আঁচড়ে মেঘরঙ

সাদিক মোহাম্মদ ৬ সেপ্টেম্বর ২০১৪, শনিবার, ০৯:৫৭:৫৫অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

নিস্তব্ধতার তরঙ্গ ছুঁয়ে যায় মন
ব্যাকুল হয়ে ওঠেন আশ্রাফ কাবেরী

বরাবরের মতো
তিনি তাঁর ইজেল মেলে ধরেন বিমর্ষ ঘরে
শুভ্ররঙ মেখে দিতেই
ক্যানভাসে জেগে ওঠে শূন্যতা
অভ্রনীল আসমান
অস্ফুট আঁচড়ে আঁচড়ে মেঘরঙ দিগন্তসীমা
অথচ ফোটে না প্রাণ

জীবনের বর্ণ জানা নেই বলেই
আজও শূন্য ঘরে দানা বাঁধেনি জীবন

৭৫৪জন ৭৫৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ