অপেক্ষা

রেহানা বীথি ১৭ জুন ২০১৯, সোমবার, ১১:০০:৩২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

অপেক্ষা
—————-
বারান্দায় রাতের অন্ধকার গাঢ় ভীষণ।
ঝিঁঝিঁ ডাকে, দূরে ডানা ঝাপটায় লক্ষীপ্যাঁচা
জানালায় মাধবীলতার সুবাসে তোমার ঘ্রাণ
ঘুমজড়ানো দু’চোখে আমার, অপেক্ষারা ক্লান্তিহীন।
এপথে এভাবেই গাঢ় হতে থাকে আঁধার।
জ্যোৎস্না নামে না নক্ষত্রের ভিড় থেকে
দেখতে দেখতে কেটে যায় অসংখ্য দিন
তুমি নক্ষত্রের মতো হয়ে যাও, দূর আকাশের।
এভাবে হয়তো কখনও মিলিয়ে যাবে ওপথ।
বারান্দায় অন্ধকার ঘোরাঘুরি করবে আপন খেয়ালে।
ডানা ঝাপটানো লক্ষীপ্যাঁচারা ঘুমিয়ে পড়বে ভোরের আভাস পেয়ে।
হারানো পথটি জাগবে না সে আভাসেও।
দূর নক্ষত্র, তুমি কি জানো?
তবুও আমার অপেক্ষারা ক্লান্তিহীন।

১জন ১জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ