দেখেছো কি সেই চর! যেখানে অভাগা বালুকার বুকে বিশ্বাসে বাঁধে ঘর! চৈত্র মাসের কাঠ ফাটা রোদে শীতল পরশ পেতে, ব্যাকুল প্রকৃতি মৃদু সমীরণে বারে বারে উঠে মেতে। তবুও কি কারো অকুলের পথে প্রীতি হয়ে ভাসে ভেলা! অলিরা খুশিতে গুঞ্জনে করে কাননেরই বুকে খেলা! অম্বুদ বিনে গগনের সাজ জমে না মনের মতো, তা বলে কি সেথা [বিস্তারিত]