আমার ভোর–২

শুন্য শুন্যালয় ৩১ জুলাই ২০১৪, বৃহস্পতিবার, ০৯:৪২:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য

একা পায়ে নামে ভোর। আমি বিশাল ব্যস্ততায় পকেটবন্দী জমে যাওয়া হাতে ভোরের উষ্ণতা নিতে নিতে বলি হেঁটে যাওয়া কাওকে, আজ অনেক ঠাণ্ডা পড়েছে। নজর বন্দী ভোর ঠোঁট বাঁকিয়ে বলে, তুই অনেক হিংসুটে। আমি শুন্যে কুয়াশার ধোঁয়া ছেড়ে বলি, যা না যা। কে দেখবে তোকে এই আমার মতো করে?
গুটুর গুটুর করে মান ভাঙ্গানোর চেস্টা চলে। কখনও হুট করে বাতাসের ঝাপটা, কখনো আলোয় আলোয় প্রশ্ন পর্ব। জিজ্ঞেস করি কতো শতাব্দী বয়স তোর ভোর? কতো জনম ধরে নামিয়ে এনে কুয়াশার স্ক্রিনসেভার বাঁচিয়ে চলিস নিরব আর শান্ত এই সময়? আজও তবু উচ্ছলতায় টুপ টুপ করে ভিজিয়ে যাস পথের ধার। ঠেলে ঠুলে সূর্য এলেও আটকে ধরিস ছোট্ট ছোট্ট ঘাসের কন্ঠ।
ভোর বলে, আমি তোর জন্যই প্রতিদিন নতুন করে নেমে আসি। আমি যত্ন করে দীর্ঘনিঃশ্বাস লুকাই, ভোর কে ধরে রাখার মতো বিজ্ঞান নেই। তবু সুন্দর একটি অপেক্ষা থাকে ভোরের জন্য। পবিত্র, শান্তশিশির আর দূর থেকে গাছের ফাঁকে ভোরের আলোর জন্য।

 

 

৫৪২জন ৫৪২জন
0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ