হইতায় যদি তরুর ছায়া ভাটির কোনো গায় বাইস্যা মাসে ভাইসা যাইতাম পিরিতের মায়ায়, অথৈ কলো-কলো জলে চরণের আশ্রয়ে পলির ঢেউয়ে নূপুর হইয়া থাকিতাম জড়ায়ে; কোমরেরও বিছা হইতাম, হইতাম গলার হার আর জনমে হিজল হইয়ো— কালনী গাঙের পাড়। ঢোল কলমির বেড়া বন্ধু— পানায় ছাওয়া ছানি জোয়ারে ভাটাতে দুলতো কামনার ঘরখানি, নাও বান্ধিবার শিকড় যেমন হাওড়ে— আন্ধারে [
বিস্তারিত]