অতঃপর ভালোবাসা

মোকসেদুল ইসলাম ১৩ এপ্রিল ২০১৪, রবিবার, ০১:২৪:৫১অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

বল কি পেলে তুমি এমন একগুঁয়েমী আচরণে
লাভের খাতা কতটুকু ভারি হল অভিমানে
অংকের জটিল সমীকরণে শুরুতেই করেছ ভুল
তাই জীবনের হিসেবের সাদা পাতা জুড়ে দেখা মেলে কষ্টের নীল দাগ ।

জর্জরিত কষ্টে-বেদনায় ম্লান হয়ে পড়েছ তুমি নিজেই
তোমার এমন নীল কষ্টকে আকাশের সাথে মিশিয়ে দাও
প্রকৃতির সাথে আনমনে কথা বল।

অতঃপর আবার ভালোবাসো আগের মত।

৫৫০জন ৫৫০জন

২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ