ফেসবুকে বই পড়ুয়াদের অনেকগুলো গ্রুপ আছে। সেখানে বই পড়ুয়াদের সংখ্যাও কম না। বাংলা, ইংরেজী, অনুবাদ সহ বিভিন্ন গল্প/উপন্যাসের বই তারা পড়ে থাকেন। এবং কে কখন কোন বই পড়া শুরু করেছে এবং করবে অথবা অলরেডি পড়া শেষ করে ফেলেছেন এসব তথ্য গ্রুপে পোষ্ট করে অন্যদের জানিয়ে দিতেও তারা খুব পছন্দ করেন। যাইহোক, এসব লেখার কারনটা এবার [ বিস্তারিত ]