১. অরুণকান্তি কে গো যোগী ভিখারী
অরুণকান্তি কে গো যোগী ভিখারী
নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি ৷৷
রাস বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি ,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপুঞ্জ
হে গিরিজাপতি ! কোথা গিরিধারী
সম্বর সম্বর মহিমা তব , হে ব্রজেশ ভৈরব , আমি ব্রজবালা ,
হে শিব সুন্দর ,বাঘছাল পরিহর , ধর নটবর-বেশ পর নীপ-মালা ৷৷
নব মেঘ-চন্দনে ঢাকি অঙ্গজ্যোতিঃ
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন-পতি
পার্ব্বতী নহি আমি শ্রীমতী ,
বিষাণ ফেলিয়া হও বাঁশরী-ধারী ৷৷
(সমাপ্ত)
২. অঞ্জলি লহ মোর সঙ্গীতে
অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমারে,সুন্দর,বন্দিতে!
সঙ্গীতে সঙ্গীতে ।।
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু’লে দু’লে ওঠে আমার দেহখানি
আরতি নৃত্যের ভঙ্গীতে ।
সঙ্গীতে সঙ্গীতে ।।
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল ।
তোমার মুখে চাহি আমার বানী যত
লুটাইয়া-পরে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জিতে ।
সঙ্গীতে সঙ্গীতে ।।
(সমাপ্ত)
৩. আলগা কর গো খোঁপার বাঁধন
আলগা কর গো খোঁপার বাঁধন
দীল ওহি মেরা ফাস্ গেয়ি
বিনোদ বেনীর জরীণ ফিতায়
আন্ধা ইশক মেরা কস্ গেয়ি ।।
তোমার কেশের গন্ধে কখন
লুকায়ে আসিল লোভী আমার মন
বেহুশ হো কর গির পারি হাতমে
বাজু বান্দমে বস্ গেয়ি ।।
কানের দুলে প্রাণ রাখিলে বিধিয়া
আখঁ ফেরা দিয়া চোরি কার নিদিয়া
দেহের দেউরিতে বেড়াতে আসিয়া
আউর নেহি উয়ো ওয়াপাস গেয়ি ।।
(সমাপ্ত)
৪. আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয
আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও
আমার সুরের ইন্দ্রধনু
রচে আমার ক্ষনিক তনু
জড়িয়ে আছে সেই রংয়ে মোর অনুরাগ অমিয়
মোর আখি পাতায় নাই দেখিলে আমার আঁখিজল
মোর কন্ঠের সুর অশ্রুভারে করে টলমল
আমার হৃদয় -পদ্ম ঘিরে
কথার ভ্রমর কেদে ফিরে
সেই ভ্রমরের কাছে আমার মনের মধু পিও ।
১২টি মন্তব্য
নীহারিকা
প্রতিটা গানের কথাই অসাধারণ। শেষ গানটা আমারো খুব প্রিয়।
হিলিয়াম এইচ ই
হ্যাঁ। আমারও। 🙂
নীলাঞ্জনা নীলা
নজরুল সংগীত সব সময়ই আমার প্রিয় । আপনার পছন্দ সুন্দর ।
হিলিয়াম এইচ ই
থেঙ্কু।
মা মাটি দেশ
অঞ্জলি লহ মোর সঙ্গীতে (y)
হিলিয়াম এইচ ই
🙂
নীলকন্ঠ জয়
“আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার ফুল গো আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিও”
অনেক প্রিয় গানের লিরিক্স। ধন্যবাদ -{@
লীলাবতী
সবঅগুলোই প্রিয় গান।
ছাইরাছ হেলাল
অসাধারণ সব গান ।
জিসান শা ইকরাম
ভালো সিলেকশন ।
বনলতা সেন
এখন না শুনলেও এক সময় নিয়মিত শুনেছি ।
রাসেল হাসান
নজরুল সঙ্গিত তেমন একটা শুনিনাই। তবে লাইন গুলো বেশ ভালই!