অরক্ষিত ঘুমের গল্প

সাদিক মোহাম্মদ ৫ মে ২০১৪, সোমবার, ১০:২৮:০৯অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

দুর্যোগেও নাক ডেকে ঘুমুচ্ছে নগরবাসী
অরক্ষিত ইটের গাঁথুনি খসে
ভেঙে পড়ছে লোকজ মন্দির
বারোয়ারি ঘাট- পূর্বজভিটা…

কতোক শান্তিকামী মানুষ-
‘একদিন সব ঠিক হয়ে যাবে’
এই আশাবাদ রপ্ত করে করে
ভুলে গেছে রক্ত ভেজা মিছিলের দিন
আগুন ধরা স্লোগান
নিরবে ফুরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ
বিপন্ন আলোর সন্ধ্যারেখা

কেউ ভাবছে না-
খ্যাপা ষাঁড়- লোলুপ হায়েনা
শেকল ছেড়া পাগলা কুকুরের
অবাধ তাণ্ডব আর হুংকারে
মশারির বর্ম পরা রাত
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের

৫১৬জন ৫১৬জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ