ইন্টারভিউ নিতে আমার ভাল লাগে। পেশাগত কারণ তো বটেই, কৌতূহলের শিকার হয়েও আমি ইন্টারভিউ নিই। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমার নেয়া সেইসব ইন্টারভিউ অনেকে আগ্রহ নিয়ে পড়েন। মতামত জানান। আমি সুখী হই। কিন্তু ২০২০ সালে সেই সুখ আমি পাইনি। সে সময় প্রকাশিত হয় আমার প্রথম বই 'রাউলা'। কাজেই আমাকে ইন্টারভিউ দিতে হচ্ছিল। কি কঠিন সব প্রশ্নের [বিস্তারিত]