বল কি পেলে তুমি এমন একগুঁয়েমী আচরণে
লাভের খাতা কতটুকু ভারি হল অভিমানে
অংকের জটিল সমীকরণে শুরুতেই করেছ ভুল
তাই জীবনের হিসেবের সাদা পাতা জুড়ে দেখা মেলে কষ্টের নীল দাগ ।
জর্জরিত কষ্টে-বেদনায় ম্লান হয়ে পড়েছ তুমি নিজেই
তোমার এমন নীল কষ্টকে আকাশের সাথে মিশিয়ে দাও
প্রকৃতির সাথে আনমনে কথা বল।
অতঃপর আবার ভালোবাসো আগের মত।
২টি মন্তব্য
শুন্য শুন্যালয়
সুন্দর প্রস্তাবনা ..সব কিছুর শুরু হোক আবার আগের মতো (y)
জিসান শা ইকরাম
সুন্দর -{@