
সুদর্শন স্বপ্নের রকমারি আঁটসাঁট
স্বপ্ন ভাঙ্গে স্বপ্ন গড়ে,
দেয়ালে ঝুলে থাকে একটি সরব গ্রাফিতি,
‘কষ্টে আছি—আইজুদ্দিন’
মার্জিত কৌতূহল, অকপট সারল্য,
অক্ষমতার চক্রে;
উৎকণ্ঠা উদ্বিগ্নতায় মিল-মিশ-করে
অ-নিরুপদ্রুপ দুষ্কর ঘুম দাড়িয়ে থাকে
অদৃশ্য প্ল্যাকার্ডের মত।
পৃথিবী বদলে দেয়ার স্বপ্ন দেখে দেখে
নিজেই এক তর-না-সওয়া প্রচণ্ড বদল।
প্রচণ্ড প্রতাপে কী-বোর্ড দাবালে স্বপ্নেরা
সত্যি হয়ে হাসে-না/আসে-না, দোলনা দোলার মত।
এক এক্কে এক, এক দু’গুণে দুই, এক তিন গুণে চার!!
ছবি নেটের।
১৮টি মন্তব্য
পপি তালুকদার
পৃথিবী বদলে দেবার স্বপ্ন দেখে…… স্বপ্নের ইচ্ছে টা বাস্তব তবে স্বপ্ন টা অলীক।।
কঠিন কথা অকপটে সারল্যতায় প্রকাশ পেলো।ইচ্ছে কে বাঁচিয়ে রাখলে স্বপ্ন পুরন হবে হয়তো..
শুভ রাত্রি।
ছাইরাছ হেলাল
স্বপ্ন আমাদের নিত্য সঙ্গী, স্বপ্ন দেখেই বাঁচি, স্বপ্ন দেখেই হাসি, কাঁদি স্বপ্ন ভেঙ্গে।
পড়ার জন্য ধন্যবাদ।
বোরহানুল ইসলাম লিটন
নিঃসন্দেহে অনবদ্য উপলব্ধির উপস্থাপন।
শুরু ও শেষ অতুলণীয়।
’কষ্টে আছি-আইজুদ্দিন’ একদম অসামান্য।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা নিরন্তর।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ছেন দেখে আনন্দিত হচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
আপনার স্বপ্নগুলো সুদর্শন আহা মহারাজ হলে এমন করেই স্বপ্নকেও সুদর্শন বানিয়ে দেয়। স্বপ্নগুলো পূরণ হোক। ‘গ্রাফিতি’ হবে মনে হয়। ‘ভালো আছি আইজুদ্দিন’ এ যেন সর্বসাধারণের মনের আর্তনাদ ভেসে উঠে আসে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
ছাইরাছ হেলাল
হ্যা, ভুল ছিল, ঠিক করে নিয়েছি। আপনি ইদানিং দায়িত্ব পালনে অবহেলা দেখাচ্ছেন!
অনেকদিন পর এদিকে নজর রাখলেন!
স্বপ্ন ই একমাত্র বিষয়, বিনা চিন্তায় শুধুই দেখে যাওয়া যায়, আউল-ফাউল হলেও তথাস্তু বলে পাশ ফিরে ঘুমের ভান নেয়া যায়।
আপনিও ভাল থাকবেন, স্বপ্ন দেখে বা না-দেখেও।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
ভুল পেলে তো ভুল বলবো, আর আগের মত গত কয়েকদিন লেখাও তো দেননি। কর্তব্যে অবহেলা 😭😭!! এই অপবাদ মানিনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ রাত্রি
ছাইরাছ হেলাল
এরই মধ্যে নির্ভুল লেখক বানিয়ে দিলেন!!
অবস্থার গতিক তো ভাল ঠেকছে না!!
আপনি/ আপনারা তো লেখা-বিরতি নিয়েই যাচ্ছেন, একলা একলা কত দূর আর হাঁটা যায়!!
তৌহিদ
স্বপ্ন নিয়েই বেঁচে থাকা আমাদের। প্রতিদিন যদি স্বপ্নের পিছে না ছুটতাম তবে বেঁচে থাকাটা হয়তো নিরানন্দ হতো। স্বপ্নের সরলতা বা জটিলতা যাই বলুন স্বপ্ন বাস্তবতা বিবর্জিত হলেই সেখানে সঙ্কট দেখা দেয় বৈকি!
শুভকামনা ভাই।
ছাইরাছ হেলাল
নিয়ত স্বপ্ন আমাদের তাড়িত করে, সে জন্যই আমরা ছুটে চলি,
চেনা অ-চেনা পথের বাঁকে বাঁকে, তবুও এই চলার নাম-ই জীবন।
পড়ার জন্য ধন্যবাদ।
বন্যা লিপি
কতবার পড়লাম গতকাল থেকে! আমার খালি পড়তেই ভাল্লাগলো! আমি নাহয় গেলাম শব্দের নিকুঞ্জে। বাহারি শব্দে ধুয়ে গেলাম শুধু চোখের সীমানা।
ছাইরাছ হেলাল
ইস্ ইস্সিরে, আমি যদি এমুন করিয়া পড়িতে পারিতাম, কতই-না আনন্দ-অনুকুল হইতো!!
চৌক্ষের যত্ন নিন, নিয়মিত।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
বাহারী স্বপ্নের মেলা সেতো ভাঙ্গে গড়ে কৌতুহল, সারল্য অক্ষমতায়! তবুও বারবার স্বপ্ন দেখি দেখতে মন চায়।
ছাইরাছ হেলাল
বাহারী স্বপ্ন-মেলায় যেতে কার না ইচ্ছে হয়!!
ভালা থাকবেন আপনি।
আরজু মুক্তা
আমরা কষ্টের কথা, যে কষ্টে থাকে তাকে বলি। হয়তো কষ্ট দিয়ে কষ্ট লাঘব হবে, ভাবি। তবুও স্বপ্ন দেখি। আশা নিরাশার দোলাচলে। আমরা বাঁচি স্বপ্নে।
ছাইরাছ হেলাল
এত এত বড় মন্তব্য লিখলেন!!
বুঝছি, ভুতের স্বপ্ন দেখেছেন।
স্বপ্ন-সম্বল এ জীবন, হাসার ও কাঁদার।
আপনার স্বপ্নটি দেখার অপেক্ষায় রইলাম।
খাদিজাতুল কুবরা
স্বপ্ন আমাদের এগিয়ে নেয় নিয়ত। তা স্বপ্নটা সুঠাম সুদর্শনই দেখবো!
” কষ্টে আছি আইজুদ্দিন”
লাইনটি স্বপ্নের ঘোর ভেঙে মুহূর্তে পৃথিবীর ত্রাহি চিৎকার শোনালো।
মননে হোক বা কীবোর্ডে হোক ভালো স্বপ্নের ও মর্তবা আছে সৃষ্টিকর্তার কাছে।
শব্দগুলো আমাকে আচ্ছন্ন করে বরাবরই।
এককথায় বলবো খুব সুন্দর কবিতা।
ছাইরাছ হেলাল
সত্য স্বপ্ন প্রভুর কাছ থেকেই আসে। আমাদের শুধু সত্য-প্রাণে চেয়ে নিতে পারলেই হয়।
অনেক শুভ কামনা আপনার জন্য।