয়ে দে তুই সবার হাসি।
আয়রে জোয়ান মুক্তির বাণ
আনব কেড়ে ওদের থেকে,
মা’য়ের আঁধার ঘুচবে আবার
ষোল কোটির পরাগ মেখে।

৫৮২জন ৫৮২জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ