শব্দেরা নাইওর গেছে ভাবনার খোরাক সঙ্গে নিয়ে; নাও চালায় উপমার বৈঠা- গলায় মাঝিমাল্লার গান। বাতাসে বিরহী তরঙ্গ বরাদ্দ হয়েছে , বন্দিনী নক্ষত্রলোকের সঙ্গীরা- ছুটে বেড়ায় আপন অক্ষে; বিষাদের নীল ভেসে আসে বাঁধন ছেঁড়া পালে। সাত পাকে বাঁধা ছিন্ন করে পরকীয়ায় আসক্ত লেখনী- নায়াগ্রার জলপ্রপাত ছুটে চলে ধূসর-কালোর গহীনে; যেখানে শায়িত হয় সহস্রাধিক কাব্য পুঞ্জ, অবৈধ [বিস্তারিত]