দুর্যোগেও নাক ডেকে ঘুমুচ্ছে নগরবাসী
অরক্ষিত ইটের গাঁথুনি খসে
ভেঙে পড়ছে লোকজ মন্দির
বারোয়ারি ঘাট- পূর্বজভিটা…
কতোক শান্তিকামী মানুষ-
‘একদিন সব ঠিক হয়ে যাবে’
এই আশাবাদ রপ্ত করে করে
ভুলে গেছে রক্ত ভেজা মিছিলের দিন
আগুন ধরা স্লোগান
নিরবে ফুরিয়ে দিচ্ছে ভবিষ্যৎ
বিপন্ন আলোর সন্ধ্যারেখা
কেউ ভাবছে না-
খ্যাপা ষাঁড়- লোলুপ হায়েনা
শেকল ছেড়া পাগলা কুকুরের
অবাধ তাণ্ডব আর হুংকারে
মশারির বর্ম পরা রাত
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের
৯টি মন্তব্য
মশাই
আপনার কবিতা নিয়ে আজকে কিছু বলছি না ভাইয়া শুধু একটা প্রশ্ন করি আপনাকে। আচ্ছা বলেনতো নাম আগে না কাম আগে ???
খসড়া
ভাল লিখেছেন এ যুগের বাইরন।
লীলাবতী
নিরাপদ, নিরাপত্তা শুধু লেখায় পাওয়া যায়।
শুন্য শুন্যালয়
মশারির বর্ম পরা রাত
কতোটা নিরাপত্তা দিতে পারে ঘুমের…খুব ভালো লাগলো লাইনদুটো
কিছু বলার নেই, দেখি না কি হয়… এটাই ভাবনা।।
সাদিক মোহাম্মদ
ব্যপারটি আপেক্ষিক! দুটোই অংগাঙ্গিন ভাবে জড়িত। নামে- কাম হয়; আবার কামেও নাম হয়…
মশাই
ধন্যবাদ জবাবের উত্তর দেওয়ার জন্য। এখন ভাইয়া আপনি কোনটা চান কাম করে নাম বাড়াতে নাকি নাম দিয়ে কাম করতে?
ছাইরাছ হেলাল
আপনি দেখছি ভাগ্যবানদের একজন যে মন্তব্যের উত্তর পেয়েছে ।
মশাই
সেজন্যই তো আজকে আমি এতো খুশি ভাইয়া যদিও এটাই শেষ, ভবিষ্যতের আশা বাদ দিয়ে।
সাদিক মোহাম্মদ
ধন্যবাদ মশাই। আপনার ব্যাকুলতার কারণ জানা থাকলে উত্তর দেয়া সহজ হতো।
যা হোক- যেহেতু আমার নাম শক্তি বহন করে না, কাজেই কাম ছাড়া গতান্তর নেই…