আমার মা —— ।।

শাহ আজিজ ২২ জানুয়ারি ২০১৪, বুধবার, ০৯:৩৪:২৯অপরাহ্ন বিবিধ ৭ মন্তব্য

যখন ই আমার মন খারাপ থাকে

বা নিজের মধ্যে অনেক কষ্ট অনুভূত হয়

নিজকে এই সুন্দর পৃথিবীর মাঝে

এক অর্থ হীন মানব মনে হয়

আমার বিষণ্ণতা গুলো আমার চারপাশ ঘিরে রাখে

আমার ভাললাগা গুলোকে আমার কাছে আসতে দেয় না

ঠিক তখন ই আমার মা , আমার অহংকার আমার সকল ভালোলাগা আর ভালবাসা

যার জন্য সেই মা , আমার মা ঠিক যেন আমার সকল বিষণ্ণতা কে দূরে ঠেলে দিয়ে

আমায় ফোন করে বলে কেমন আসিস বাবা ,

ও তখন যে কি পরিমাণ ভাললাগে বলে বুঝাতে পারবোনা মা ,

তুমি কি করে জানো আমার মন খারাপ মা ??

আমি তো তোমায় বলি নাই , !!

তুমি মনে হয় আমার মনের সব খবর ই জানো

আমার মন খুব কম সময় খারাপ হয়েছে

কিন্তু এই হাতে গনা যেই কয় বার ই হয়েছে

সব বার ই তুমি কি করে যে জেনে যাও আজো আমার জানা নেই মা ।

আমার সকল ভালোবাসা তোমার জন্য মা ।

তুমি বেঁচে থাকো আমার চেয়ে অনেক বেশি বছর মা ।

 

শাহ আজিজ —— ২১-১-২০১৩

৫৩৫জন ৫৩৩জন
0 Shares

৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ