বাংলা ব্লগিং জগতে সোনেলা ব্লগ নবীন এবং প্রবীণ লেখকদের সমন্বয়ে একটি অনন্য অসাধারণ ব্লগ। সোনেলা ব্লগ কর্তৃপক্ষ সবসময় আমাদের লেখকদের তাদের নিজেদের বই প্রকাশে উৎসাহ প্রদান করে থাকে। যেহেতু সোনেলার লেখকগন তার পাঠকদের হৃদয়ে ধারণ করে সেজন্যই ব্লগের লেখকদের প্রকাশিত বই নিয়ে আমরা সবসময়ই গর্বিতবোধ করি।
একজন লেখকের কাছে তার নিজের লেখা বই সন্তান সমতুল্য। পাঠকদের কাছে নিজেকে একজন লেখক হিসেবে গ্রহণযোগ্য করে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে বই। যখন কোন লেখকের বই প্রকাশিত হয় সেটি নিয়ে তার উৎসাহ উদ্দীপনার শেষ থাকেনা। আর বইমেলায় এত এত লেখকের বই প্রকাশিত হয় যে পাঠকগনও দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ঠিক কোন লেখকের বই তারা কিনবেন।
পাঠক, আপনাদের এই দ্বিধা দূর করতেই অমর একুশে বইমেলা ২০২০ এ আমাদের সোনেলা ব্লগের লেখকদের প্রকাশিত কিছু বই নিয়ে আজকের এই লেখাটি আপনাদের ভালো বই কিনতে সাহায্য করবে নিশ্চিত।
বইমেলা ২০১৯ এ সোনেলার জনপ্রিয় ব্লগার রিমি রুম্মান তার নিজের লেখা “অনুভূতির আকাশে তারার মেলা” বইটি সোনেলাকেই উৎসর্গ করেছিলেন। এবার বইমেলা ২০২০ এ যিনি তার বই লেখার অন্যতম উৎসাহদাতা হিসেবে নিজের বইয়ে সোনেলার সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন তিনি “শেষ বিকেলের রোদ্দুর” বইয়ের লেখক ব্লগার সুরাইয়া পারভীন।
লেখিকা সুরাইয়া পারভীনের জন্ম এবং বেড়ে উঠা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায়। শৈশব থেকেই গল্পের বইয়ের প্রতি প্রচন্ড ঝোঁক ছিল তার। বই পড়ার নেশা থেকেই বই লেখার অনুপ্রেরণা পান সুরাইয়া পারভীন। শেষ বিকেলের রোদ্দুর লেখিকার প্রথম উপন্যাস।
“শেষ বিকেলের রোদ্দুর” একটি নিখাদ প্রেমের উপন্যাস। মেসেঞ্জারে কথা বলতে বলতে দুজন দুজনের প্রতি যথেষ্ট দুর্বল হয়ে যায়। কিন্তু কেউ কাউকে প্রপোজ করে না। কে আগে বলবে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগতে ভুগতে একদিন মোহনা সিদ্ধান্ত নেয় আজই সে অর্ণবকে বলবে তার আজন্ম লালিত স্বপ্নের কথা, অর্ণবই হবে তার জীবনের প্রথম প্রেম, প্রথম স্বপ্ন পুরুষ। কিন্তু সেদিনই মোহনা জানতে পারে অর্ণব প্রচন্ড অসুস্থ। তার একটা কিডনী প্রায় অকেজো হয়ে গেছে। এ কথা শোনার পর মোহনা ভেবে পাচ্ছে না সে কি করবে? সে কি অর্ণব কে বলবে- অর্ণব আমি তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি।
প্রকাশনীঃ প্রিয় বাংলা প্রকাশন
প্রচ্ছদঃ শ. ই. মামুন
মূল্যঃ ২৪০ টাকা, ২৫% ডিসকাউন্টে ১৮০ টাকায় পাবেন।
স্টল নং- ২২৩-২২৪
=====================
রেহানা বীথি সোনেলা ব্লগের একজন পাঠকপ্রিয় লেখিকা। রেহানা বীথির লেখা নিয়ে কিছু বললেও তা অসম্পূর্ণ রয়ে যাবে। তার মেধা, মননশীলতা, লেখনশৈলী এককথায় অসাধারণ।
তাঁর জন্ম ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙ্গা গ্রামে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সালে এলএলবি (অনার্স) ও এলএলএম পাশ করে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু। ২০০৯ সালে এসিস্ট্যান্ট পাবলিক প্রোসিকিউটর হিসেবে মনোনিত এবং বর্তমানে সে পদেই বহাল আছেন। লেখালেখি তার আনন্দ। ২০১৬ সাল থেকে নিয়মিত লেখার সাথে যুক্ত। স্থানীয় দৈনিক গৌড় বাংলা, কোলকাতার ‘উত্তরের সারাদিন’ , অনলাইনের বার্তা২৪, সিলেটটুডে২৪ ও জাগরণ ছাড়াও রাজশাহীর স্থানীয় বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে।
“আলো আসে ওখানেও” বইটি মোট ১৪ টি ছোটগল্পে সাজানো হয়েছে । এই বইটিতে অজ পাড়া গাঁয়ের ছোট্ট মেয়ে ফুলির ধীরে ধীরে ববিতা হয়ে ওঠার করুণ কাহিনী যেমন আছে তেমনি আছে জয়া নামের একাকী একটি মেয়ের গল্প। আছে স্বপ্নহীন যুবক বাদলের গল্প যে কিনা নানান ঘাতপ্রতিঘাতে হয়ে ওঠে একজন স্বপ্নচাষী। বইটিতে আরো আছে মুক্তিযুদ্ধের সময় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া এক হিন্দু পরিবারের সম্পত্তি গ্রাস করে সবুর থেকে সবুর মিয়া হয়ে ওঠা এবং বিবেকের দংশনের গল্প। আছে নগরীতে আসা দেবদূতের চোখে ধরাপড়া ওই নগরীর কোমলমতি শিশুদের কষ্টগুলো। এমনই সব অসাধারণ গল্প নিয়ে তিনি লিখেছেন আলো আসে ওখানেও বইটি।
প্রকাশনীঃ অনুপ্রাণন প্রকাশনী
প্রচ্ছদঃ আইয়ুব আল-আমিন
মূল্যঃ ২২০ টাকা। বিশেষ ছাড়-২৫%
স্টল নং- ২৩১-২৩২
===================
লেখক প্রদীপ চক্রবর্তী (দীপক) জন্ম ১৯৯৮ সালের ১লা ডিসেম্বর। প্রকৃতিতে সুশোভিত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলসা গ্রামে তার জন্ম। পিতা- দয়ানন্দ চক্রবর্তী, মা- শিউলি চক্রবর্তী। ২০১৫ সালে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের পয়লোয়ান বাড়ি উচ্চবিদ্যালয় থেকে এস.এস.সি এবং ২০১৭ সালে বড়লেখা সরকারি কলেজ থেকে এইচ এস সি পাস করেন । বর্তমানে তিনি বড়লেখা সরকারি কলেজের থেকে স্নাতক বিভাগে অধ্যয়নরত। ছোটবেলা থেকে প্রকৃতি, আর ভ্রমণ সবসময় তার ভাবনাপঠে থাকতো। প্রকৃতি আর ভ্রমণবিলাস অনুধাবন করে সোনেলায় লিখেছেন কবিতা, অণুকবিতা, গল্প, রম্যগল্প, আড্ডা, চিঠি এছাড়া উপন্যাস। তার লেখা কবিতা এবং গল্প বেশ কিছু ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তাছাড়া কলকাতার ইচ্ছেডানা স্টুডিও থেকেও তার লেখা কয়েকটি কবিতার আবৃতিও প্রকাশিত হয়েছে।
“পর্বতকন্যের ইতিকথা” লেখকের লেখা অতুলনীয় এক প্রেমের উপন্যাস। উপন্যাসে নায়কের নাম দীপ আর নায়িকার নাম পার্বতী। দু’জনের দেখা হয় কলকাতায় এক সম্ভ্রান্ত জমিদার বাড়িতে। একে অপরকে বেশ ভালোবাসে। প্রথমে পার্বতী দীপকে ভালো না বাসলেও পরবর্তী সময় যত দিন অতিক্রম করে তাতে পার্বতীর ভালোবাসা বেড়ে ওঠে দীপের প্রতি। দু’জনে কত অহর্নিশ রাত্রি কাটিয়েছে জমিদার বাড়িতে, মোহনীয় হয়েছিলো তারা শিউলি ফুলেরগন্ধে। হঠাৎ প্রেমের মাঝে নেমে আসে বিরহবেদনার কালো ছায়া। পার্বতীর জন্য একে একে বিবাহের আলাপ আসতে থাকে। কিন্তু পার্বতী দীপকে ভালোবেসেছে মনে প্রাণে তাই সে অন্যকাউকে আর জীবনসঙ্গী করতে চায় না।
একটা সময় দু’জনেই নিয়তির দিকে চেয়ে থাকে।
কি হয় শেষ পর্যন্ত! তা জানতে হলে পর্বতকন্যের ইতিকথা বইটি আপনাকে পড়তেই হবে। বইটি পড়লে আপনি শরৎচন্দ্র ও তার সমসাময়িক লেখকদের ছোঁয়া পাবেন নিশ্চিত। যা লেখক এবং তার লেখাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
প্রকাশনীঃ মাছরাঙা প্রকাশন
প্রচ্ছদঃ জায়েদ রবিন
মুল্যঃ ১৮০ টাকা। বিশেষ ছাড়ে পাবেন মাত্র ১৫০ টাকায়।
বইটি মাছরাঙা প্রকাশন থেকে প্রকাশিত হলেও একুশে বইমেলায় প্রান্ত প্রকাশনীর স্টল নং- ৬০৮-৬০৯ এ পাওয়া যাবে এবং সিলেট বইমেলায় জসিম বুক হাউস স্টলে পাওয়া যাবে
ব্লগার প্রদীপ এর এই উপন্যাসের প্রথম সংস্করন শেষ হয়েছে,দ্বিতীয় মুদ্রন চলছে।
===================
লেখক মোঃ আশরাফুল আলমের ডাকনাম রুমন। লেখালেখিতে ‘রুমন আশরাফ’ নামেই বর্তমানে পরিচিত। জন্ম নারায়ণগঞ্জ জেলায় নানার বাড়িতে। মা-বাবার বড় সন্তান তিনি। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব এবং কৈশোর। অবশেষে নারায়ণগঞ্জেই স্থায়ী নিবাস গড়েছেন তিনি। বর্তমানে একটি মালটিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। পড়াশুনা করেছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে। মা-বাবার উৎসাহে লেখালেখির হাতেখড়ি তার। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। লিখেছেন বিভিন্ন লিটল ম্যাগাজিন আর সাহিত্য পত্রিকায়। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। প্রথমবারের মতো ২০২০ সালের বই মেলায় তার লেখা গোলাপি জামা বইটি এককভাবে প্রকাশ হচ্ছে। এর আগে ১৯৯৯ সালের বই মেলায় ‘প্রিয়তমেষু’ নামক একটি সংকলিত কবিতার বইয়ে তার একটি কবিতা প্রকাশিত হয়। লেখালেখি চালিয়ে যাচ্ছেন সোনেলা ব্লগে এবং সোশ্যাল মিডিয়াতে।
“গোলাপি জামা” বইটি কিছু সত্য এবং কাল্পনিক ঘটনা নিয়ে রচিত হয়েছে। সুখদুঃখ আনন্দ-বেদনা নিয়েই আমাদের জীবন। জীবনে চলার পথে ঘটে বিভিন্ন ঘটনা। একেকটি ঘটনা একেকরকম আবেগ-অনুভূতির সৃষ্টি করে। একেক অনুভূতি একেক রকমভাবে অনুভূত হয় আমাদের মাঝে। এরকই কিছু ঘটনাকে কেন্দ্র করে মোট ২৩টি ছোট গল্প নিয়ে রচিত হয়েছে এই বইটি। আশাকরি পাঠকদের ভাল লাগবে।
প্রকাশনীঃ বাংলাদেশ রাইটার্স গিল্ড
প্রচ্ছদঃ হিমেল হক
মূল্যঃ ২০০ টাকা (রকমারি ডট কম এ পাওয়া যাবে ১৫০ টাকায়)
স্টল নং- ৪৮৪ এবং ৪৮৫
======================
একজন শিশুর প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠার মন্ত্র নিয়ে নির্মিত দশটি গল্পসম্মৃদ্ধ কিশোর গল্পগ্রন্থ “ভূতের স্কুল” এবারের বইমেলায় আমার ঐকান্তিক প্রয়াস। আশা করি বইটি শিশুকিশোরদের মনোজগতের বিকাশ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইচ্ছা করলে আপনিও বইটি আপনার পরিবারের জন্য সংগ্রহে রাখতে পারেন।
প্রকাশনী- প্রতিভা প্রকাশন
প্রচ্ছদ- নিসা মাহজাবীন
স্টল নং- ২০৪, ২০৫, ২০৬
মুল্যঃ ১৩৫ টাকা
(বাংলা একাডেমির বিপরীত পাশে সোহরাওয়ার্দী উদ্যানের মেলার প্রবেশ গেট সংলগ্ন ২য় গলি,ডানপাশে)
===========================
অমর একুশে গ্রন্থমেলা ২০২০ এ সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার এবং স্বনামধন্য লেখক মাহবুবুল আলমের লেখা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও রাজনীতি নামক গবেষণাগ্রন্থটি প্রকাশ করেছে ‘জনতা প্রকাশ’ (স্টল নম্বর ৬৭৪-৬৭৭)।
উন্নত প্রডাকশনের ৫১২ পৃষ্ঠার বইটির দাম-৮৫০। ২৫% কমিশন বাদে দাম হবে ৬৩৮ টাকা।
ছোটদের জন্য লেখা “বঙ্গবন্ধুর গল্প শোনো” বইটি সম্পূর্ণ চার কালার, আর্ট পেপারে মুদ্রিত, প্রকাশ করেছে ‘জনতা প্রকাশ’।
‘অমর একুশে গ্রন্থমেলা ২০২০ স্টল নম্বর ৬৭৪-৬৭৭। ডাবল ক্রাউন সাইজের বইটির দাম-২০০ টাকা। ২৫% কমিশন বাদে দাম হবে ১৫০ টাকা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে অাপনার সোনামণির জন্য বইটি হতে পারে শ্রেষ্ঠ উপহার।
===============================
===============================
সোনেলার ফেসবুক গ্রুপে বইমেলা ২০২০ উপলক্ষে সোনেলার লেখকদের প্রকাশিতব্য বই সম্পর্কে তথ্য চেয়ে পোষ্ট দেবার পর স্বপ্রণোদিত হয়ে ব্লগ কর্তৃপক্ষের কাছে নিজেদের বইয়ের তথ্য-উপাত্ত দিয়ে সোনেলার যেসকল ব্লগার আমাদের অবগত করেছেন এই পোস্টে শুধুমাত্র তাদের বই সম্পর্কে লেখা হলো।
পোস্টে উল্লেখিত লেখক ছাড়াও সোনেলার আরও কিছু লেখকের বই এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তাদের বইয়ের বিস্তারিত তথ্য আমাদের কাছে না থাকায় তা প্রকাশ করা সম্ভব হলোনা। তবে লেখকদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের বইয়ের বিস্তারিত তথ্য দিয়ে সোনেলায় লিখুন অথবা আমাদের জানান। আমরা এই পোস্টে সেই সকল তথ্য যোগ করে দেব। এতে পাঠকগণ উপকৃত হবেন।
“নির্মল জ্ঞানলাভের আনন্দ পেতে ভালো বই পড়ুন। বই হোক আমাদের নিত্যসঙ্গী।”
৮৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
বই ক্রয়ের তালিকায় অবশ্যই সোনেলার ব্লগারদের বই থাকবে।
আরো কয়েকজনের বই আছে সম্ভবত প্রকাশের তালিকায়, তবে তারা ব্লগে তেমন আসেন না। তারা যদি আগ্রহ প্রকাশ করে তবে তাদের বই এর তালিকা পোষ্টে যুক্ত করে দিয়েন ভাই।
পোষ্ট লেখা ভালো হয়েছে।
তৌহিদ
সোনেলার ব্লগারদের বই পাঠকদের কাছে অগ্রগণ্যতা পাবে নিশ্চিত। সোনেলার যারা নিজেদের বইয়ের তথ্য এখনো দেননি তাদের অনুরোধ করছি আমাদের দিতে। আমরা এখানে যোগ করে দেব।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ! ওনাদের মতো লেখকদের সাথে সোনেলাতে আমিও লিখেছি ভাবতেই ভালো লাগছে খুব। সবার জন্য অফুরন্ত ভালোবাসা ও শুভ কামনা রইলো। ধন্যবাদ তৌহিদ ভাইয়া কে পোষ্ট টি শেয়ার করার জন্য
তৌহিদ
সোনেলার ব্লগারদের বই পাঠকের কাছে ভালো লাগবে নিশ্চিত। আপনিও সুন্দর লেখেন আপু।
ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
প্রকাশিত বই এর লেখকদের প্রতি অভিনন্দন এবং সফলতা কামনা করছি
তৌহিদ
আমার পক্ষ থেকেও তাদের জন্য শভকামনা রইলো।
ত্রিস্তান
বই সংগ্রহের তালিকায় প্রথমে আমার ব্লগের লেখকদের বই অবশ্যই থাকবে। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।
তৌহিদ
সবাইকে অনুরোধ আমাদের ব্লগারদের বই কিনুন। ভালো লাগবে পড়ে নিশ্চিত।
নৃ মাসুদ রানা
ধন্যবাদ প্রিয় কবিবর…
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো।
ছাইরাছ হেলাল
ভাবতে ভাল লাগছে আমাদের লিখিয়েরা অনবরত সামনে
এগিয়ে চলছেন, এ অগ্রযাত্রায় সাথে থাকতে পেরে গর্ব বোধ করছি।
আপনাকেও ধন্যবাদ।
তৌহিদ
আমাদের লিখিয়েদের জন্য আমরা সবসময়ই গর্বিত। সবার জন্য শুভকামনা।
ইঞ্জা
এ অনেক আনন্দের ও সম্মানের যে, আমাদের ব্লগারগণ সাহিত্য জগতের পদচারণায় আরও এগিয়ে যাচ্ছেন, সাথে সোনেলাকে সাহিত্যজগতে পরিচিত করছেন, আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।
অভিনন্দন প্রিয় ব্লগারগণ।
তৌহিদ
ধন্যবাদা দাদা, সোনেলার সকলের সাফল্য কামনা করছি।
শুভকামনা রইলো।
ইঞ্জা
শুভকামনা ও ভালোবাসা অশেষ ভাই।
মনির হোসেন মমি
চমৎকার পোষ্ট।ক্রমান্নয়ে পোষ্টে প্রকাশিত বইগুলো সংযোজন করার অনুরোধ করছি।
তৌহিদ
তথ্য পাওয়া সাপেক্ষে অবশ্যই সংযোজিত করা হবে ভাই। ভালো থাকবেন।
ফয়জুল মহী
প্রতিবছরের ন্যায় এইবারও বই ক্রয় করার ইচ্ছা আছে। তবে এইবার সোনেলার লেখকদেরও বই অবশ্যই নিব।
তৌহিদ
ধন্যবাদ ভাই। নিশ্চই আমাদের লেখকদের বই কিনবেন।
শুভকামনা রইলো।
শবনম মোস্তারী
জেনে খুব ভালো লাগছে আমাদের বেশ কজন প্রিয় ব্লগারের বই, বইমেলায় এসেছে। সবাইকে অভিনন্দন।🌷🌷সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আশা রাখছি , আমাদের প্রিয় ব্লগার দের বই, বেস্ট সেলার বই এর তালিকায় থাকবে..
তৌহিদ
পাঠকদের কাছে অনুরোধ আমাদের লেখকদের বই কিনে পড়বেন। তাদের বই বেস্ট সেলার হোক এটাই কাম্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয়।
শিপু ভাই
সবার জন্য শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
আরজু মুক্তা
সবাইকে শুভেচ্ছা।
তৌহিদ ভাই, পোস্ট বা আপনার লিখা ও উপস্থাপন ভালো হয়েছে।
তৌহিদ
ধন্যবাদ আপু, আপনার জন্যেও শুভেচ্ছা রইলো।
ভালো থাকবেন সবসময়।
প্রদীপ চক্রবর্তী
অজস্র ধন্যবাদ প্রিয় দাদা।
প্রদীপ চক্রবর্তী
এতো সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।
শুভকামনা শতশত।
তৌহিদ
সোনেলার জন্য এতটুকু করাই যায়।
তৌহিদ
শুভকামনা রইলো দাদা। ভালো থাকবেন সবসময়।
অন্বেষা চৌধুরী
সবার জন্য রইলো অসংখ্য শুভ কামনা ও শুভেচ্ছা।
অবশ্যই সবার বই কিনবো ইনশাআল্লাহ।
তৌহিদ
ধন্যবাদ আপু, শুভকামনা জানবেন।
রেহানা বীথি
এমন একটি পোস্টের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভাই। প্রত্যেকের বই পাঠকপ্রিয় হোক, প্রত্যাশা করি। সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা অবিরত।
তৌহিদ
আপনার জন্যেও শভকামনা রইলো আপু। ভালো থাকবেন সবসময়। আপনার বই পাঠকপ্রিয়তা পাবে নিশ্চিত।
তৌহিদ
শুভকামনা
সাদিয়া শারমীন
সবাইকে অভিনন্দন।
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো আপু।
নিতাই বাবু
এটি সত্যি এও আনন্দের খবর! সুখবর! সম্মানিত লেখকদের শুভেচ্ছা অভিনন্দন। সোনেলার জন্য শুভকামনা।
তৌহিদ
সোনেলার লেখকদের বই মানেই আমাদের সবার জন্যই আনন্দের বিষয় দাদা। তাদের বই বেস্ট সেলার হোক এটাই কাম্য।
ভালো থাকবেন দাদা।
রুমন আশরাফ
আবেগে আপ্লুত হয়ে গেলাম ভাই। কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার অমর একুশে গ্রন্থ মেলায় যাদের বই প্রকাশিত হয়েছে কিংবা হতে যাচ্ছে তাঁদের সকলের প্রতি শুভেচ্ছা রইলো। শুভ ব্লগিং।
তৌহিদ
আপনার জন্য শুভকামনা রইলো ভাই। সোনেলার সকল লেখকদের জন্য আমরা গর্বিত।
রুমন আশরাফ
আপনার প্রতিও শুভ কামনা রইলো ভাই। ভাল থাকুন সবসময় সব জায়গায়।
সুরাইয়া পারভীন
এমন একটি পোস্টের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই ভাই। প্রত্যেকের বই পাঠকপ্রিয় হোক, প্রত্যাশা করি। সকলের জন্য শুভেচ্ছা ও শুভকামনা অবিরত।
তৌহিদ
আপনার জন্যে অনেক শুভকামনা রইলো আপু। আপনি সোনেলার অন্যতম জনপ্রিয় লেখক এখন। নিয়মিত আপনার লেখা চাই।
ভালো থাকবেন সবসময়।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ লিখবো ভাইয়া
সুপায়ন বড়ুয়া
আপনার মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
লেখক ব্লগারদের সফলতা কামনা করছি।
শুভ কামনা।
তৌহিদ
আপনিওতো আমাদের বাইরে নন দাদা। শুভকামনা আপনার জন্যেও সবসময়।
সঞ্জয় মালাকার
লেখক ব্লগারদের সফলতা কামনা করছি।
সবার জন্য অনেক অনেক শুভ।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
লেখক ও প্রকাশের প্রতি রইল অভিনন্দন। বইমেলায় সকলের সাথে দেখা হবে নিশ্চিত কোন একদিন। প্রত্যাশা রাখি। সোনেলা পরিবারের সকলকে শুভেচ্ছা সাথে তৌহিদ ভাইকে।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনি সবাইকে এভাবেই উৎসাহ দেবেন সবসময়। ভালো থাকবেন ভাইজান।
দালান জাহান
সোনেলা ব্লগের সকল লেখকের বইয়ের প্রতি অনেক অনেক শুভকামনা রইলো। সবকটি বইয়ের ব্যাপক প্রচার ও সফলতা কামনা কর।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনার জন্যেও শুভকামনা রইলো।
সৌরভ হালদার
অভিনন্দন
তৌহিদ
ধন্যবাদ।
ইসিয়াক
সবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল ।
তৌহিদ
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো ভাই।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া
জিসান শা ইকরাম
প্রদীপ এর উপন্যাসের প্রথম সংস্করন শেষ হয়েছে,
দ্বিতীয় মুদ্রন চলছে, এটি বোল্ড করে তার বই এর রিভিউতে দিলে ভালো হয়।
তৌহিদ
দিয়েছি ভাইজান।
হালিম নজরুল
বইয়ের নাম : ভূতের স্কুল
লেখক : হালিম নজরুল
বইয়ের ধরণ : কিশোর গল্পগ্রন্থ
প্রকাশক : প্রতিভা প্রকাশ
প্রচ্ছদ : নিশা মাহজাবীন
অলংকরণ : শেখ সাদী
মূল্য : ১৩৫/=
তৌহিদ
আপনার বইয়ের তথ্য এই পোস্টে যোগ করা হয়েছে ভাই।
কামাল উদ্দিন
এক সময় আমি ছিলা বইয়ের পোকা, কিন্তু এখন আমার বইগুলোতে ধুলো জমে উঠছে। মেলায় আসার সুযোগ পেলে অব্যই ব্লগারদের লেখা বইগুলো অবশ্যই আগে কিনবো, পরে অন্য বই দেখব।
মনির হোসেন মমি
২২ তারিখ আসতে হবে।
তৌহিদ
অবশ্যই কিনবেন ভাই। আমাদের লেখকদের বই বেশি বিক্রিত হোক এটাই কাম্য।
নাজিয়া তাসনিম
অভিনন্দন আর অনেক শুভকামনা রইল লেখকদের প্রতি। 🌷
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
এখানে কিছু কমেন্টস দেখে পোষ্টে যোগ করার অনুরোধ করছি। নৃ-মাসুদের বইটি যেহেতু প্রকাশিত হয়নি তাই দুঃখ প্রকাশ করে পোষ্টের লেখা সংক্ষিপ্তের অনুরোধ করছি।রিমুভ নয় বিভিন্ন ঝামেলায় বইটি প্রকাশ হয়নি।ধন্যবাদ।
তৌহিদ
পোস্ট এডিট করেছি ভাই। মাসুদের বিষয়টি দুঃখজনক।
সুপায়ন বড়ুয়া
চমৎকার পোষ্ট. ধন্যবাদ পাওয়ার যোগ্য।
ক্রমান্নয়ে প্রকাশিত বইগুলো সম্বন্ধে জানা হলো।
শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, আপনার জন্যেও শুভকামনা রইলো।
নাজমুল আহসান
লেখকদের অভিনন্দন। আরও লিখুন।
আর তৌহিদ ভাই, আপনি ভালো লিখেন। আগামী বইমেলা টার্গেট করেন।
তৌহিদ
ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
ভালো থাকবেন সবসময়।
মনির হোসেন মমি
সহমত নাজমুল ভাই
আগামী বই মেলায় তৌহিদ ভাইয়ার বই চাই।
হালিম নজরুল
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
তৌহিদ
শুভেচ্ছা রইলো ভাই।
এস.জেড বাবু
ইশশ
একটা করে কপি হাতে পেলে ভিষন খুশি হতাম।
তৌহিদ ভাই চাইলে বিকাশ কে বলেকয়ে, ইনবক্সে কুরিয়ার এড্রেস দিতে পারতাম।
যদি উনার সময় হয় তো ।
সকলের জন্য আন্তরিক শুভকামনা রইলো। প্রতিটি বইয়ের নিদারুন সফলতা কামনা করছি।
তৌহিদ
আপনি আমাদের লেখকদের জানাতে গ্রুপেই পোস্ট দিন মেনশন করে কিংবা তাদের ইনবক্স করুন ভাই। বই পেয়ে যাবেন আশাকরি।
ভালো থাকবেন।
রিমি রুম্মান
সকল লেখককে অভিনন্দন এবং শুভকামনা।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
অভিনন্দন সকল লেখকদের 🌹🌹
বিশেষ ধন্যবাদ তাদের প্রতি, যারা তাদের বইগুলো সোনেলার নামে উৎসর্গ করেছেন। এতে সোনেলা ব্লগের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসার শতভাগ বহিঃপ্রকাশিত হতে দেখে আমরা যারপরনাই আনন্দিত, গর্বিত হয়েছি। সোনেলার পক্ষ থেকে নিবেদিত এই লেখকদের জন্যে রইলো অজস্র শুভেচ্ছা ও শুভ কামনা 🌹🌹
সব গুলো বই সংগ্রহে রাখার আশা রাখি।
লেখকদের সর্বাত্মক সফলতা কামনা করি।
তৌহিদ
আমাদের লেখকেদের নিয়ে সত্যিই গর্বিত হতে হয়। সকলের জন্য শুভকামনা রইলো।
সঞ্জয় মালাকার
অসাধারণ! ওনাদের মতো লেখকদের সাথে সোনেলাতে আমিও লিখেছি ভাবতেই ভালো লাগছে খুব।
সবার জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা।
তৌহিদ
সোনেলা আপনাকে পেয়ে আনন্দিত দাদা। ভালো থাকবেন।
ফজলে রাব্বী সোয়েব
সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ। আর তৌহিদ ভাইকে এমন তথ্যবহুল পরিবেশনার জন্য অনেক ধন্যবাদ।
তৌহিদ
আপনার জন্যেও অনেক শুভকামনা ভাই।
নাজমুল হুদা
জয় হোক সোনেলার লেখকদের 💗
তৌহিদ
আপনার জন্যেও শুভকামনা ভাই।
মাছুম হাবিবী
ভাইয়া রেহেনা বীথি আপুর বইটি কিভাবে পাব? কুরিয়ার সক খরচ কত হবে হবিগঞ্জ থেকে নিতে তা বিস্তারিত জানালে খুশি হব।
আর সোনেলা ব্লগের সকল লেখক কবিদের জন্য রইল একুশের শুভেচ্ছা। কিছু বই কেনার ইচ্ছে আছে!