দিনের কাছে হাত পেতে চেয়েছিলাম রোদ;
মৌনতার দৃষ্টিতে কেবল ভালোবাসা!
তোমার দৃষ্টির আলোকরশ্মি আমাকে পথ দেখায় ব্যাপকতায়।
৪৯ বছরের অমানবিকতাকে মুছে দিয়ে সেখানে ফলাতে চাই সবুজ শস্যদানা।
জরা জীর্ণতাকে উপড়ে ফেলে তোমার খোঁপায় বেলি ফুলের মালা পড়াবো।আমাদের আগামী প্রজন্মের পথে বিছিয়ে দিবো কাঁটা ছাড়া গোলাপ: রাষ্ট্রের কাছে এ আমার অঙ্গীকার।
আমি ছুঁয়ে দিতে পারিনা ন্যানো সেকেন্ডের থমকে থাকা ভালোলাগা।
দীর্ঘতার অদম্যতায় যখন তোমার মুখ ভেসে ওঠে,
আমি গলাসম পানির ভেতরে মোম নিয়ে হেঁটে যাই সেতো তোমারই প্রেরণায়।
অসীম শুন্যতায় উড়তে উড়তে নীড় হারা পাখি যেমন করে ফিরতে চায় নীড়ে, তেমনই আমি তোমার কাছে ফিরতে চাই।
দেশ প্রেম আর তুমি দুটোই আমার কাছে এক অবিচ্ছেদ্য অংশ।
আমার অবসাদ সে কেবল তোমাকে ঘিরে।
ক্লান্তি যখন দড়জায় এসে দাঁড়ায়, তোমার মুখাবয়ব ভেবে তেজস্বী হয়ে যাই ।
ব্যর্থতা আমার -তোমাকে দিতে পারিনা সুখের শ্লেট।
পরাজিত হলেও ভয় নেই আমার,
পৃথিবী তোমাকে দিয়েদিয়েছি।
তোমার ঠোঁটের চুম্বনের নেশাকে বুকে চেপে খনন করি মাটির উর্বরতা।
তবুও দূরে রাখতে হচ্ছে তোমাকে।
কোন ফাল্গুনে তোমার হাতে তুলে দিবো দেশের মানবিকতার নিদর্শন।
এটুকু ধৈর্য বুকে ধারন করে পথ চেয়ে থেকো…..
২২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ চমৎকার জবাব পোষ্ট। দেশপ্রেম একেই বলে। অবশ্য খারাপ ভালো নিয়েই সবকিছু। কম আর বেশী। দেশপ্রেমের জন্য কেউ প্রেমিকা বা প্রেমিক পর্যন্ত ছেড়ে দিয়েছে বা দেশের সৌন্দর্যকে ভালোবেসে প্রিয়ার অলংকার করেছে আর কেউ দেশকে হাতিয়ার করে সবকিছু লুটেপুটে খায়। জানিনা আপনার লেখার সঠিক সারমর্ম দিতে পেরেছি কিনা! ভালো থাকুন সুস্থ থাকুন
শিরিন হক
ধন্যবাদ দিদি। একদম ঠিক ধরেছেন।পাশে আছেন ভেবে ভালো লাগে।
আপনিও নিরাপদে থাকুন
ফয়জুল মহী
অসাধারণ সাবলীল লেখা
শিরিন হক
ধন্যবাদ
সাবিনা ইয়াসমিন
জবাব পোস্ট যথাযথ উপস্থাপন করেছেন।
দুটো লেখাই সুন্দর।
শুভ কামনা 🌹🌹
শিরিন হক
ধন্যবাদ
এস.জেড বাবু
ওয়াও
দারুন মনোভাব নিয়ে চমৎকার জবাব তৈরী করে নিলেন
দশে সব মার্ক আপনার।
দুইটি লিখাই পড়া হলো। দুজনেই দেশ নিয়ে এপিঠ ওপিঠের অনুভূতি লিখে দিলেন। চমৎকার ছিলো আপুরা।
শিরিন হক
ধন্যবাদ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বাহ চমতকার প্রকাশ। শুভ কামনা।
শিরিন হক
অসংখ্য ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“৪৯ বছরের অমানবিকতাকে মুছে দিয়ে
সেখানে ফলাতে চাই সবুজ শস্যদানা
আমাদের আগামী প্রজন্মের পথে
বিছিয়ে দিবো কাঁটা ছাড়া গোলাপ:
রাষ্ট্রের কাছে এ আমার অঙ্গীকার। “
ওয়াও ! চমৎকার !
হতাশার পিঠে লাথি মেরে
আশার বুকে চুমু দিতে চাই।
ভাল লাগলো। শুভ কামনা আপু।
শিরিন হক
অনেক ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
চমৎকার লাগলো দিদি।
শিরিন হক
অনেক ধন্যবাদ
বন্যা লিপি
আপনাকে অনুরোধ করবো মাঝে মাঝে একটু ঘুরে যাবেন এখানে।
নিরন্তর শুভ কামনা।
শিরিন হক
আপনার লিখার জবাব দিতে আসবো ইনশাল্লাহ
বন্যা লিপি
তাইলে আর লিখবোই না। আপনি আপনার নিজের লেখা নিয়ে আসবেন।
শিরিন হক
আপনাকে ব্যথিত করতে কথাটা বলিনি তবে আর লিখবোনা বলে আমাকে কিছুটা ব্যথিত করেছেন। আমার জন্য নিজের লেখাকে যদি থামিয়ে দিতে চান তবে তাই হোক যা আপনি চাইছেন। আপনার মতো করে আপনি চালিয়ে যান ….
ভালোবারা চিরো জাগ্রত থাক সবার হৃদয়
শিরিন হক
আমাকে অনুপাণিত করার জন্য ধন্যবাদ নিশ্চই আরো লিখা এখানে দিবো শুধু জবাব পোষ্টই নয়
হালিম নজরুল
ভাল আইডিয়া তো! কবিতার উত্তরে প্রতিকবিতা।
আরজু মুক্তা
চমৎকার প্রতিউত্তর
জিসান শা ইকরাম
দেশপ্রেমের সুন্দর কবিতা।
জবাব ভালো হয়েছে।
কবিতার শিরোনামে জবাব পোস্ট না লিখে কবিতার শেষে বিশেষ নোটে কোন পোস্টের জবাব পোস্ট তা লিখলে ভালো হতো মনে হয়।
শুভ কামনা।