দিনের কাছে হাত পেতে চেয়েছিলাম রোদ;
মৌনতার দৃষ্টিতে কেবল ভালোবাসা!
তোমার দৃষ্টির আলোকরশ্মি আমাকে পথ দেখায় ব্যাপকতায়।

৪৯ বছরের অমানবিকতাকে মুছে দিয়ে সেখানে ফলাতে চাই সবুজ শস্যদানা।
জরা জীর্ণতাকে উপড়ে ফেলে তোমার খোঁপায় বেলি ফুলের মালা পড়াবো।আমাদের আগামী প্রজন্মের পথে বিছিয়ে দিবো কাঁটা ছাড়া গোলাপ: রাষ্ট্রের কাছে এ আমার অঙ্গীকার।

আমি ছুঁয়ে দিতে পারিনা ন্যানো সেকেন্ডের থমকে থাকা ভালোলাগা।
দীর্ঘতার অদম্যতায় যখন তোমার মুখ ভেসে ওঠে,
আমি গলাসম পানির ভেতরে মোম নিয়ে হেঁটে যাই সেতো তোমারই প্রেরণায়।

অসীম শুন্যতায় উড়তে উড়তে নীড় হারা পাখি যেমন করে ফিরতে চায় নীড়ে, তেমনই আমি তোমার কাছে ফিরতে চাই।
দেশ প্রেম আর তুমি দুটোই আমার কাছে এক অবিচ্ছেদ্য অংশ।
আমার অবসাদ সে কেবল তোমাকে ঘিরে।
ক্লান্তি যখন দড়জায় এসে দাঁড়ায়, তোমার মুখাবয়ব ভেবে তেজস্বী হয়ে যাই ।

ব্যর্থতা আমার -তোমাকে দিতে পারিনা সুখের শ্লেট।

পরাজিত হলেও ভয় নেই আমার,
পৃথিবী তোমাকে দিয়েদিয়েছি।
তোমার ঠোঁটের চুম্বনের নেশাকে বুকে চেপে খনন করি মাটির উর্বরতা।
তবুও দূরে রাখতে হচ্ছে তোমাকে।
কোন ফাল্গুনে তোমার হাতে তুলে দিবো দেশের মানবিকতার নিদর্শন।
এটুকু ধৈর্য বুকে ধারন করে পথ চেয়ে থেকো…..

৯৮২জন ৮৪১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ