এক ভাইয়া আমার লীলাবতী নাম নিয়ে একটি কবিতা লিখেছেন । আমার নাম নিয়ে এই প্রথম কেউ কবিতা লিখলো। আমি যেন খুসিতে উড়ছি এখন আকাশে ।
কবিতাটি শেয়ার করছি সবার সাথে।
লীলাবতী পূষ্পকুঞ্জে,
প্রস্ফুটিত পূষ্প থরে থরে ;
কত পূষ্প অকালেতে,
ঝরে যায় বিশ্ব চরাচরে !!
এসো বন্ধু এসো সবে
শুদ্ধ রাখি ফেসবুক খানি ;
জ্ঞানের প্রবাহ দিয়ে
ধুয়ে দেই সব জ্বরা গ্লানী !!
আমি অনেক অনেক খুশি ভাইয়া । তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
বাহ !
সুন্দর কবিতা উপহার পেলেন ।
আপনার ভাইয়া বেশ ভালো কবিতা লিখতে পারেন দেখছি।
শেয়ার করার জন্য ধন্যবাদ ।
লীলাবতী
ভাইয়াটা খুব ভালো , জিসান ভাই।
ছাইরাছ হেলাল
আপনার খুশি দেখে ভাল লাগল ।
আপনার ভাইয়াকে ও ধন্যবাদ এমন সুন্দর লেখার জন্য ।
লীলাবতী
খুব খুশি আমি। ভাইয়াকে জানাবো আপনার কথা।
বনলতা সেন
কবিতাটি বেশ সুন্দর লিখেছেন । হিংসিত আমি । আমাকে নিয়ে কেউ লিখেনা 🙁
লীলাবতী
হিংসিত কনো আপু ? অপেক্ষা করুন , লিখতেও তো পারে কেউ 😛
"বাইরনিক শুভ্র"
দিদা আপনি ভাগ্যবতি । এরকম একটা ভাইয়া পাওয়া ভাগ্যের ব্যাপার ।
লীলাবতী
আর নাতি বুঝি ভাগ্যবান নয় ?
আদিব আদ্নান
আপনাকে নিয়ে লেখা কবিতাটি পড়ে ভাল লাগল ।
লীলাবতী
সুন্দর না কবিতাটি ?
আদিব আদ্নান
কঠিন প্রশ্নের সহজ উত্তর আরও কঠিন ।
হ্যা ,সুন্দর অবশ্যই ।
শিশির কনা
তুমিইইইইইইইই তুমি বড় ভাগ্যবতি 🙂 খুব সুন্দর লিখেছেন ভাইয়া ।
লীলাবতী
:p :p
হতভাগ্য কবি
আহা বেশ 😀
লীলাবতী
😀 :p
বোকা মানুষ
কবিতা চেয়েছিলেন আপনাকে নিয়ে। এই নিন:
কি লীলা জানো গো তুমি,
ফোটাও ফুল কথায়, লেখায়।
চোখে নিয়ে তাবৎ সুন্দর,
ব্লগে আঁকো স্বর্ণ রেখায়।