ভূমিকা : আমার প্রথম বইয়ের নাম 'রাউলা' (২০২০)। ছোট্ট একটা কবিতার বই। রকমারিতে পাওয়া যায়। সেই বইয়ের পাঁচটি কবিতা এখানে আছে। এগুলো মূলত মিউজিক্যাল। আমি সিরিজটির নাম দিয়েছি 'অলমোস্ট লাইক দ্য ব্লুজ'। পরেও অবশ্য বেশ কিছু মিউজিক্যাল লেখা হয়েছে। সিরিজটি নিয়ে আমার কিছু পরিকল্পনাও রয়েছে। জানি না, কবে সেগুলো বাস্তবে রূপ পাবে। ১. ব্লুজ দুপুরবেলায় [বিস্তারিত]