কে কে আজ আমার সাথে আকাশ দেখতে রাজি???
চোখ দুটো খোলা থাক অবারিত… মন থাক দরজা বিহীন …
এলোমেলো আনাগোনা থাক পাখির ডানার …
ফুলের গন্ধ থাক অসমাপ্ত যেনো থাকে আরেকটু পাবার ইচ্ছে…
আমার আহ্বানে সাড়া দিলো ফুল…সাড়া দিলো পাখি… গাছের পাতা…
তবু আজ তোমাদের সবার ছুটি … আজ শুধুই আকাশ দেখি …
১৭টি মন্তব্য
জিসান শা ইকরাম
আকাশের ছবি দেখে প্রান জুরিয়ে গেলো —
পাখির ডানায় মাঝে থেকে ইচ্ছে করে ছুয়ে দেই আকাশটা ।
সুচনার লেখাগুলো অনেক সুন্দর
সুন্দর ক্যাপশন গুলো ।
শুন্য শুন্যালয়
আকাশ ছোয়ার নেইকো মানা…:)
ছাইরাছ হেলাল
আপনি দেখছি কবিতা লিখে ফেলেছেন ।
সাথে অনেক সুন্দর ছবিও ।
ভাল এবং ভাল ।
শুন্য শুন্যালয়
তাই নাকি !!!! সত্যিই তো..:) ধন্যবাদ এবং ধন্যবাদ ছাইরাছ ভাইয়া …
লীলাবতী
আমি দেখবো আমি । এত সুন্দর আকাশ না দেখা একটি অপরাধ । -{@
শুন্য শুন্যালয়
আসুন লীলাবতী দি…একসাথে আজ আকাশ দেখি…
বনলতা সেন
আগে শুধু ছবি দেখতাম ।
এখন দেখছি সুন্দর করে কথাও জুড়ে দিচ্ছেন ।
চলতে থাকুক ।
শুন্য শুন্যালয়
ইচ্ছে করে সবার মতো সুন্দর করে লিখি 🙁 কিন্তু পারিনা 🙂 ……চলতে থাকবে বনলতা দি…
খসড়া
চমৎকার।
শুন্য শুন্যালয়
অনেক ধন্যবাদ খসড়া ভাইয়া… 🙂
আফ্রি আয়েশা
আহা আকাশ !!! আপনাকে ধন্যবাদ ভিন্ন রুপের আকাশ দেখালেন 🙂
শুন্য শুন্যালয়
ধন্যবাদ আফ্রি… হুট করে একটু পুরনো লেখা দেখতে এলাম… :p
নীলাঞ্জনা নীলা
আকাশ দেখি। মন ছুঁয়েছে। -{@
খুউব প্রিয় একটি গান আমার।
https://youtu.be/hb9Lm9Hn7R4
শুন্য শুন্যালয়
হুম, খুব দারুন একটা গান। খুব গান শোন বুঝি? -{@
নীলাঞ্জনা নীলা
অনেক গান শুনি। সবসময় গানের মধ্যেই থাকি আপু। গান না থাকলে আমি জানি না কিভাবে নিঃশ্বাস নিতাম! -{@ (3
অরুনি মায়া
আকাশ যখন এত সুন্দর ,তখন তাকে ভালবেসে যে দেখার আহবান জানিয়েছে সে না জানি কত সুন্দর!
আমি দেখব শুন্যাপু |
শুন্য শুন্যালয়
হ্যামিলনের বাঁশিওয়ালাড় আহ্বানে সাড়া দিয়ে কত প্রান চলে গিয়েছিল, সব আহ্বান কারী সুন্দর না 🙂
তোমাকে স্বাগতম রাজকন্যা। -{@