একটু ছোট করে লেখা দিলাম। আমার কেন জানি প্রতিদিন পোষ্ট না দিলে পেটের ভাত হজম হয়না।এদিকে কয়েকটি গল্প আর একটি উপন্যাসে হাত দিয়েছি। ব্লগে কমেন্টের উত্তর ও দিতে হয়। জানি প্রতিমন্তব্যগুলো খুব একটা আন্তরিক হয়না। কেমন যেন কাটা কাটা।
দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভকামনা।
আরে নাহ, কাটা কাটা হবে কেন! তবে একটু বাড়িয়ে লিখলে পড়তে ভালো লাগে :)। আমরা চাই আপনি পেট ভরে ভাত খান আর মন উজাড় করে লিখুন। প্রতিদিন লিখুন, ভাত গুলো অবশ্যই হজম করা চাই 🙂
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অনুপম, অতুলনীয় লেখা।
ইসিয়াক
অনেক ধন্যবাদ রইলো ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন। তবে সবসময় মনের জোর একই মাত্রায় রাখা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো
ইসিয়াক
শুভকামনা রইলো দিদি ভাই
ছাইরাছ হেলাল
গুনে গুনে হিসেব-নিকেষ করে করে ভালবাসতে বলছেন!
ইসিয়াক
এতে লাভ ছাড়া ক্ষতি নেই ভাইয়া ।
শুভকামনা জানবেন
সাবিনা ইয়াসমিন
এত ছোট লেখা!!
হাহাহা, পড়ে বুঝে নেয়ার আগেই শেষ হয়ে গেলো ইসিয়াক ভাই!!
ইসিয়াক
একটু ছোট করে লেখা দিলাম। আমার কেন জানি প্রতিদিন পোষ্ট না দিলে পেটের ভাত হজম হয়না।এদিকে কয়েকটি গল্প আর একটি উপন্যাসে হাত দিয়েছি। ব্লগে কমেন্টের উত্তর ও দিতে হয়। জানি প্রতিমন্তব্যগুলো খুব একটা আন্তরিক হয়না। কেমন যেন কাটা কাটা।
দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
আরে নাহ, কাটা কাটা হবে কেন! তবে একটু বাড়িয়ে লিখলে পড়তে ভালো লাগে :)। আমরা চাই আপনি পেট ভরে ভাত খান আর মন উজাড় করে লিখুন। প্রতিদিন লিখুন, ভাত গুলো অবশ্যই হজম করা চাই 🙂
শুভ কামনা রইলো 🌹🌹
রেহানা বীথি
মনের জোর তখনই থাকবে, যখন ভালোবাসায় ভরসা থাকবে।
ভালো থাকুন ভাই।
ইসিয়াক
শুভসন্ধ্যা আপু।
ভালো থাকুন সবসময়।
নীরা সাদীয়া
ভালোবাসা আসলে এক মরিচীকা। এটা যে যত দ্রুত বুঝতে পারবে ততই ভালো।
ইসিয়াক
শুভকামনা রইলো আপু্
সুপায়ন বড়ুয়া
“ভালোবাসায় পুরাদস্তুর সৎ থাকা চাই,
লক্ষ ও ঠিক রাখা চাই।
তবেই ভালোবাসা জিতে নেওয়া যায়।“
একদিন ঠিক কথা।
সকল কাজে সৎ থাকা চাই।
শুধু ভালবাসা নিয়ে গবেষনা করলে হবে না।
ইসিয়াক
ঠিক আছে ,দাদা ভালো থাকুন সবসময়।
শুভসন্ধ্যা
আলমগীর সরকার লিটন
অসাধারণ এক ভাবনার প্রকাশ করেছেন কবি দা
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো লিটন ভাই