কত অপেক্ষায় ছিলাম পড়ন্ত বিকেল এসে ছুঁয়ে যেতো বৃষ্টি ঘাম আর কিছু সুখের সুবাস ঘ্রাণ! উড়ে যেতো রাতমাখা ছোট ছোট যত স্বপ্ন; অথচ এখন পড়ন্ত বিকেল কাছে আসে না ক্লান্তি দূর বহুদূর অপেক্ষা দুরন্তপনা ভাবায় না দীর্ঘশ্বাস টানে রোদহীন, ছায়াহীন পড়ন্ত বিকেল চোখের নীরবতার ঘুম ধরে না- স্মৃতির মেঘে ভাসায় কোন এক পড়ন্ত বিকেল হৈ [বিস্তারিত]