আয়রে তরুণ বুকের ফাগুণ
লুন্ঠিত কর কদম তলে,
আয় তাজা প্রাণ নগর কিষাণ
বাংলা মায়ের আঁচল টলে।
মা তোর কাঁপে পিশাচ তাপে
আয় ঝাপিয়ে লক্ষ দামাল,
গর্জে উঠে চল রে ছুটে
দেখিয়ে দে ফের ধুমসে বামাল।
লাশের নগর বকুল টগর
ফুল ফোটেনা আর এখানে,
মাংস পোড়া গন্ধে ভরা
দুই নৃপতির বাস যেখানে।
রাক্ষুসী সব দেখ কলরব
রক্ত পানে মত্ত থাকে,
মশাল জ্বেলে নেকড়ে গিলে
আয়রে মরণ সত্ত্বা ডাকে।
রাতের কুকুর সকাল দুপুর
চাটছে নিজের ঘা’ এর মালাই,
পাঁজর পেতে আয়রে তেঁতে
আসুক হাজার মৃত্যু বালাই।
তুই উদাসী বীর পালশি
কোটি’র তরেই রক্ত ঝরা,
তুই যদি না জাগিস সোনা
কাটবে কি এই দেশের খরা।
দে কাঁধে কাঁধ গুড়িয়ে দে বাঁধ
অরুণ বুকে বাজবে বাঁশি,
পিশাচ কাঁদুক মাতম আসুক
ফিরিয়ে দে তুই সবার হাসি।
আয়রে জোয়ান মুক্তির বাণ
আনব কেড়ে ওদের থেকে,
মা’য়ের আঁধার ঘুচবে আবার
ষোল কোটির পরাগ মেখে।
১০টি মন্তব্য
তন্দ্রা
উত্তাল আহ্বান জাগরণী বাণী, রক্ত গরম করা বাক্য দিয়েই অন্যায়ের বিরুদ্বে লড়বার আহ্বান।
ধন্যবাদ জাইদ ভাই।
খসড়া
ওরে নবীন ওরে আমার কাঁচা
তোরাও যে হয়ে গেছিস কধ মরা
লীলাবতী
ভালো লেগেছে খুব -{@
আয় তাজা প্রাণ নগর কিষাণ
বাংলা মায়ের আঁচল টলে।……… ভাইয়া এখানে কি আঁচল এর পরে টলে হবে ?
আবু জাঈদ
হুম, এখানে টলে মানে মায়ের আঁচল টলে যাচ্ছে, আঁচল তলে হবে না 🙂
নীলকন্ঠ জয়
আয়রে জোয়ান মুক্তির বাণ
আনব কেড়ে ওদের থেকে,
মা’য়ের আঁধার ঘুচবে আবার
ষোল কোটির পরাগ মেখে। (y)
ছাইরাছ হেলাল
হ্যাঁ ,কাঁধে কাঁধ দিয়েই আমরা অন্যায়কে রুখব ।
জিসান শা ইকরাম
সুন্দর
আশার কবিতা -{@ (y)
শুন্য শুন্যালয়
অনেক ভালো লাগা ভাইয়া .. (y)
স্বপ্ন নীলা
দারুন একটি কবিতা পড়লাম
আবু জাঈদ
সবাই কে আন্তরিক ভাবে ধন্যবাদ