একটা সিরিজ নিয়ে আসছি কাল থেকে। প্রতি ২/১ দিন পর পর একটা করে বাণী আসবে। জানি না আপনাদের কেমন লাগবে। মূলত কয়েক বাক্যে প্রচলিত কিছু ব্যপার, যা আমরা বলি না বা চুপ থাকি বা মনে লালন করি সেসব নিয়ে কিছু দুষ্টু বাক্য দিয়ে স্যাটায়ার। যার বাইরের রূপ (লেখা) আর ভেতরের রূপ নিয়ে সাইকোলজিক্যাল গেইম। যদিও অনেক দুষ্টু শব্দ সেখানে থাকবে।

আর শিরোনামটা দিয়ে আমাকেই বোঝানো। মানে আমি তো চশমা পরি এবং যে বাণীগুলো দিচ্ছি তা কেউ প্রকাশ্যে বলে না তাই তারা সুধীসমাজ। কাজেই যেহেতু আমি বলছি বা কেউ বলছে, সে হচ্ছে শয়তান। তাই সবটা মিলিয়েই ক্যাপশন হচ্ছে: “চশমাওলা শয়তানের মহান বাণী”।

সবাই ভাল থাকবেন। দোয়া করবেন।

বি.দ্র.: বছর কয়েক আগে বাণীগুলো নিয়ে একই বই বের হবার কথা ছিল। এটা তারই প্রচ্ছদ।

 

৭২১জন ৬৩০জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ