প্রকৃতি সেজেছে লাল,হলুদ, বাসন্তী ভালোবাসায়;
মেঘের উড়ুপে ভাসছে বিষুবরেখা-
ছিন্ন করে নিয়ম-নীতির দর্পচূর্ণ ।
চন্দ্রার পাঁজর ভেঙ্গে আলোকজল ধেয়ে আসছে মর্ত্যে;
আষাঢ়ীয় বর্ষণে হাওর-বাওড় কানায় কানায় পূর্ণ।
কামিনী-মালতীর তারার ফুলে যামিনী আবক্ষে সুবাসিত শয্যা,
বর্ষণধারায় রাগ-রাগিনীর সুরে বিমূর্ত মানচিত্র;
পাহাড়ী ঢলে ছুটছে জলতরঙ্গিনী এঁকেবেঁকে।
মলয় সমীরে সুখের আগমনী বার্তা ভেসে আসছে;
কখনো কালো মেঘ,কখনো উজ্জ্বল রোদ;
যক্ষের ধনের মতো বুকে আগলে আকাশটা ঝুলছে।
৪০টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হইতে আইলাম। আবার আসবো
সুপর্ণা ফাল্গুনী
প্রথম হবার জন্যি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। কিন্তু এভাবে মন্তব্য না দিয়ে বারেবারে ফাঁকি দেওন যাইবো না। আপনারে বাইন্ধা রাখুম। 🙄🙄🙄 কিতা কন, ঠিক কইছি না? ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
বন্যা লিপি
আমি বান্ধা পইড়বার জন্যি পা বাড়াইয়া রইছি গো ছোটদি! তুমি আমারে বান্ধি রাইখতি পারো। কে করিছে বারন তোমারে?
পলায়ে আর যাবো ক’নে?
ঘুরিফিরি আবার তো এহানেই আসপানি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেটাই ঘুরেফিরে এখানেই মিলিঝিলি। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
প্রকৃতি বন্দনা ভালই হলো বলে
অপরুপা ছবির ছলে
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমার জন্য আশীর্বাদ করবেন
ছাইরাছ হেলাল
এতো দেখছি ঢল নামানো বর্ষা, ভেসে যাওয়ার হাতছানি,
আকাশের কপালে খারাবি আছে প্রচুর।
বর্ষা আসতে না আসতেই বান ডাকিয়ে এনেছেন!
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣 ঢল তো নেমেই গেছে ভাইয়া, কিযে হবিনি এবার কবার পাত্তিছিনা। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
“কখনো কালো মেঘ,কখনো উজ্জ্বল রোদ;
যক্ষের ধনের মতো বুকে আগলে আকাশটা ঝুলছে।”
কবিতাটি ভাল লেগেছে। ভাল থাকবেন শুভ কামনা!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।
কামাল উদ্দিন
লাল, হলুদ, বাসন্তি চমৎকার এই প্রকৃতি দেখতে এবার বের হতে পারলাম না।
সুপর্ণা ফাল্গুনী
সেটাই। আমার ও আফসোস এবার এগুলো দেখতে পেলাম না দু’চোখ জুড়াতে। ভালো থাকবেন সুস্থ থাকবেন
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় আপু
ফয়জুল মহী
অনন্যসাধারণ লেখা। ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া ভালো লাগলো জেনে ভালো লাগলো। ভালো থাকুন সুস্থ থাকুন
তৌহিদ
বাহ! বর্ষা আর প্রকৃতিকে মিলেমিশে একাকার করেছেন চমৎকার শব্দবুননে। ভালো লাগলো দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা আর ভালোবাসায় প্রতিনিয়ত হই ধন্য। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
আপনার প্রতিটি কবিতা ভালো লাগার মতো।
বেশ ভালো লাগলো
সুপর্ণা ফাল্গুনী
এমন মন্তব্যে বুকটা ভরে যায় দাদা। জানি আপনাদের মতো ভালো লিখতে পারি না তবুও লিখি মনের খোরাক এর জন্য। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন সাবধানে থাকবেন। শুভ কামনা রইলো
আতা স্বপন
প্রকৃতি বন্দনায় কাব্যিক প্রকাশ সুন্দর হয়েছে। ধন্যবাদ
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের ভালো লাগাতেই আমার আনন্দ। ভালো থাকবেন নিরাপদে থাকবেন
সুরাইয়া পারভীন
প্রকৃতির অপরূপ বর্ণনায়
হৃদয় ছুঁয়ে
সুরাইয়া পারভীন
প্রকৃতির অপরূপ বর্ণনায় হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ শব্দ চয়নে লেখা কবিতা পাঠে মুগ্ধতা অনিমেষ।
তবে আষাঢ়ের জল থৈ থৈ পরিবেশ সবার জন্য রোমাঞ্চিত সুখময় নয়।
চমৎকার লিখেছেন দিদি
সুপর্ণা ফাল্গুনী
তা ঠিক সবার জন্য রোমাঞ্চিত নয়, আমার জন্য তো নয়ই কারন আমি তিন-চারবার জীবন ফিরে পেয়েছি পানিতে ডুবে মরা থেকে। সুন্দর মন্তব্যে ভালো লাগা জানিয়ে গেলাম । নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
সুরাইয়া পারভীন
আমিও সেই ছোট্ট বেলায় প্রায় ডুবেই গিয়েছিল। কেউ একজন বাঁচিয়ে দিয়েছিল
আপনিও ভালো থাকুন দিদি
কামরুল ইসলাম
প্রকৃতির রুপ রেখায় সুন্দর কাব্য
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
বন্যা লিপি
শব্দের দৃশ্যায়িত বর্ননায় ভিজে এলাম পাহাড়ি ঢলে ছোটদি! এমন বন্দনা যদি আমি পরতাম বর্ননা করতে….আহা…দারুন ভেসে গেলাম বর্ষাবন্দনায়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন মন্তব্যে আবেগ আপ্লুত হয়ে গেলাম। অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে প্রতিনিয়ত সিক্ত হই আর ভালোলাগায় ডুবে যাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন
সাবিনা ইয়াসমিন
কবিতা পড়ে গুনগুনিয়ে একটা গান মনে পড়েছে,,
আষাঢ় শ্রাবণ মানে নাতো মন
ঝরো ঝরো ঝরেছে…
কবিতা খুব সুন্দর হয়েছে, যদিও আমি কবিতা কম বুঝি 🙂
শুভ কামনা অবিরত 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনি কবিতা বুঝেন না, কিন্তু অ-কবিতা বুঝেন যা অসম্ভব ভালো লিখেন। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভালো লাগার জন্য। শুভ সকাল 🌹🌹
ইঞ্জা
বিমুগ্ধতা।
খুব ভালো লাগলো আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন নিরাপদে থাকবেন। শুভ সন্ধ্যা
ইঞ্জা
ধন্যবাদ অক্লান্ত প্রিয় আপু।
জিসান শা ইকরাম
আষাঢ়ী প্রকৃতির বন্দনা চমৎকার হয়েছে,
এত শব্দ আর উপমা থাকে কবিদের মাঝে!
শুভ কামনা ছোট দি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হই অবিরত। ভালো থাকুন সুস্থ থাকুন
রুমন আশরাফ
এতো সুন্দর কবিতা কিভাবে লিখেন বলেন তো? চমৎকার।
সুপর্ণা ফাল্গুনী
🙄🙄 গোপন রহস্য। সে এক ঐতিহাসিক , পৌরাণিক কাহিনী। 🤣🤣 ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
পার্থ সারথি পোদ্দার
আপনার স্বরচিত কবিতা যতই পড়ি,ততই যেন বিমুগ্ধ হই।একজন পাঠক হিসেবে এতটুকু শুধু বলতে পারি যে আপনি বহুদূর যাবেন কবিতার অদৃশ্য ডানায় ভর করে।অকৃত্রিম ভালবাসা রইল,দিদি।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ আপনার মন্তব্যে প্রচন্ড রকম আনন্দিত, উচ্ছ্বসিত। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য আমি। ভালো থাকুন সুস্থ থাকুন