হ্যালো জয় বলছেন ?
হ্যাঁ
আপনি কে বলছিলেন ?
আমি অর্পিতা
আপনি এত রাতে ?
একটা ভাল খবর দেয়ার জন্য কতজন কেই না ফোন দিলাম কেউ রিসিভ করল না ।
এত রাতে ফোন রিসিভ না করাটাই স্বাভাবিক ।
তা অবশ্য ঠিক ।
তো এখন বলুন ভাল খবরটা কি ?
ভাল খবরটা হল মায়ের জ্ঞান ফিরেছে । জ্ঞান ফিরেই আগে আমাকে ডেকেছে ।
খুবই ভাল খবর ।
আপনি কি সকালে আসবেন?
অবশ্যই আসব ।
আপনি কি একটু সময় দিতে পারবেন ?
পারব না কেন ।
আচ্ছা ঠিক আছে । ভাল থাকবেন । গুড নাইট ।
টেক কেয়ার, বাই ।
মিলন:
কে রে আমাদের বৌদি নাকি?
কাল তো শুক্রবার ডেটিং আছে নাকি?
মিলন !!! বেশী বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু । আমার সাথে মেয়েটার এমন কোন সম্পর্ক হয়নি ।
হয়নি হতে কতক্ষণ?
অহ থাম এবার পিসি অফ কর ঘুমাব ।
তুমি তো এখন ঘুমাবাই সকালে উঠতে হবে না ।
সকালে দশটায় সদর হাসপাতালে পৌছালাম ।
দু ভাই বোন মায়ের সাথে ছোট ছোট গল্প করছে ।
আমাকে দেখিয়ে বলল মা এনাকে চেন?
মাথা নেড়ে না সংকেত দিল ।
রাজু তুই মায়ের কাছে থাক আমি একটু নিচে গেলাম ।
মা আমি একটু আসছি তুমি রাজুর সাথে গল্প কর ।
চলুন
আবার সেই কফিশপ আসলাম ।
ডাক্তারের সাথে কথা হয়েছে আমরা হয়ত কালই চলে যাব । আপনাকে কথা দিয়েছিলাম আমার দাদা সম্পর্কে বলব ,সেটা বলার জন্য এখানে এসেছি ।
বলুন
আমার দাদা আমাদের সবার বড় । মা বাবার প্রথম সন্তান । দাদার পড়াশুনা করাতে গিয়ে বাবা অনেক কিছু ত্যাগ করেছেন । উনার পড়ার খরচ চালাতে গিয়ে আমরা প্রায় সর্বশান্ত । ।
দাদা যখন ঢাকা থেকে পড়াশুনা শেষ করবেন তখন আর আমাদের কোন সমস্যা থাকবে না বাবা এমনটাই ভেবে ছিলেন ।
দাদা পড়াশুনা শেষ করলেন ভাল চাকুরী ও পেলেন । কিন্তু বাবার আশা দূরাশাই থেকে গেল ।
কেন?
প্রথমে ভালোই চলছিল । দাদা নতুন চাকুরী পেয়ে মা বাবার জন্য আমার রাজুর জন্য ঢাকা থেকে অনেক কিছু নিয়ে আসত । মা বললেন সবই তো হলো আমরা আর কয়দিন বাঁচব মরার আগে তোর বৌ য়ের মুখ দেখতে চাই । আর তোর ছোট বোনটাকে একটা ভাল পাত্র দেখে বিয়ে দেয়ার ব্যাবস্থা কর । আমাদের আর কিছু লাগবে না ।
একদিন দুপুরে কলেজ থেকে ফিরে দেখি বাড়ির সামনে দামি একটা গাড়ী । একটা অপরিচিত কন্ঠ শুনতে পেলাম । অনেক জোরে চিৎকার করে দাদাকে কিছু বলছে । কোনার ঘরে রাজুর কান্নার শব্দ । দ্রুত ঘরে ঢুকেই অবাক হলাম ।
চলবে……………..
১৩টি মন্তব্য
মা মাটি দেশ
চলতে থাকুক ভাল লাগছে মনে হয় সামনে ঘটবে কিছু একটা। -{@ (y)
সঞ্জয় কুমার
হুম আসল ঘটনা সামনেই ঘটবে । সাথে থাকার জন্য ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
স্বাভাবিক ভাবেই এগুচ্ছে দেখা যাক কি ঘটে, অপেক্ষায় রইলাম।
লীলাবতী
যাক জ্ঞান ফিরলো তাহলে। গল্প অন্য দিকে টার্ন করেছে। পরের পর্বের জন্য অপেক্ষা করছি।
সঞ্জয় কুমার
এখন শুরু হবে আসল গল্প
পুষ্পবতী
গল্প ভালোই হচ্ছে। অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য। ভালো থাকুন।
সঞ্জয় কুমার
আপনার জন্যে ও শুভকামনা
স্বপ্ন নীলা
চলুক ——-পরের পর্বের আশায় রইলাম ——–
সঞ্জয় কুমার
আপনাকে ধন্যবাদ । ভালো থাকবেন ।
জিসান শা ইকরাম
সহজ সাবলীল বর্ননায় এগিয়ে নিচ্ছেন গল্পকে
ভালো লাগছে ।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ভাল থাকবেন
শুন্য শুন্যালয়
অপেক্ষায়…
সঞ্জয় কুমার
ধন্যবাদ