অতৃপ্তি-
বহু পথ ঘুড়ে মনোরথ থেমেছে তোমার দারে
তাই বারেবারে
ভেজাই, সাঁজাই, গড়ি,
সাদা ক্যানভাস খুব অবহেলায় অ-রূপ রঙ্গীন করি,
হাজার আলপথ পেরিয়ে এসে,
থকথকে কাদাজলে আধ-ডোবা ভেসে
খুব অকারণ,
কালবৈশাখী নয়, সাইক্লোন অগ্রাহ্য করে চালিয়েছি তরী।
অতৃপ্তি-
পালতোলা জাহাজের ভাঙ্গা মাস্তুল। আঁকড়ে ধরেই বেচে আছি
বুঝিনি তা ভুল,
বিষাক্ত প্রবালের চোখ রাঙানী,
নোনা জলে ইলিশের ভেট দেয়া পানি,
অগ্রাহ্য করেছি কত মোহনার ডাক
ঘড়িয়ালের পিঠে চেপে পার হয়ে কুমীরের ঝাঁক
ভেসে যাই, ভেসে যাই, অথৈই অথৈই
আজও ঠাহর হয়নি তোমার বুকের দ্বীপ
অথবা গাঁদায় হলুদ তার পাড় খানি কই।
অতৃপ্তি-
এরপর ধুলো পথে পথিক আমি
ভেবেছি নতুন সূর্য স্নানে হাসবে দিন আগামী
দ্বিধাহীন, সীমাহীন, আজন্ম পিয়াসে,
অযত্নে ফেলে রেখেছি তোমার সে চিরকুট
হৃদয় ছুঁয়ে দিবে বলে বুক পকেটে। বাম পাশে
উত্তর টা পৌছে দিবে বলে যে পায়রা কথা দিয়েছিল
সে কথা রাখেনি, কেউ কথা রাখেনা
চলছি আমি। অরণ্যে অভিধান ভুলে
চিঠির সে উত্তর খানি বলাকার কাধে তুলে,
নির্ঝর, তরতর, শনশন বাতাসের সাথে
প্রখর রৌদ্রের মুখভেংচি ফিরিয়ে কিংবা প্রভাতে।
১৩টি মন্তব্য
নীলকন্ঠ জয়
“এরপর ধুলো পথে পথিক আমি
ভেবেছি নতুন সূর্য স্নানে হাসবে দিন আগামী
দ্বিধাহীন, সীমাহীন, আজন্ম পিয়াসে,
অযত্নে ফেলে রেখেছি তোমার সে চিরকুট।”
অসাধারণ। -{@
আবু জাঈদ
-{@
জিসান শা ইকরাম
কথা একদিন রাখবে সে অথবা সবাই
অতৃপ্তি কেটে যাবে অবশ্যই —-
অনেক অনেক ভালো লাগা জানালাম ।
খসড়া
অতৃপ্তি অচিররেই কেটে যাবে আশা করি।
আবু জাঈদ
নাহ, কাটেনি আর 🙁
ছাইরাছ হেলাল
সত্যি ই আপনি অতৃপ্তিকে তুলে ধরেছেন অসাধারন পারঙ্গমতায় ।
উপমা ও শব্দ ব্যবহারের নৈপুণ্য লেখাগুলোকে অবশ্যই ভিন্ন মাত্রা এনে দিয়েছে ।
চর্চায় থেকে চর্চা করুণ , তবে তা হতে হবে নিয়মিত । হতে পারে সোনেলায় বা অন্য কোথাও ।
তবে হ্যা , এখানে হলে পাঠক হব নিয়মিতই ।
সুন্দর লেখার জন্য কবিকে অবশ্যই ধন্যবাদ ।
আবু জাঈদ
চর্চা টা নিয়মিত ই হবে ইনশাআল্লাহ্, দোয়া করবেন
শুন্য শুন্যালয়
অনেক অনেক ভালো লাগলো ভাইয়া… অতৃপ্তি , উপমার ব্যবহার সব … (y)
আবু জাঈদ
এই ব্লগের নাম গুলো এমন যে ছেলে মেয়ে বোঝা কষ্টকর হয়ে যায়, তার ওপর থাকেনা প্রোফাইল পিক, যাই হোক ধরেই নিলাম আপনিও ভাইয়া, আপনিও ভাললাগা জানবেন
রিমি রুম্মান
তোর অতৃপ্তি কোনদিনই শেষ হবে না… ভালোলাগা জানিস।
আবু জাঈদ
ঠিক বলেছিস দোস্ত, তুই ও ভাললাগা জানিস
তন্দ্রা
থাক না আপনার আরও অতৃপ্তি
এখান থেকেই পাব
আরও সুন্দর পংতিমালা।
যা আমার মত পাঠক
চুষে নিবে আরক।
আবু জাঈদ
থাকুক তবে