আজ পরীর জন্মদিন

রোকসানা খন্দকার রুকু ১২ জুলাই ২০২১, সোমবার, ১২:৩৮:১৭অপরাহ্ন শুভেচ্ছা ৪৫ মন্তব্য

” আচ্ছা কতোবার ‘সরি’ বললে ‘সরি‘ হয়?
হয়না, কখনোই হয় না,
শুধু মুখে বলা হয়
কিন্তু মনের কষ্ট সেতো সহজে দূর হবার নয়!
তবুও সরি,
কাল বেহায়া ঘুম পাখা বিছিয়েছিলো একান্ত প্রহরায়,,
কিংবা ঠকিয়ে দেয়াই তার কালকের কাজ ছিলো
তাই এমন হয়েছে,
তবুও ‘নিদারুণ‘ পারলে ক্ষমা করো,
পরের দিনগুলোতে আর ঘুমোবো না, সরি!”

১২ জুলাই, কি করে ঘুমালাম ভাবতেই পাচ্ছি না। হাজার বার সরিতেও যার ক্ষমা নেই! “Sacrifice everything for a friend but never sacrifice a friend for anything”- এটা কেমনে ভুলে গেলাম।😭😭😭

রাত বারোটা পর্যন্ত আমি জেগেই ছিলাম। এমনিই বললাম ঘুমিয়েছি। অনেকবার ফোন, ল্যাপটপ  হাতে নিয়েছি। আবার রেখে দিয়েছি। পাছে যদি বেশি বাড়াবাডি হয়। কিংবা আমার মতো একজন ক্ষুদ্র মানুষ তাকে নিয়ে লেখার ধৃষ্টতা রাখে কিনা তাও জানা নেই। কতো বাঘা বাঘা মানুষরা আছেন কলম হাতে উইশ করবার জন্য। সেখানে আমার ঠিক হবে কিনা এটা ভাবতে ভাবতেই বারোটা, তেরটা, চৌদ্দটা,,,

আচ্ছা, পরীদের জন্মদিনে কি কেক কাটে, উইশ করতে হয়?  শুনেছি তাদের বয়স নাকি কোনকালেই বাড়ে না। সে ক্ষেত্রে ক্ষমা তো পেতেই পারি!😜😜

সাহসী মানুষরা সাহস দেখাবেই। অবশেষে যা থাকে কপালে বলে লিখতেই বসলাম। আজ সোনেলার অক্সিজেন, একজন পরীর জন্মদিন। তিনি সোনেলা ব্লগের একজন এডমিন। আর আমার অতি প্রিয়, পছন্দের, ভালোবাসার মানুষ সাবিনা ইয়াসমিন

রেগে গেলে যিনি ক্ষুরধার, লেখায় রোমান্টিক আর মন্তব্যে মিষ্টি। যার মন ‘ সিঁদুর গোলাপের’ মতো কোমল। একটুতেই কষ্ট পান আবার খুশিও হন তারাতারী।

কবিতা, গল্প তো আছেই মন্তব্যে যিনি সবাইকে ছাড়িয়ে। তিনি শেখান কিভাবে একজনকে উৎসাহ দিয়ে লেখক বানাতে হয়, ফেরাতে হয়। তার কাছে সোনেলা কৃতজ্ঞ সবসময়!!

আমরা সোনেলা পরিবার থেকে তাকে জানাই প্রানঢালা অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। সবসময় ভালোথাকুন, সুস্থ থাকুন, আমাদের সমৃদ্ধ করুন এই কামনা।।

১১৮৯জন ৯১৩জন

৪৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ