আমার কোন এক ঘনিষ্ঠজন এর মতে “মানুষের নাকি অকারনেই মন খারাপ হয়”। এইটা আমার বোধগম্য নয়। মানুষের মন অনেক বৈচিত্র্যময় সেইটা আমি মানি , কিন্তু কোন সুনির্দিষ্ট কারন ছাড়া আপনার মন কখনোই খারাপ হবে না। সেই কারণটি হতে পারে অনেক গুরুতর বা তুচ্ছ, মন খারাপের পিছনে সুনির্দিষ্ট একটা কারন থাকবেই । কারন মানুষের মন অনেক স্পর্শকাতর । অল্প আনন্দে যেমন এটি আপনাকে প্রফুল্ল রাখবে ঠিক মৃদু কোন কারনে হৃদয় ভেঙ্গে যেতে পারে।
যদি আপনি আপনার মন খারাপের জন্য কোন কারন খুজে না পান বা কাউ কে বলেন যে আপনার মন খারপের পিছে কোন কারন নেই , তাহলে যেইটা হচ্ছে সেইটা হলো আপনি আপনার মন খারাপ এর সুনির্দিষ্ট কারন কাউকে বলতে চাচ্ছেন না।
২০টি মন্তব্য
মা মাটি দেশ
কথায় আছে মনের উপর জোর নেই (y)
অদ্ভুত সেই ছেলেটি
হুম , ঠিক 🙂
জিসান শা ইকরাম
যুক্তি পুর্ন লেখা
একমত ।
অদ্ভুত সেই ছেলেটি
ধন্যবাদ 🙂
লীলাবতী
হ্যা , যে কোন মন খারাপের পিছনে কোন না কোন কারন থাকবেই (y)
অদ্ভুত সেই ছেলেটি
🙂
খসড়া
অকারনেও মন খারাপ হয় মাঝে মাঝে। যার কোন কারন বা যুক্তি নেই। এই অকারন মন খারাপ মাঝে মাঝে জটিল পরিস্থিতি তৈরি করে। মানুষের মন বড় জটিল।
এই অহেতুক সমস্যায় সমস্যাপিরিতকে সাহায্য করা উচিত।
অদ্ভুত সেই ছেলেটি
মন খারাপের একটা অবশ্যই কারন থাকবেই । কেউ যদি বলে থাকে তার মন কোন কারন ছাড়া খারাপ হয় – তবে এটা তাঁর ভুল ধারণা ।সে ঐ কারন খুজে পেতে ব্যর্থ ।
ব্লগার সজীব
অকারনে আসলে মন খারাপ হয় । আমার কোন কারন ব্যতিরেকেই অনেক সময় মন খারাপ হয়।
অদ্ভুত সেই ছেলেটি
আমিও তোমার সাথে একমত । মন খারাপের একটা অবশ্যই কারন থাকবেই । কেউ যদি বলে থাকে তার মন কোন কারন ছাড়া খারাপ হয় – তবে এটা তাঁর ভুল ধারণা ।সে ঐ কারন খুজে পেতে ব্যর্থ ।
রিমি রুম্মান
কারন ছাড়া মন খারাপ হয় না, জানি…
অনেক কারন যায়না বলা সে ও মানি।
অদ্ভুত সেই ছেলেটি
হুম 🙂
শুন্য শুন্যালয়
অকারণে মন খারাপ হয় এটা মানিনা আপনার মতো ..
আপনার সাথে একমত, হয়তো কারণ সে বলতে চায়না.
অদ্ভুত সেই ছেলেটি
🙂 🙂
হলুদ পরী সাদা নাকফুল
একমত হতে পারলাম না……… অধিকাংশ সময় কারন জানলেও মাঝে মাঝেই মন খারাপ হয়ে যাওয়ার কোন কারন হাজার চেষ্টা করেও খুঁজে পাই না………
অধিকাংশও মানুষের জন্য আপনার তত্ত্ব কার্যকর তবে সবার জন্য নয়। প্রতি ১০০ টি মানুষের মধ্যে ১ টি মানুষ বেতিক্ক্রম থাকাতে পারে যাদের জন্য স্বাভাবিক মানুষের মতো সব তত্ত্ব কাজে দেয় না বা মিলে যায় না।
অদ্ভুত সেই ছেলেটি
হুম , বেতিক্ক্রম তো সবজায়াগায় আছে, থাকবে ।
ছাইরাছ হেলাল
এমন সুন্দর বিশ্লেষণকারীকেই খুঁজছি ।
আপনি ঠিক কথাটি ই বলেছেন ।
অদ্ভুত সেই ছেলেটি
ধন্যবাদ ভাইয়া 🙂 🙂
নীলকন্ঠ জয়
কারণ ছাড়া কারোরই মন খারাপ হয় না। যুক্তিপূর্ণ লেখা।অনেক ভালো লাগা।
অদ্ভুত সেই ছেলেটি
ধন্যবাদ ভাই -{@