এক পৃথিবী অভিমান বুকে জমিয়ে
ক্রমাগত দূরে সরে গিয়ে বিবর্ণ বিষাদ
গল্প হয়ে থেকে যাও জীবনে এমনটা চাইনে।
হয়তো কেউ চায় না; হয়তো কেনো
তাবৎ দুনিয়ার কোনো প্রেমিক/প্রেমিকায় চায় না
তার জীবনের রঙিন দিনেরা ক্রমে ক্রমে-
হারিয়ে যাক বিম্বিসার অশোকের ধূসর জগতে।
তবুও একে অপরকে ভুল বুঝতে থাকে। এই ভুল বোঝাবুঝি কখনো এক পক্ষ থেকে শুরু হয় আবার কখনো দুই পক্ষ থেকে। চাইলেই কিন্তু মুখোমুখি/সামনা সামনি বসে আলাপ আলোচনা করে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে একটা সুন্দর সম্পর্ক কন্টিনিউড করা যায়। কিন্তু আমরা তা করি না বা আমাদের করতে দেয় না অভিমান/ইগো নামক বস্তুটি। ফলে যা হবার তাই হয়। ক্রমে ক্রমে অভিমান জমে একটা বিশাল পর্বতের সৃষ্টি হয় যা চাইলেও আর কেউ টপকাতে পারে না….
https://www.youtube.com/watch?v=H1FP_QfZbxU&t=17s
১২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
তুমি আমার গল্প হবে এমন চাইনি
আমি তোমার গল্পে রবো এমন না হোক
কিছু গল্প আমাদের থাক, আমাদের কাছে..
আবৃত্তি শুনলাম 🙂
শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
থাকুক কিছু গল্প নিজের কাছে, একান্ত আপন হয়ে
চমৎকার মন্তব্য দানে উৎসাহিত করা জন্য কৃতজ্ঞতা অশেষ আপু ❤️❤️
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
সাদাত হোসাইনের কবিতা পড়ছেন দেখে ভালো লাগল।
আপনার কণ্ঠ তো ভালই, অনুশীলন চালু রাখুন, বড়দের আবৃত্তি শুনুন, যা আপনি শোনেন, আরো মন দিন।
আপনি পারবেন, পারবেন।
সুরাইয়া পারভীন
শুনি ভাইয়া
অনেকের আবৃত্তি শুনি
চেষ্টা করছি ভালো করার।
কিছু না হতে হতেই একদিন কিছু এক হবে আশা করছি
ভালো থাকুন সবসময়
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
হালিমা আক্তার
খুব ভালো লাগলো কবিতা আবৃত্তি। শুভ কামনা অবিরাম।
সুরাইয়া পারভীন
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার আবৃত্তি আপু। মানুষ সত্যিই অভিমানী । অভিমান আছে বলেই সম্পর্ক গুলো মধুর লাগে। ভালো থাকুন সবসময় শুভ কামনা নিরন্তর
সুরাইয়া পারভীন
চমৎকার মন্তব্যের জন্য
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
চালিয়ে যান। ভালো হচ্ছে
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ আপনাদের উৎসাহ পেলে
হিল ছাড়ছি না
কিছু না হতে হতে একদিনকিছু একটা হবেই ইনশাআল্লাহ
রোকসানা খন্দকার রুকু
চালিয়ে যান। আরো অনেক সুন্দর করতে হবে। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ চেষ্টা করবো আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ❤️