অপেক্ষা
—————-
বারান্দায় রাতের অন্ধকার গাঢ় ভীষণ।
ঝিঁঝিঁ ডাকে, দূরে ডানা ঝাপটায় লক্ষীপ্যাঁচা
জানালায় মাধবীলতার সুবাসে তোমার ঘ্রাণ
ঘুমজড়ানো দু’চোখে আমার, অপেক্ষারা ক্লান্তিহীন।
এপথে এভাবেই গাঢ় হতে থাকে আঁধার।
জ্যোৎস্না নামে না নক্ষত্রের ভিড় থেকে
দেখতে দেখতে কেটে যায় অসংখ্য দিন
তুমি নক্ষত্রের মতো হয়ে যাও, দূর আকাশের।
এভাবে হয়তো কখনও মিলিয়ে যাবে ওপথ।
বারান্দায় অন্ধকার ঘোরাঘুরি করবে আপন খেয়ালে।
ডানা ঝাপটানো লক্ষীপ্যাঁচারা ঘুমিয়ে পড়বে ভোরের আভাস পেয়ে।
হারানো পথটি জাগবে না সে আভাসেও।
দূর নক্ষত্র, তুমি কি জানো?
তবুও আমার অপেক্ষারা ক্লান্তিহীন।
২৩টি মন্তব্য
জিসান শা ইকরাম
আশা, স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে,
একারণেই অপেক্ষারা অপেক্ষায় থাকে ক্লান্তিহীন।
ভালো লেগেছে লেখা।
শুভ কামনা।
রেহানা বীথি
ভালোলাগাটুকু ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
অপু রায়হান
জানালায় মাধবীলতার সুবাসে আমি আপনার ঘ্রাণ!😍
মনির হোসেন মমি
অপেক্ষারা ক্লান্তিহীন না থেকে আর উপায় কি শেষটায় যে পৌছতে হয়।তবুও জীবন ঘাত প্রতিঘাতের মাঝে চলে যায়,যেতে হয়।দারুণ বলেছেন।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
তৌহিদ
জ্যোৎস্না নামে না নক্ষত্রের ভিড় থেকে
দেখতে দেখতে কেটে যায় অসংখ্য দিন
তুমি নক্ষত্রের মতো হয়ে যাও, দূর আকাশের।
এভাবে হয়তো কখনও মিলিয়ে যাবে ওপথ।
অসাধারন অনুভূতি আপু। দারুন লিখেছেন।
রেহানা বীথি
খুব খুশি হলাম ভাই ।
অনেক ধন্যবাদ
তৌহিদ
শুভকামনা জানবেন আপু।
সঞ্জয় মালাকার
আশা, স্বপ্নই আমাদে বাচিয়ে রাখে
ভালো লাগলো খু!ব!
আপু অনেক অনেক শুভ কামনা ।
রেহানা বীথি
শুভকামনা আপনার জন্যও।
ভালোলাগায় খুশি।
অনেক ধন্যবা।
সঞ্জয় মালাকার
শুভেচ্ছা রইলো আপু।
আরজু মুক্তা
আমরা বেঁচে থাকি আশায়
রেহানা বীথি
ভালোবাসা জানবেন
সাবিনা ইয়াসমিন
ক্লান্তিহীন অপেক্ষা ফুরিয়ে ভোরের সূর্য নিয়ে আসুক নতুন দিনের নতুন পথ।
শুভ কামনা ❤❤
রেহানা বীথি
ভালোবাসা দিলাম
প্রদীপ চক্রবর্তী
নিপুণতার নির্যাস!
বেশ ভালো লাগলো আপু।
রেহানা বীথি
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো খুব।
অনেক ধন্যবাদ।
শাহরিন
অপেক্ষা সব সময়ই কষ্টকর। আপনার এই অপেক্ষা সুফল বয়ে আনুক। শুভকামনা। ধন্যবাদ।
রেহানা বীথি
ভালো থাকবে। শুভকামনা সবসম।
MASUDCHOYON
সেই নক্ষত্র বসবাস করে জীবন বোধের গভীরে।
কাব্য প্রহরে জেগে ওঠে।ভালো লিখেছেন।
রেহানা বীথি
অনেকধন্যবাদ
শিরিন হক
প্রতীক্ষার প্রহর গুনে গুনে ক্লান্ত বিস্বাদ মন। তবুও প্রতীক্ষার যেন নেই শেষ।
শুভকামনা রইলো।
রেহানা বীথি
ভালো থাকবেন।