যখন ই আমার মন খারাপ থাকে
বা নিজের মধ্যে অনেক কষ্ট অনুভূত হয়
নিজকে এই সুন্দর পৃথিবীর মাঝে
এক অর্থ হীন মানব মনে হয়
আমার বিষণ্ণতা গুলো আমার চারপাশ ঘিরে রাখে
আমার ভাললাগা গুলোকে আমার কাছে আসতে দেয় না
ঠিক তখন ই আমার মা , আমার অহংকার আমার সকল ভালোলাগা আর ভালবাসা
যার জন্য সেই মা , আমার মা ঠিক যেন আমার সকল বিষণ্ণতা কে দূরে ঠেলে দিয়ে
আমায় ফোন করে বলে কেমন আসিস বাবা ,
ও তখন যে কি পরিমাণ ভাললাগে বলে বুঝাতে পারবোনা মা ,
তুমি কি করে জানো আমার মন খারাপ মা ??
আমি তো তোমায় বলি নাই , !!
তুমি মনে হয় আমার মনের সব খবর ই জানো
আমার মন খুব কম সময় খারাপ হয়েছে
কিন্তু এই হাতে গনা যেই কয় বার ই হয়েছে
সব বার ই তুমি কি করে যে জেনে যাও আজো আমার জানা নেই মা ।
আমার সকল ভালোবাসা তোমার জন্য মা ।
তুমি বেঁচে থাকো আমার চেয়ে অনেক বেশি বছর মা ।
শাহ আজিজ —— ২১-১-২০১৩
৭টি মন্তব্য
মা মাটি দেশ
(y) -{@ বিশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল…মাকে নিয়ে লেখার জন্য (y)
বাংলার কথা
আপনাকে ও অনেক ধন্যবাদ , -{@
নীলকন্ঠ জয়
আমার সকল ভালোবাসা তোমার জন্য মা ।
তুমি বেঁচে থাকো আমার চেয়ে অনেক বেশি বছর মা ।
একজন আদর্শ সন্তান ছাড়া কে এমনভাবে মায়ের জন্য প্রার্থনা করতে পারে? -{@
বাংলার কথা
আমি আমার মা কে নিয়ে লেখা এই কথা গুলো ১০০ ভাগ সত্য , কি ভাবে যে মা বুঝে যায় আমার মন খারাপ সত্যি আজো জানিনা । ধন্যবাদ আপনাকে ও -{@
হলুদ পরী সাদা নাকফুল
এই বিশেষ ক্ষমতার অধিকারিণী বলেই তো তিনি মা। মা এর মাঝে আছে অনাবিল প্রশান্তি, দুনিয়ার সবকিছুও যদি ত্যাগ করে , ঘৃণা করে তবুও মা সবসময় পৃথিবীর সাথে যুদ্ধ করে বুকে আগলে রাখেন। সব কিছু বুঝে যান, সবসময় ছায়ার মতো থাকেন এবং কখনো কোন আছর লাগতে দেন না।
………… মা যেমন তার সন্তানের সুখ দুঃখ বুঝতে পেরে পাশে থাকেন সন্তানেরও তেমনি সবসময় মায়ের পাশে থেকে তার ভালমন্দ খোজ রাখা ও অনুভব করা উচিৎ। মা পৃথিবীতে সব থেকে বড় বন্ধু, তার উপরে আর কোন ভালো বন্ধু হয় না।
…………স্বয়ং সৃষ্টি কর্তাও মনে হয় এতটা ভালবাসেন না যতটা মা ভালবাসেন।
………… মায়ের জন্য অনেক দোয়া রইলো। মা তোমাকে আমার সব আয়ু দিয়ে দিলাম, তুমি চিরঞ্জীবী হও , তুমি সবসময় আমার পাশে থেকো আজও যেমন ভাবে আছো। তোমার জন্য জীবন উৎসর্গ করতে পারলে আমি ধন্য মা।
শুন্য শুন্যালয়
ভালো থাকুক পৃথিবীর সব মা রা। সব সন্তান ভাবুক এভাবে যেভাবে আপনি ভাবছেন ।
খসড়া
মধুর আমার মায়ের হাসি।