আমায় যেও ভুলে

শুন্য শুন্যালয় ২০ ফেব্রুয়ারি ২০১৬, শনিবার, ০১:৩২:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৯ মন্তব্য

অসহ্য সুন্দরতম কোন রাত আসবে একদিন, দুদিন কিংবা তারপর অনেক অনেকদিন
নিশির তৃষ্ণা নিয়ে ভর অন্ধকারে অথবা জ্যোৎস্না চাপা পেল্লায় বৃক্ষের
তলায় আঁটসাঁট হয়ে বসে থাকা, হাঁটুতে থুতনী রেখে নিপাট লজ্জাবতীর
সদ্য ডাঙর হয়ে ওঠা বালিকার সেই রাত আসবে একদিন, দুদিন কিংবা—
সহসাই জেগে উঠবে ছুটির ওপাড় থেকে সফেদ নিখাঁদ আত্মারা
কপালে আঙ্গুলের সজোর খোঁচায়
বালিকা কি শুনতে পাবে, সাবধানবানী?
ফিরে যা… যা …আ…আ…আ…

আউলা আছি কিছুদিন। উদ্ভট লেখা দেবার জন্য দুঃখিত।
গান গাইলাম সোনেলার জন্য এই প্রথম, কেউ খারাপ বললে কিন্তু খবরই আছে।
কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনদিন,
যেও ভুলে আমায় যেও ভুলে———-

৫৮৯জন ৫৮৯জন

৪৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ