সমবয়সী অনেক মেয়েই আমার সাথে তাদের কষ্টের কথা শেয়ার করে …
অদ্ভুত হলেও সত্য যে তাদের কেউ আমাকে কখনো দেখেনি, আমার সাথে ফেসবুক ছাড়া তাদের কোন পরিচয়ের সূত্র নেই … তারপরেও তারা শেয়ার করেছে !! আর অদ্ভুত কারণে আমিও কখনো কাউকে জিজ্ঞেস করিনি যে কেন আমার সাথেই তাদের কষ্টগুলো শেয়ার করছে। নিজের ভাবনা-চিন্তায় যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করে গেছি তাদের সাহায্য করতে … বলাই বাহুল্য সমস্যা গুলো ৯৫ শতাংশই ছিল প্রেমজনিত। নিজে এখন পর্যন্ত ওই ধরণের কাজে যুক্ত হতে পারিনি তাই বোধহয় খুব সহজেই একটা কথা বলে দিতে পারি। কিন্তু তারপরেও কিছুটা হলেও অনুভব করার চেষ্টা করি যে এই বয়সে এই ধরণের পরিস্থিতির শিকার মেয়েদের মনের অবস্থাটা কিরকম হতে পারে !!
সবাইকেই আমি খুব কমন একটা কথা বলে এসেছি, ” যে চলে গেছে তাকে নিয়ে পরে থেকে কি হবে !! তুমি বরং আনন্দিত হও কারণ তুমি এমন একজনকে হারিয়েছ যে কিনা তোমাকে ভালোবাসেনি আর সে এমন একজনকে হারিয়েছে যে কিনা তাকে সত্যিকার অর্থে ভালোবেসেছিল। ”
এই কথা তো ফেসবুকে সবাই হাজার জায়গাতে দেখেছে !!আর বলা যত সহজ করা কি তত সহজ নাকি ?? আপনি চাইলেই এটা ভেবে সান্ত্বনা নিতে পারবেন ?? আমার তো মনে হয় না। মনে হয় না কারণ যখন কোন আপনজনের মৃত্যু হয় তখন ” সবাইকে একদিন আল্লাহর কাছে যেতে হবে ” ভেবে নিজের কষ্টটা পুরাপুরি চাপা দিতে পারেন ?? পারেন না। কেউ পারে না। এই ব্যাপারটা আমি নিজে সদ্য খেয়াল করেছি।
অনেকেই বলেন সময়ের কথা। সময় অতিক্রমের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন করে দেয়। আজকে যাকে ছাড়া বাচা অসম্ভব মনে হয় একদিন তাদের ছাড়া বেঁচে থাকাকে সম্ভব করে তুলে সময়ই। এই সময় অতিক্রম হওয়ার অপেক্ষা করে ধাতস্থ হওয়াটা অনেক ভালো উপায়। তবে সেইসব ক্ষেত্রে যে সব ক্ষেত্রে ভালোবাসার মধ্যে বাস্তবতার চেয়ে আবেগ বেশি থাকে। কিন্তু যেগুলো বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম সেগুলোও কি একই পর্যায়ে পরে ?? এতদিন ধরে মানতাম সময় অতিক্রম হওয়ার সাথে সবই সম্ভব।
কিন্তু সেটা যদি অনেক দীর্ঘ হয় তাহলে এত দীর্ঘক্ষণ ধৈর্য কয়জন ধরে রাখতে পারবে এই প্রশ্নটা উঠতেই পারে। সাধারণ অবস্থাতেই যেখানে দীর্ঘ সময় ধৈর্য ধরাটা অনেক কঠিন আর সবার পক্ষে সম্ভবও না সেইখানে ভাঙ্গা হৃদয় নিয়ে মানুষ কতদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবে বলে আপনি মনে করেন ?? অনেক অনেক কঠিন। কতটা কঠিন তারাই অনুভব করতে পারবে যারা নিজেরা এই পরিস্থিতিতে পড়েছেন তারাই ভালো জানবেন। তো এই সমস্যার সমাধান কি ?? আমি আগেই বলেছি আমি নিজে এই ব্যাপারে অভিজ্ঞ নই তাও একটা সমাধানের কথা বলতেই পারি … সেটা হচ্ছেঃ
” KNOW THYSELF ” ঢাকা কলেজের মেইন গেটের ভিতরের দিকে উপরে এই কথাটা লেখা আছে। পড়ে মনে হতে পারে খুব সাধারণ একটা কথা। কিন্তু আসলেই কি তাই ?? একটু ভেবে দেখুন। একজন মানুষ যখন নিজেকে চিনতে সময় ব্যয় করবে সে কি করে পারবে আরেকজনের চলে যাওয়ার কষ্টে কষ্ট পেতে !! নিজেকে চেনা কিন্তু সহজ কাজ নয়।
অনেকেই বলেন, ” নিজেকে চেনা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ” আমি অতটা জটিল করবো না। তবে এটা ঠিক নিজেকে চেনা কঠিন তবে আপনি যদি সঠিক পন্থায় ভাবেন তাহলে ততটা কঠিনও না। তাহলে সঠিক পন্থা কোনটা ?? উত্তর হচ্ছে একেবারে যখন গোড়া থেকে মানে আপনার জন্ম থেকে ভাবতে শুরু করবেন। ভেবে দেখেন জন্মের পর থেকে আপনি কিভাবে বড় হলেন, কি করে আপনি কাউকে ভালবাসার উপযুক্ত হলেন !!
সময় অতিক্রম হওয়ার অপেক্ষা না করে নিজেকে সময় দিয়ে নিজেকে নিয়ে ভাবেন। দেখবেন সব সমস্যা দূর হয়ে যাচ্ছে। যার জন্য কষ্ট পাচ্ছেন দেখবেন আস্তে আস্তে সে অনেক দূরে সরে যাচ্ছে। একদিন তার কথা মনে পড়লে আপনার হয়তো হাসি পাবে ” হায় !! আমি কি পাগলই না ছিলাম। ”
নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে চেনার কাজে সময় ব্যয় করেন। পৃথিবীর কারো জন্য আপনি কষ্ট পাবেন না।
শুধু একবার চেষ্টা করেই দেখুন না !!
১৮টি মন্তব্য
সঞ্জয় কুমার
আমি নিজের পরিবারের ছাড়া আর কারও বিদায়ে জন্য জন্য কষ্ট পাই না ।
অন্যদের জন্য একটু খারাপ লাগে , এটাকে সহানুভূতি বলা যায় ।
আমি এসব ক্ষেত্রে ভেবে শুধু অবাকই হই , ছেলে বা মেয়েরা কতটা বোকা এরা নিজেকে এবং নিজের পরিবারের চেয়ে অন্যকে বেশী ভালবাসে !!!!!
ভালো লিখেছেন । ।
ওয়াহিদ আব্দুল্লাহ
ধন্যবাদ।
নুসরাত মৌরিন
ভাল লিখেছেন।নিজেকে জানলে,নিজের সাথে নিজে থাকলে কারো জন্য কাঁদতে হয় না।
এরকম পরিস্থিতি গুলোতে নিজেকে অনেকখানি সময় দিলে সময়ই হয়ত একদিন সব ভুলিয়ে দেয়।
ওয়াহিদ আব্দুল্লাহ
ঠিক বলেছেন। 🙂
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আচ্ছা ভাববো।
ওয়াহিদ আব্দুল্লাহ
ঠিক আছে 😀
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
নিজেকে নিয়ে ভাবেন, নিজেকে চেনার কাজে সময় ব্যয় করেন। পৃথিবীর কারো জন্য আপনি কষ্ট পাবেন না।
স্বার্থপরতা মতো….
স্বার্থপর দুনিয়ায় কারো জন্য কষ্ট পাওয়া কয় জনে পারে বলেন।
ওয়াহিদ আব্দুল্লাহ
স্বার্থপরতার কথা কেন আসছে ?? এখানে সেই পরিস্থিতির কথা বলা হয়েছে যখন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যায় আর আপনি তার জন্য কষ্ট পেতে থাকেন। এই পরিস্থিতিতে আপনি নিঃস্বার্থের ভূমিকায় অবতীর্ণ হলে জীবন আপনারই নষ্ট হবে আর কারো নয়। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই স্বার্থপর হতে হবে। 🙂
সায়ন্তনু
নিজেকে জানার চেষ্টা খুব কঠিন একটি কাজ। তবুও চেষ্টা করা উচিৎ।
ওয়াহিদ আব্দুল্লাহ
হ্যা কঠিন কাজ তবে ভুলে গেলে চলবে না মানুষ কিন্তু কঠিন কাজ সম্পাদন করেই অভ্যস্ত। 🙂
খেয়ালী মেয়ে
ভাল লিখেছেন, কিন্তু এটা করা সম্ভব কিনা কে জানে—
ওয়াহিদ আব্দুল্লাহ
ধন্যবাদ। আর পোস্টের শেষে কি বলেছি !! চেষ্টা করেই দেখেন না !! 🙂 🙂
সায়ন্তনু
আমার লেখা পড়ে আমার লেখা নিয়ে কিছু বলুন যাতে আরও ভাল লিখতে পারি।
ওয়াহিদ আব্দুল্লাহ
ঠিক আছে
মোঃ মজিবর রহমান
আমি নেজেকে এখন চিনি নাই।
ওয়াহিদ আব্দুল্লাহ
চেনার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। অসম্ভব কিছু না 🙂
জিসান শা ইকরাম
ঠিক
ওয়াহিদ আব্দুল্লাহ
ধন্যবাদ