আজকাল জীবনের হিসেবগুলো আগের মত মিলছে না, সব মিলতে হবে এমন কোনো কথাও নেই, বুক ভরে সিগারেটে একটা টান দিলাম টের পাচ্ছি রক্তের অনুতে অনুতে মিশে যাচ্ছে নিকোটিন, অনুভুতিটা চমৎকার।
জানালার বাইরে রাত নামছে, আমার মত হতাশাবাদীর কাছে রাত ঈশ্বর, রোদ অভিশাপ, জোনাকী জ্যোৎস্না, আমি জানি ,আমার চার বাই ছয় জানালাটা দিয়ে চাঁদের আলোয় এই পাথুরে শহরের যতটা দেখা যায়, শহরটা এর চেয়ে অনেক অনেক বড়, কিন্তু এই কথাটা মগজ স্বীকার করলেও মন করে না। আমি জেগে থাকি অনন্ত দীর্ঘ রাত, প্রতিটি রাতের মৃত্যুর কিছু আগে আমার জানালার বাইরে একটি অন্ধ পাখি হাজার বছরের গন্ধ মাখা সুরে গান করে, আমি ঘুমিয়ে পড়ি।
নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি,
২৪টি মন্তব্য
বাংলার কথা
আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায় । রাত আবার ও আসবে তবে তা হবে পূর্ণতার রাত
আততায়ী কলিংবেল
ধন্যবাদ, আমি চাই অনন্ত রাত ।
টিংটং টিংটং টিংটং
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
সোনেলায় দেয়া প্রথম লেখায় বুঝিয়ে দিলেন যে আপনি ভালো লিখেন ।
শুভ ব্লগিং
শুভ কামনা -{@
আততায়ী কলিংবেল
ধন্যবাদ । :v
টিংটং টিংটং টিংটং
ছাইরাছ হেলাল
অভিনন্দন আপনাকে ।
আপনি এখানে এই প্রথম লিখলেও নিয়মিত লেখার গুণাগুণ ঠিকই টের পাচ্ছি ।
অনন্ত রাতের পর আবার অনন্ত দিন এসে ঠিকই উপস্থিত হবে ।
আততায়ী কলিংবেল
অনন্ত দিন ভাল্লাগেনা, রোদ ভাল্লাগে না , ছাইরাস হেলাল ভাই আপনাকে ধন্যবাদ।
টিংটং টিংটং টিংটং
স্বপ্ন
নতুন একটা সকাল হয়, আমার জানালাটা হয়ে যায় আলোর জানালা। নাগরিক কোলাহলে আমার জীবনের আরো একটা রাত হারিয়ে যায়, এলোমেলো হয়ে যায় সব হিসেব নিকেশ, আমি অপেক্ষা করি (y) (y) -{@
আততায়ী কলিংবেল
ধন্যবাদ ।
টিংটং টিংটং টিংটং
আদিব আদ্নান
আমদের অপেক্ষা করতেই হয় আবার কোন সোনালী সকালের ।
আততায়ী কলিংবেল
সোনালী সকাল গুলোই অভিশাপ। ধন্যবাদ আপনাকে।
টিংটং টিংটং টিংটং
নীলকন্ঠ জয়
পূর্ণ রাত আর নতুন ভোরের অপেক্ষায়…
সোনেলায় স্বাগতম।। -{@
আততায়ী কলিংবেল
শুভেচ্ছা আপনাকে। পূর্ণ রাত গুলোর অপেক্ষায়।
টিংটং টিংটং টিংটং
খসড়া
কেন এত বেদনা কেন এত হতাশা, দেখুন চোখ মেলে পৃথিবীটা খুব সুন্দর।
আততায়ী কলিংবেল
রাতের পৃথিবীটা অন্ধকার, চোখ অন্ধকার, আমি অন্ধকার, ধন্যবাদ আপনাকে খসড়া।
টিংটং টিংটং টিংটং
রিমি রুম্মান
অপেক্ষা শেষ হোক। জীবন সুন্দর।
আততায়ী কলিংবেল
জীবন সুন্দর ,অসম্ভব সুন্দর যারা বেচে থাকতে চায় তাদের জন্য জীবন আলো । আপনি ভালো মানুষ।
টিংটং টিংটং টিংটং
হতভাগ্য কবি
(y)
আততায়ী কলিংবেল
🙂 🙂 🙂
টিংটং টিংটং টিটং
ছন্নছাড়া
অপেক্ষা আছে বলেই জীবন এতটা সুন্দর …………
লিখা ভালো লেগেছে ……… শুভ কামনা
আততায়ী কলিংবেল
মনের কথা বললেন, ভালোবাসা রইলো।
টিংটং টিংটং টিংটং
শুন্য শুন্যালয়
সোনেলায় স্বাগতম আপনাকে -{@
শুরুটা দারুণ.
আমরা সবাই অপেক্ষা করি..
আরো লিখুন.
আততায়ী কলিংবেল
ধন্যবাদ আপনাকে। পাশে থাকুন, প্রেরণা যোগান আমার ভালো লাগবে।
টিংটং টিংটং টিংটং
আবু জাঈদ
সোনেলায় স্বাগতম। আপনি ভাল লিখেছেন। পরেরবার আপনার নিজ নামে দেখতে চাই 🙂 নামটা ভাল লাগেনি।
আততায়ী কলিংবেল
জাঈদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। নিজ নামটা অনেক কুৎসিত। এর চেয়ে কলিংবেল হয়ে থাকা ভালো । আমাকে ভালোবাসুন, নামটা হারিয়ে যাক না।
টিংটং টিংটং টিংটং