পাপে ঢাকা বাংলার, পাপ ঢাকা চাদরে
পাপি এক নেতা খুঁজে, ভোট দিস আদরে,
বোকা এই বাংলায় ধোঁকা কেন দিবে রে
তুই চোর সে ও চোর ভাগ করে নিবে রে ।
মুখে তোর বড় কথা, সব ঘেটে বল ভাই
ঘুষ দিস তল দিয়ে, চোরা সব ছল তাই,
স্কুল এ পড়াবি না, কোচিং এর বারণে
ডাক্তারে ভুড়ি টেস্ট, দেয় কোন কারনে ?
তিন টাকা সবজি, দশ টাকা বেচঁবি,
মুখ টিপে হেসে খুন, নেতাদের কেচবি।
হুজুরে তে করে কি ? মসজিদে বসে রে
পানি ফুঁ তে টাকা বিশ, তাও দর কষে রে।
হোটেলেতে খেয়ে শোনা, মুরগী টা মরা ভাই
পুরোহিতে দক্ষিণা, ভগবান কঁড়া তাই।
মাঝি বলে ঝড় হবে, টাকা পাঁচ বেশি স্যার
সচিবেতে লাখ দাও, গতি হবে ফাইল টার।
সাহিত্যে ডাকাতি, বেচে দাও কথা সুর
ফকির টা পিছু নিলে হাত নেড়ে দূর দূর
তেলে বারে টাকা তিন, ভাড়া বাড়ে ঠিক ছয়
দক্ষিণে দুর্নীতি সব একই তাল লয়।
তবু সব নির্দোষ, দোষ সব নেতাদের
নেতা শুধু মা রে বেঁচে, খুশি করে কেতাদের।
সব শালা চোর তোরা, নেতা কেন হবে না
টাকা ভরা চাঁদরে, কেন বল রবে না ?
১৫টি মন্তব্য
খসড়া
খুব মজা করে লিখেছেন।
আবু জাঈদ
হুম 🙂
জিসান শা ইকরাম
চোরেরা সব নিয়ে গেলোরে :p
ভালো লিখেছেন ভাই।
আবু জাঈদ
:p
আমার স্বপ্ন ও মনের কথা
:D) :D) :D)
আবু জাঈদ
😀
মিসু
ফান কিন্তু বাস্তব কথা লিখলেন ভাইয়া (y)
আবু জাঈদ
dhonyobad
আদিব আদ্নান
ছন্দে কঠিন বাস্তবতা ।
আদিব আদ্নান
সবাই চোর হলেই নেতার ও চোর হতে হয় বুঝি ?
তাহলে নেতা সৎ হয়ে যাক তাহলে সবাই সৎ হবে ।
আবু জাঈদ
আগে নিজেকে বদলাতে হবে 🙂
নীলকন্ঠ জয়
সব নিয়ে গেলো চোরে?
অসাধারণ লিখেছেন। (y)
আবু জাঈদ
ধন্যবাদ 🙂
রিমি রুম্মান
সব কিছুর পরও ভাল মানুষ আছেন বলেই আমার দেশটা এখনো এগিয়েই যাচ্ছে। ভাল থাকিস ভাললাগায়।
আবু জাঈদ
তুই ও ভাল থাকিস