নিস্তব্ধতার তরঙ্গ ছুঁয়ে যায় মন
ব্যাকুল হয়ে ওঠেন আশ্রাফ কাবেরী
বরাবরের মতো
তিনি তাঁর ইজেল মেলে ধরেন বিমর্ষ ঘরে
শুভ্ররঙ মেখে দিতেই
ক্যানভাসে জেগে ওঠে শূন্যতা
অভ্রনীল আসমান
অস্ফুট আঁচড়ে আঁচড়ে মেঘরঙ দিগন্তসীমা
অথচ ফোটে না প্রাণ
জীবনের বর্ণ জানা নেই বলেই
আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন
১২টি মন্তব্য
খসড়া
জীবনের বর্ন জানতে চেয়েই একা রয়ে গেলেন লেখক।
সাদিক মোহাম্মদ
কি আর করা ? … ধন্যবাদ @ খসড়া
নুসরাত মৌরিন
“জীবনের বর্ণ জানা নেই বলেই
আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন”-
(y) -{@ দারুন উপলব্ধি!!
সাদিক মোহাম্মদ
শুকরিয়া @ নুসরাত মৌরিন
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
জীবনের বর্ণ জানা নেই বলেই
আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন
এক দিন জেনে যাবেন এবং শুরু হবে জীবনের নতুন অধ্যায়।
সাদিক মোহাম্মদ
থাঙ্কক্স @ মনির হোসেন মমি(মা মাটি দেশ)
মোঃ মজিবর রহমান
মনের মত মন পেলে হইত কবি বেধেফেলতেন ঘর।
সাদিক মোহাম্মদ
ঠিক বলেছেন @ মোঃ মজিবর রহমান
স্বপ্ন নীলা
নীচের দুটি লাইন মন ছুঁয়ে গেল
সাদিক মোহাম্মদ
কৃতজ্ঞতা @ স্বপ্ন নীলা
শুন্য শুন্যালয়
ইজেলের সব রঙ মিলিয়েই জীবন। প্রাণটুকু ইজেলে দিয়ে দিতে হবে কিংবা ইজেল নিয়ে নিতে হবে প্রানে।
চমৎকার।
সাদিক মোহাম্মদ
আপনার / আপনাদের এই অনুপ্রেরণা আছে বলেই কবিতা আমাকে জীবনের রঙ দেখাবার আশায় জিইয়ে রাখে… @ শুন্য শুন্যালয়