ধুলায় মলীন কত স্মৃতি জড়িয়ে আছে ।কত ভাল কাটছে সোনালী দিন গুলো কত আড্ডা কত হৈ চৈ কত খুঁনসুটি । জীবন আসলেই রঙীন হয়ে শুরু হয় এরপর ধীরে ধীরে মলিন হতে হতে জীর্ণশীর্ণ
হতে থাকে ।
সময়ের পেছনে দৌড়াতে দৌড়াতে দেখি বিষণ্ণতায় চলে যাচ্ছে সময়।দুঃখের রোদে কিংবা সুখের আমেজে সিগারেটের শেষ টান দিতে দিতেই উড়ে যাচ্ছে সময় ।
এখন থাকতে চাই হাসিমেতে, কিন্তু
পারি না বারবারই অবিশ্বাসের
জালে বন্দী করে ফেলে আমায় । একদিন থাকবো না আর , মিশে যাবো দূর-দূরাপনে থাকবে না আর কোনো অস্থিত্ব আমার।
শুঁকতারা ছুঁতে চাই না ,
শুধু চাই তোদের সাথে জড়িয়ে কিছুকাল বাঁচতে ।আরো কিছুদিন
হেসে খেলে কাটিয়ে দিতে চাই।
একদিন নামবে অন্ধকার ,
অনন্ত কালের জন্য ঘুমিয়ে পড়বো
ততদিন ভালবেসে জড়িয়ে রাখিস স্নেহ মমতায় ছোট ভাইটা কে ।
অনেক ভালবাসি তোকে ।এই
ভালবাসা আজীবন থাকবে ।
কখনো নড়বড় হবে না ।
ভুল করে ও যাসনে আমায়
রেখে ,ডাকবে না কেউ ,আমার মত এত্ত আদর মেখে ।।
শুভ জন্মদিন আপুমনি ।আগামীর দিনগুলো ভাল ভাবে কাটোক তোর ।অনেক অনেক শুভ
কামনা রইল । তোর জন্য , দুষ্টপাখির জন্য আর
ভাইয়ার জন্য অনেক ভালবাসা রইল ।
এই বজ্জাত মাইয়া ডার লাইগা সবাই দোয়া করবেন ।বজ্জাত মাইয়া ডার লগে ফেবুর মাধ্যমেই পরিচয়।আপন বোন নেই কিন্তু এই বজ্জাত টা আপন বোনের চেয়ে ও বেশি এখন ।আমার প্রো পিকে যে ছবিটা আছে ওর আম্মু এই বজ্জাত টা ।বজ্জাত টা খালি ফোন করে এত্ত এত্ত গুলা বকা দেয় আর শুধু শুধু রাগ করে আমার উপর ।
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
শুভ হোক জন্মদিন
শুভ কামনা সব সময়ের জন্য -{@
ছারপোকা
আংকেল অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন আর কৃতজ্ঞতা জানবেন ।
আবু জাকারিয়া
জন্মদিনের শুভেচ্ছা।
ছারপোকা
অনেক ধন্যবাদ ভাই ।
ভাল থাকবেন আর কৃতজ্ঞতা জানবেন ।
ব্লগার সজীব
শুভ জন্মদিন আপুমনি।
ছারপোকা
ধন্যবাদ জানবেন আর ভাল থাকবেন ভাই ।
স্বপ্ন
আপুমনি কেক খাওয়াবেন না? শুভ জন্মদিন। -{@
ছারপোকা
ভাইয়া আমার সাথেই এখন পর্যন্ত দেখা হয়নি ।কেক আর কি খামো ।
তবে আমার তরফ থেকে পেতে পারেন ভাই যদি কখনো দেখা হয় ।
অনেক ধন্যবাদ আর ভাল থাকবেন অনেক ।
শুন্য শুন্যালয়
জন্মদিনের সুন্দর একটি উপহার লেখাটি। আপুমনিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এমনি হাসি আনন্দে মেতে থাকুন, মাতিয়ে রাখুন -{@
ছারপোকা
শুন্য আপুনি অনেক ধন্যবাদ তোমাকে ।আর দোয়া করবেন আপুনি যাতে হাসি আনন্দে মেতে থাকতে পারি সবার সাথেই ।
আপুনি ভাল থাকবেন সবসময় আর কৃতজ্ঞতা জানবেন ।
প্রহেলিকা
জন্মদিনের শুভেচ্ছা পৌছে দিয়েন। অনেক অনেক শুভেচ্ছা উনার জন্য। বেশ ভাল একটি উপহার দিয়েছেন।
ছারপোকা
ভাইয়া অবশ্যই পৌঁছে দিবো ।
দোয়া করবেন ভাইয়া ।
কৃতজ্ঞতা জানবেন আর ভাল থাকবেন
অনেক ।
লীলাবতী
আপুমনিকে জন্মদিনের শুভেচ্ছা।
ছারপোকা
অনেক ধন্যবাদ আপনাকে ।
কৃতজ্ঞতা জানবেন আর ভাল থাকবেন অনেক ।
নওশিন মিশু
অনেক অনেক শুভ কামনা আপুমনির জন্য …. -{@
ছারপোকা
অনেক ধন্যবাদ ।
দোয়া করবেন ।
ভাল থাকবেন আর কৃতজ্ঞতা জানবেন ।
ছারপোকা
ভাইয়া অবশ্যই পৌঁছে দিবো ।
দোয়া করবেন ভাইয়া ।
কৃতজ্ঞতা জানবেন আর ভাল থাকবেন অনেক ।